ETV Bharat / politics

মহারাষ্ট্রে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মুম্বই

বুধবার সকাল 7টা মহারাষ্ট্রের 288টি আসনে শুরু বিধানসভা নির্বাচন ৷ বিজেপি না শিবসেনা(উদ্ধব)-কংগ্রেস জোট, কাকে বেছে নেবে জনতা ?

MAHARASHTRA ASSEMBLY ELECTION 2024
মহারাষ্ট্রে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 3 hours ago

মুম্বই, 20 নভেম্বর: কড়া নিড়াপত্তায় শুরু হল মহারাষ্ট্রের 288টি আসনে বিধানসভা নির্বাচন ৷ বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া ৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ ভোটের ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার ৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট ৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ ভোটের ফলে বাজিমাত করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষ ৷

মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ মুম্বইয়ের 36টি বিধানসভা আসনেই ভোট হচ্ছে বুধবার ৷ প্রার্থী সংখ্যা 420 জন ৷ অতীতের উদাসিনতা কাটিয়ে এবার রেকর্ড সংখ্যা ভোট পড়ে কি না, সেদিকেই নজর সকলের ৷

এদিকে, ভোট শুরু হতেই সকলকে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ও মহিলা ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুম্বইয়ের মোট ভোটার সংখ্যা 1 কোটিরও বেশি ৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল 54 নক্ষ 67 হাজার 361 জন ৷ মহিলা ভোটার হল 47 লক্ষ 61 হাজার 265 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হল 1 হাজার 82 জন ৷ সেই সঙ্গে, 85 বছরের বেশি বয়সি ভোটারের সংখ্য়া 1 কোটি 46 হাজার 859 জন ৷ মঙ্গলবার বৃহনমুম্বই পুরনিগম জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছ ৷ নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, প্রতিটি বুথে পানীয় জল, পরিষ্কার শৌচাগার, প্রতিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হুইল-চেয়ার, ওষুধ এবং ভলান্টিয়ারেরও ব্যবস্থা রয়েছে প্রতিটি ভোটদান কেন্দ্রে ৷

উল্লেখ্য, 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ৷ কিন্তু নির্বাচনের পর মুখ্য়মন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া ৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্য়মন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী হন তিনি ৷ পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি ৷ রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু'জনকেই ৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী ৷

এরপর 2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয় ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে ৷

পড়ুন: সব পথ ওরলিতে; পারিবারিক সম্মান রক্ষার লড়াই আদিত্যর, বহিরাগত অস্ত্রে শান মিলিন্দের

মুম্বই, 20 নভেম্বর: কড়া নিড়াপত্তায় শুরু হল মহারাষ্ট্রের 288টি আসনে বিধানসভা নির্বাচন ৷ বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া ৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ ভোটের ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার ৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট ৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ ভোটের ফলে বাজিমাত করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষ ৷

মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ মুম্বইয়ের 36টি বিধানসভা আসনেই ভোট হচ্ছে বুধবার ৷ প্রার্থী সংখ্যা 420 জন ৷ অতীতের উদাসিনতা কাটিয়ে এবার রেকর্ড সংখ্যা ভোট পড়ে কি না, সেদিকেই নজর সকলের ৷

এদিকে, ভোট শুরু হতেই সকলকে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ও মহিলা ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুম্বইয়ের মোট ভোটার সংখ্যা 1 কোটিরও বেশি ৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল 54 নক্ষ 67 হাজার 361 জন ৷ মহিলা ভোটার হল 47 লক্ষ 61 হাজার 265 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হল 1 হাজার 82 জন ৷ সেই সঙ্গে, 85 বছরের বেশি বয়সি ভোটারের সংখ্য়া 1 কোটি 46 হাজার 859 জন ৷ মঙ্গলবার বৃহনমুম্বই পুরনিগম জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছ ৷ নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, প্রতিটি বুথে পানীয় জল, পরিষ্কার শৌচাগার, প্রতিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হুইল-চেয়ার, ওষুধ এবং ভলান্টিয়ারেরও ব্যবস্থা রয়েছে প্রতিটি ভোটদান কেন্দ্রে ৷

উল্লেখ্য, 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ৷ কিন্তু নির্বাচনের পর মুখ্য়মন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া ৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্য়মন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী হন তিনি ৷ পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি ৷ রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু'জনকেই ৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী ৷

এরপর 2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয় ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে ৷

পড়ুন: সব পথ ওরলিতে; পারিবারিক সম্মান রক্ষার লড়াই আদিত্যর, বহিরাগত অস্ত্রে শান মিলিন্দের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.