পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মণিপুরকে ভাঙতে দেব না, ইম্ফলে নির্বাচনী প্রচারে শান্তি ফেরানোর শাহি প্রতিশ্রুতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: প্রায় একবছর হতে চলেছে, মণিপুরে এখনও অসংখ্য় মানুষ আশ্রয় শিবিরে রয়েছেন ৷ এখনও মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে পূর্ব ভারতের এই রাজ্যে ৷ সেই আবহেই এবার লোকসভা নির্বাচনের প্রচারে ইম্ফল থেকে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 6:00 PM IST

Updated : Apr 15, 2024, 7:20 PM IST

ইম্ফল, 15 এপ্রিল: মণিপুরকে বিচ্ছিন্ন হতে দেবে না বিজেপির সরকার ৷ আজ ইম্ফলে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তিনি দাবি করলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার হল, জাতিগত বিবাদে উত্তপ্ত মণিপুরে শান্তি ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা ৷ তারা কখনওই এই রাজ্যকে বিচ্ছিন্ন হয়ে যেতে দেবেন না বলে মন্তব্য করেন শাহ ৷

ইম্ফলে একটি জনসভায় অমিত শাহ বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা হল কেউ যত চেষ্টাই করুক না কেন - আমরা মণিপুরকে ভাঙতে দেব না ৷" মূলত, কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোটের বিরুদ্ধে নিশানা ছিল অমিত শাহের ৷ তিনি বলেন, "এই নির্বাচন মূলত দু’টি শক্তির মধ্যে ৷ একদিকে রয়েছে সেই শক্তি, যারা মণিপুরকে ভাঙতে চায় এবং উলটোদিকে যারা মণিপুরকে ঐক্যবদ্ধ করে রাখতে চায় ৷" আর মণিপুরের অব্যাহত স্থিতিশীলতা ও অখণ্ডতাকে বজায় রাখতে বিজেপিকে সমর্থনের কথা বলেন অমিত শাহ ৷

তিনি দাবি করেন, মণিপুরে অনুপ্রবেশ ও তার জেরে বাড়তে থাকা জনসংখ্যায় পরিবর্তনের বিষয়টিতে মোদি সরকার অনবরত কাজ করে চলেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "দেশের ভাগ্য বদলে যাবে, যখন মণিপুর ও উত্তর-পূর্ব ভারতের ভাগ্য বদলাবে ৷ অনুপ্রবেশের কারণে মণিপুরের জনসংখ্যাগত পরিসংখ্যানে বদল এসেছে ৷" এরপরেই অমিত শাহ মণিপুরের বর্তমান অশান্ত পরিস্থিতির বিষয়টি উল্লেখ করেন ৷

শাহ বলেন, "মণিপুরকে না ভেঙে, সমস্ত সম্প্রদায় ও জনজাতিকে এক টেবিলে নিয়ে এসে শান্তি প্রতিষ্ঠা করা মোদি সরকারের অগ্রাধিকার ৷" দেশে দুর্নীতির বিরুদ্ধে মোদি সরকারের সাফল্য নিয়েও সরব হন অমিত শাহ ৷ সেক্ষেত্রে মোদি সরকার উত্তর-পূর্ব ভারতকেও দুর্নীতিমুক্ত করবে বলে আশ্বাস দেন অমিত শাহ ৷

উল্লেখ্য, 2014 সালে ক্ষমতায় আসার পর 4 বছরের মধ্যে উত্তর-পূর্ব ভারতের প্রায় অধিকাংশ রাজ্যে ক্ষমতায় চলে আসে এনডিএ ৷ সেখানে দাঁড়িয়ে অমিত শাহের 'দুর্নীতিমুক্ত উত্তর-পূর্ব ভারত' মন্তব্য বিড়ম্বনা তৈরি করেছে এনডিএ শিবিরেই ৷

আরও পড়ুন:

  1. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর
  2. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
Last Updated : Apr 15, 2024, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details