পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বাংলা নববর্ষে অভিনব প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলি নদীর পাড়ে অবস্থিত চারটি বিধানসভা কেন্দ্রে নৌকায় চড়ে জলপথে প্রচার করলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 4:46 PM IST

নববর্ষে গঙ্গা বক্ষে লোকসভা ভোটের প্রচারে লকেট চট্টোপাধ্যায়

চন্দননগর, 14 এপ্রিল: চন্দননগরের রানিঘাট থেকে শুরু করে চুঁচুড়া, বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণীর শিবপুর ঘাট পর্যন্ত গঙ্গাবক্ষে নৌকায় করে প্রচার চালালেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার সকালে এই অভিনব প্রচার কর্মসূচি রাখা হয় হুগলি বিজেপি নেতৃত্বের তরফে ৷ যে প্রচারে গঙ্গা ভাঙন ও বলাগড় বিধানসভা এলাকার নৌকা শিল্পের বেহাল অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল বিদায়ী সাংসদকে ৷

আজ চন্দননগরের রানিঘাট থেকে কুলোয় 'শুভ নববর্ষ' লিখে, মঙ্গল ঘট ও মঙ্গল চিহ্ন এঁকে ঢাকের বোলে প্রচার শুরু করেন লকেট ৷ নৌকায় উঠে সিদ্ধিদাতা গণেশের পুজো করলেন বিজেপি প্রার্থী ৷ এরপর হুগলি লোকসভার চারটি বিধানসভা চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় কেন্দ্র ধরে এগোতে থাকে নৌকা ৷ হুগলি নদীর পাড়ে থাকা লোকজনের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বিদায়ী সাংসদ ৷ উল্লেখ্য, বাংলা নববর্ষের বাঙালিয়ানাকে উদযাপনের পাশাপাশি, একসঙ্গে চারটি বিধানসভার গঙ্গাপাড়ের অসংখ্য বসতির মানুষের কাছে পৌঁছে গেলেন লকেট ৷

তবে, যে গঙ্গাবক্ষে প্রচার সারলেন লকেট, বলাগড় বিধানসভা এলাকায় সেই গঙ্গা ভাঙন প্রতি বর্ষায় সেখানকার মানুষের মাথাব্যথার কারণ ৷ এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, পুরো দায় তিনি চাপিয়ে দিয়েছেন রাজ্যের শাসকদলের উপর ৷ বিদায়ী সাংসদের অভিযোগ, দু’বছর আগে তিনি বলাগড়ে দু’টি পঞ্চায়েতের বৈঠকে গিয়েছিলেন গঙ্গা ভাঙনের সমাধান নিয়ে আলোচনা করতে ৷ কিন্তু, তৃণমূল সেই বৈঠক হতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি ৷

পাশাপাশি, এই ইস্যুটিকে তিনি সরাসরি সংসদেও তুলে ধরেছিলেন বলেও জানান লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "গত পাঁচ বছরে তৃণমূলের এই জনবিরোধী নীতির সঙ্গে লড়তে লড়তে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে রাজনৈতিকভাবে ৷ এবার জিতলে সরাসরি কেন্দ্রের মাধ্যমে কিছু করা যায় কি না, তা আমি দেখবে ৷ সবরকমভাবে গঙ্গা ভাঙনের সমাধানের চেষ্টা করব ৷ দেখুন এই সব কাজই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে করতে হয় ৷ সেই মতোই সুষ্ঠু একটা ব্যবস্থা রয়েছে ৷ কিন্তু, এরা মানুষের জন্য কাজ করবে না ৷ বরং কীভাবে টাকা লুঠ করা যায়, দিনরাত সেটা ভেবে চলেছে ৷"

এমনকী বলাগড়ের নৌকা শিল্পের অবস্থাও বেহাল ৷ আর আজ তিনি সেই নৌকায় চেপে প্রচার করছেন ৷ সাংসদ হিসেবে নৌকা শিল্পকে বাঁচাতে কেন কোনও ব্যবস্থা নেননি হুগলির সাংসদ ? এক্ষেত্রেও রাজ্যের দিকে নিশানা করতে ছাড়েননি লকেট ৷ তাঁর দাবি, "প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নৌকা শিল্পীদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে ৷ কিন্তু, সেই প্রকল্পও তাঁদের কাছে রাজ্যের মাধ্যমেই পৌঁছে যাবে ৷ কিন্তু, সেটা এই রাজ্য সরকার করছে না ৷ আমি চেষ্টা করবো পরেরবার নৌকা শিল্পীরা যাতে বিশ্বকর্মা যোজনায় 3 লক্ষ টাকার ঋণ পেয়ে যান ৷" কিন্তু, 2023 সালের 17 সেপ্টেম্বর থেকে চালু হওয়া প্রকল্পের সুবিধা কেন নৌকা শিল্পীদের কাছে নিজের উদ্যোগে পৌঁছে দিলেন না সাংসদ ? যার জবাব কার্যত এড়িয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের
  2. ভোটের পর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভাবব, ডাবগ্রামে বার্তা মমতার
  3. 200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ABOUT THE AUTHOR

...view details