কলকাতা, 2 মার্চ: এখনও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুক্রবারের পর শনিবারও আক্রমণ করলেন কুণাল। এদিন সকালেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে টুইট করেন। আর দুপুরে 10 মার্চের ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন কুণাল। পরে সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, উত্তর কলকাতা লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে প্রার্থী করা হোক।
এর আগে শনিবার সকালেই দলের সাংসদ তথা লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন কুণাল। অভিযোগ করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ভুবনেশ্বর এইমসে ভর্তি ছিলেন, সেই সময় চিকিৎসার বিল কে মিটিয়েছিল, তা নিয়েও ৷ একই সঙ্গে, কয়লা দুর্নীতির টাকায় সুদীপের হাসপাতালে বিল মেটানো হয়েছে কি না, তার তদন্ত হোক বলেও দাবি করেন কুণাল ৷ পরে সাংবাদিক বৈঠক থেকে উত্তর কলকাতা কেন্দ্রের মহিলা সাংসদ প্রসঙ্গে তিনি বলেন, "শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী এবং সুচিকিৎসক ৷ তাঁর মতো যদি কাউকে সাংসদ করা হয় তাহলে আমি একজন কর্মী হিসেবে খুশি হব।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "নয়না বন্দ্যোপাধ্যায় যদি বিউটি পার্লার সামলে সময় দিতে পারেন তাহলে তাঁকে নিয়ে আমার কোনও অসুবিধা নেই।"