ETV Bharat / state

বিএসএফ জওয়ানদের উপর হামলা বাংলাদেশের দুষ্কৃতীদের , সীমান্তে চলল গুলি-গ্রেনেড - BANGLADESHI ATTACKED BSF

বাংলাদেশ থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। বাধা দিতে গেলে জওয়ান-দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলি-গ্রেনেড লড়াই ৷

BANGLADESHI ATTACKED BSF
বিএসএফ জওয়ানদের উপর হামলা বাংলাদেশিদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 9:29 PM IST

মালদা, 11 জানুয়ারি: মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে প্রতিবেশী দেশের দুষ্কৃতীরা ৷ শুক্রবার রাতে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা আউটপোস্টে কর্মরত 119 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ চালায় তারা ৷ পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশি দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা ৷

একইভাবে মালদার হরিনাথপুর ও চরি অনন্তপুর সীমান্তেও বাংলাদেশিদের অনুপ্রবেশের ছক ভেস্তে দিল বিএসএফ ৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা জানানো হয়েছে ৷ যদিও সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গতকাল রাত 2টো নাগাদ শ্মশানি এলাকার সীমান্তের জওয়ানরা লক্ষ্য করেন, 15-20 জনের বাংলাদেশি দুষ্কৃতী দল কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে আসছে ৷ ওই পয়েন্টে কর্মরত বিএসএফ জওয়ান সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করেন ৷ দুই জওয়ান বাংলাদেশি দুষ্কৃতীদের দিকে ধেয়ে যান ৷ সেই সময় দুষ্কৃতীরা চোখে হাইবিম টর্চের আলো ফেলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ওই দুই জওয়ানের উপর হামলা চালানোর চেষ্টা করে ৷

জওয়ানরা শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়েও দুষ্কৃতীদের নিরস্ত করতে পারেননি ৷ তাঁরা পাচারকারীদের লক্ষ্য করে আরও 2 রাউন্ড গুলি চালান ৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছেন অন্য জওয়ানরাও ৷ পরিস্থিতি বেগতিক দেখে অন্ধকারে গা-ঢাকা দেয় দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে 572 বোতল নেশার কাফ সিরাপ, একটি ধারালো দা এবং একটি হাইবিম টর্চ বাজেয়াপ্ত করেন জওয়ানরা ৷

বিএসএএফ-এর তরফে আরও জানানো হয়েছে, গতকাল রাতে কালিয়াচক 1 নম্বর ব্লকেরই হরিনাথপুর ও চরি অনন্তপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় ৷ একই সময় চোরাকারবারিরা গরু পাচার করার ছক কষেছিল ৷ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা স্টান গ্রেনেড ব্যবহার করে ও গুলি চালিয়ে বাংলাদেশি চোরাকারবারিদের সেখান থেকে তাড়ান ৷

ঘটনাস্থল থেকে পাঁচটি গরু-সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ৷ কালিয়াচক থানার এক আধিকারিক জানিয়েছেন, বিএসএফ-এর তরফে 500টির বেশি কাফ সিরাপের বোতল-সহ আরও কিছু জিনিস থানায় জমা দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ তবে কাউকে গ্রেফতার করা যায়নি ৷

মালদা, 11 জানুয়ারি: মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে প্রতিবেশী দেশের দুষ্কৃতীরা ৷ শুক্রবার রাতে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা আউটপোস্টে কর্মরত 119 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ চালায় তারা ৷ পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশি দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা ৷

একইভাবে মালদার হরিনাথপুর ও চরি অনন্তপুর সীমান্তেও বাংলাদেশিদের অনুপ্রবেশের ছক ভেস্তে দিল বিএসএফ ৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা জানানো হয়েছে ৷ যদিও সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গতকাল রাত 2টো নাগাদ শ্মশানি এলাকার সীমান্তের জওয়ানরা লক্ষ্য করেন, 15-20 জনের বাংলাদেশি দুষ্কৃতী দল কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে আসছে ৷ ওই পয়েন্টে কর্মরত বিএসএফ জওয়ান সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করেন ৷ দুই জওয়ান বাংলাদেশি দুষ্কৃতীদের দিকে ধেয়ে যান ৷ সেই সময় দুষ্কৃতীরা চোখে হাইবিম টর্চের আলো ফেলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ওই দুই জওয়ানের উপর হামলা চালানোর চেষ্টা করে ৷

জওয়ানরা শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়েও দুষ্কৃতীদের নিরস্ত করতে পারেননি ৷ তাঁরা পাচারকারীদের লক্ষ্য করে আরও 2 রাউন্ড গুলি চালান ৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছেন অন্য জওয়ানরাও ৷ পরিস্থিতি বেগতিক দেখে অন্ধকারে গা-ঢাকা দেয় দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে 572 বোতল নেশার কাফ সিরাপ, একটি ধারালো দা এবং একটি হাইবিম টর্চ বাজেয়াপ্ত করেন জওয়ানরা ৷

বিএসএএফ-এর তরফে আরও জানানো হয়েছে, গতকাল রাতে কালিয়াচক 1 নম্বর ব্লকেরই হরিনাথপুর ও চরি অনন্তপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় ৷ একই সময় চোরাকারবারিরা গরু পাচার করার ছক কষেছিল ৷ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা স্টান গ্রেনেড ব্যবহার করে ও গুলি চালিয়ে বাংলাদেশি চোরাকারবারিদের সেখান থেকে তাড়ান ৷

ঘটনাস্থল থেকে পাঁচটি গরু-সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ৷ কালিয়াচক থানার এক আধিকারিক জানিয়েছেন, বিএসএফ-এর তরফে 500টির বেশি কাফ সিরাপের বোতল-সহ আরও কিছু জিনিস থানায় জমা দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ তবে কাউকে গ্রেফতার করা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.