ETV Bharat / sports

সৌভিকের লাল কার্ড, ঠিকানা বদলেও বড় ম্যাচের রং সবুজ-মেরুন - ISL KOLKATA DERBY

জেমি ম্যাকলারেনের করা গোলে গুয়াহাটিতে বড় ম্যাচ জিতল মোহনবাগান ৷ নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ ৷

ISL KOLKATA DERBY
সবুজ মেরুনের ডার্বি জয় (MBSG TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 11, 2025, 9:25 PM IST

Updated : Jan 11, 2025, 9:57 PM IST

গুয়াহাটি, 11 জানুয়ারি: দিন বদলায়, বছর বদলায়, ভেন্যু বদলায় ৷ কিন্তু আইএসএল ডার্বিতে ভাগ্য ফেরে না ইস্টবেঙ্গলের ৷ নিরাপত্তাজনিত কারণে কলকাতার পরিবর্তে শনিবার আইএসএলের ফিরতি বড় ম্য়াচ হল গুয়াহাটিতে ৷ গ্যালারিতে হাতে গোনা দর্শকের উপস্থিতি বড় ম্য়াচের সঙ্গে বড্ড বেশি অচেনা ৷ কিন্তু যেটা চেনা সেটা হল মোহনবাগান সুপার জায়ান্টের জয় ৷ গত মরশুমে একটি ম্য়াচে ড্র ছাড়া আইএসএল ডার্বিতে হারের ধারা বজায় রাখল লাল-হলুদ ৷ দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোলে গুয়াহাটিতে নির্জীব বড় ম্যাচের ফলাফল বাগানের পক্ষে 1-0 ৷

ম্য়াচটা আরও বেশি গোলে জিততে পারত সবুজ-মেরুন ৷ ভাঙাচোরা একটা দল কোনওমতে জোড়াতালি দিয়ে নামিয়েছিলেন অস্কার ব্রুজোঁ ৷ তার উপর লাল কার্ড দেখা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলা ইস্টবেঙ্গল এদিন শেষ আধঘণ্টা খেলল দশজনে ৷ কিন্তু সেই সুযোগ তুলে ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হোসে মোলিনার দল ৷ লিগ টপারদের জয় এল দ্বিতীয় মিনিটে অজি বিশ্বকাপারের করা গোলে ৷ পক্ষান্তরে ইস্টবেঙ্গলও পারত সমতায় ফিরতে ৷ যদি না রেফারি আর ভেঙ্কটেশ বাগান বক্সে হ্যান্ডবল দেখেও চুপ থাকতেন ৷

মহামেডান কান্তিরাভায় গিয়ে বেঙ্গালুরুকে হারিয়েছে ৷ সুখবরটা শুনেই ডার্বি যুদ্ধে নেমেছিল সবুজ-মেরুন ৷ কলকাতায় টিভির পর্দায় চোখ রাখা দু'দলের সমর্থকরা তখনও গুছিয়ে বসতে পারেননি বোধহয় ৷ তখনই গোল ম্য়াকলারেনের ৷ আশিস রাইয়ের বাড়ানো বল লাল-হলুদ রক্ষণের ফাঁক দিয়ে জমা পড়ে ম্য়াকলারেনের পায়ে ৷ গোল করতে ভুল করেননি অজি বিশ্বকাপার ৷ তাঁর গতির সামনে হেক্টর ইউস্তে যেন ধীর গতির ইঞ্জিন। প্রথম ডার্বিতে গোলের পাশাপাশি গোল করেছিলেন মিনি ডার্বিতেও ৷ শনিবার ফিরতি ডার্বিতে গোল করেও তাঁর ক্ষমতা নিয়ে সন্দিহান সমর্থকদের আশ্বস্ত করলেন বিশ্বকাপার ৷

গোল খাওয়ার পর ভুল শুধরে ইস্টবেঙ্গল অনেক সাবলীল। কিন্তু রক্ষণ সামলে আক্রমণের নীতি ইস্টবেঙ্গলকে সাহসী হতে দেয়নি। লাল-হলুদ আক্রমণে চুম্বক পিভি বিষ্ণু। যাবতীয় আক্রমণ নিয়ন্ত্রিত হল তাঁর পায়ে। তাঁর সাজিয়ে দেওয়া বলেই সমতা ফেরানোর মত পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ক্লেইটন সিলভা ৷ কিন্তু বল বিপন্মুক্ত করেন টম আলড্রেড ৷ প্রথমার্ধে বিষ্ণুর একটি আক্রমণ ভোঁতা করতে গিয়ে বক্সের মধ্যে বল হাতে লাগান আপুইয়া ৷ কিন্তু দেখেও দেখলেন না রেফারি ৷ আইএসএলে যা চেনা ছবি ৷

সে যাইহোক ৷ বিরতির পরে ইস্টবেঙ্গলের তৎপরতা অনেক বেশি। তবে ম্যাচের গতি নিয়ন্ত্রণে রেখে রাশ ছিল সবুজ-মেরুনের পায়ে। এই সময় 64 মিনিটে লিস্টন কোলাসোকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখেন সৌভিক চক্রবর্তী ৷ প্রতিপক্ষকে দশজনে পেয়ে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আসেন মোলিনা। সবুজ-মেরুন আক্রমণে বৈচিত্র্য বাড়ে। কিন্তু তাঁদের গোল করার পথে বাধা হয়ে দাঁড়ান প্রভসুখন গিল।

আরও পড়ুন:

গুয়াহাটি, 11 জানুয়ারি: দিন বদলায়, বছর বদলায়, ভেন্যু বদলায় ৷ কিন্তু আইএসএল ডার্বিতে ভাগ্য ফেরে না ইস্টবেঙ্গলের ৷ নিরাপত্তাজনিত কারণে কলকাতার পরিবর্তে শনিবার আইএসএলের ফিরতি বড় ম্য়াচ হল গুয়াহাটিতে ৷ গ্যালারিতে হাতে গোনা দর্শকের উপস্থিতি বড় ম্য়াচের সঙ্গে বড্ড বেশি অচেনা ৷ কিন্তু যেটা চেনা সেটা হল মোহনবাগান সুপার জায়ান্টের জয় ৷ গত মরশুমে একটি ম্য়াচে ড্র ছাড়া আইএসএল ডার্বিতে হারের ধারা বজায় রাখল লাল-হলুদ ৷ দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোলে গুয়াহাটিতে নির্জীব বড় ম্যাচের ফলাফল বাগানের পক্ষে 1-0 ৷

ম্য়াচটা আরও বেশি গোলে জিততে পারত সবুজ-মেরুন ৷ ভাঙাচোরা একটা দল কোনওমতে জোড়াতালি দিয়ে নামিয়েছিলেন অস্কার ব্রুজোঁ ৷ তার উপর লাল কার্ড দেখা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলা ইস্টবেঙ্গল এদিন শেষ আধঘণ্টা খেলল দশজনে ৷ কিন্তু সেই সুযোগ তুলে ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হোসে মোলিনার দল ৷ লিগ টপারদের জয় এল দ্বিতীয় মিনিটে অজি বিশ্বকাপারের করা গোলে ৷ পক্ষান্তরে ইস্টবেঙ্গলও পারত সমতায় ফিরতে ৷ যদি না রেফারি আর ভেঙ্কটেশ বাগান বক্সে হ্যান্ডবল দেখেও চুপ থাকতেন ৷

মহামেডান কান্তিরাভায় গিয়ে বেঙ্গালুরুকে হারিয়েছে ৷ সুখবরটা শুনেই ডার্বি যুদ্ধে নেমেছিল সবুজ-মেরুন ৷ কলকাতায় টিভির পর্দায় চোখ রাখা দু'দলের সমর্থকরা তখনও গুছিয়ে বসতে পারেননি বোধহয় ৷ তখনই গোল ম্য়াকলারেনের ৷ আশিস রাইয়ের বাড়ানো বল লাল-হলুদ রক্ষণের ফাঁক দিয়ে জমা পড়ে ম্য়াকলারেনের পায়ে ৷ গোল করতে ভুল করেননি অজি বিশ্বকাপার ৷ তাঁর গতির সামনে হেক্টর ইউস্তে যেন ধীর গতির ইঞ্জিন। প্রথম ডার্বিতে গোলের পাশাপাশি গোল করেছিলেন মিনি ডার্বিতেও ৷ শনিবার ফিরতি ডার্বিতে গোল করেও তাঁর ক্ষমতা নিয়ে সন্দিহান সমর্থকদের আশ্বস্ত করলেন বিশ্বকাপার ৷

গোল খাওয়ার পর ভুল শুধরে ইস্টবেঙ্গল অনেক সাবলীল। কিন্তু রক্ষণ সামলে আক্রমণের নীতি ইস্টবেঙ্গলকে সাহসী হতে দেয়নি। লাল-হলুদ আক্রমণে চুম্বক পিভি বিষ্ণু। যাবতীয় আক্রমণ নিয়ন্ত্রিত হল তাঁর পায়ে। তাঁর সাজিয়ে দেওয়া বলেই সমতা ফেরানোর মত পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ক্লেইটন সিলভা ৷ কিন্তু বল বিপন্মুক্ত করেন টম আলড্রেড ৷ প্রথমার্ধে বিষ্ণুর একটি আক্রমণ ভোঁতা করতে গিয়ে বক্সের মধ্যে বল হাতে লাগান আপুইয়া ৷ কিন্তু দেখেও দেখলেন না রেফারি ৷ আইএসএলে যা চেনা ছবি ৷

সে যাইহোক ৷ বিরতির পরে ইস্টবেঙ্গলের তৎপরতা অনেক বেশি। তবে ম্যাচের গতি নিয়ন্ত্রণে রেখে রাশ ছিল সবুজ-মেরুনের পায়ে। এই সময় 64 মিনিটে লিস্টন কোলাসোকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখেন সৌভিক চক্রবর্তী ৷ প্রতিপক্ষকে দশজনে পেয়ে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আসেন মোলিনা। সবুজ-মেরুন আক্রমণে বৈচিত্র্য বাড়ে। কিন্তু তাঁদের গোল করার পথে বাধা হয়ে দাঁড়ান প্রভসুখন গিল।

আরও পড়ুন:

Last Updated : Jan 11, 2025, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.