কলকাতা, 11 জানুয়ারি: ব্যবসা, এই শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু নামী নাম । যাদের বর্তমানে রমরমা বাজারে । কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন বাঙালিরাই । জাতীয় বাংলা পরিষদ এমনটাই মনে করে । তাই ব্যবসায় বাঙালির আগ্রহ বৃদ্ধি করতে প্রথমবারের জন্য পৌষমেলার আয়োজন করল জাতীয় বাংলা পরিষদ ।
গ্রাম বাংলা থেকে তারা বিভিন্ন ছোট-বড়-মাঝারি বাঙালি ব্যবসায়ীদের নিয়ে এই পৌষ মেলার আয়োজন করেছে । যাদবপুরে বিবেকনগর কালীবাড়ির মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে । চারদিনব্যাপী এই মেলা শুরু হয়েছে 9 জানুয়ারি। বিকােল 4টে থেকে রাত 10টা পর্যন্ত চলছে এই মেলা ।
জাতীয় বাংলা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন । যারা বাংলা তথা বাঙালির অধিকারের কথা বলে । একাধিকবার তারা রাস্তায় নেমে মিছিল-মিটিং করেছে । কিন্তু আর কড়া ভাষায় নয়, এবার সবাইকে আনন্দ দিয়েই নিজেদের অধিকারের লড়াই বুঝিয়ে দিতে এই উদ্যোগ তাদের ।
সংগঠনের সভাপতি ড. অরিন্দম বিশ্বাস বলেন, "বাঙালিরা ব্যবসা নিয়ে ভয় থাকে। কিন্তু ভয় না পেয়ে সেই সাহসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই আমরা বলছি । কারণ, বাঙালিরাই আগে ব্যবসা করত । অর্থব্যবস্থা শক্তিশালী না হলে একটা রাজ্য ভেঙে পড়বে । তাই বাঙালিদের সেই সাহস যুগিয়ে দেওয়া আমাদের এই মেলার মূল লক্ষ্য ।"
পৌষমেলা মানে পিঠে-পুলি, তা যেমন এই মেলায় নজর কেড়েছে, তেমন আছে বিভিন্ন হাতে তৈরি জিনিস । শান্তিনিকেতন থেকেও বহু মানুষ এই মেলায় স্টল দিয়েছেন । এছাড়াও প্রতিদিন রাখা রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । তবে সব কিছুর মধ্যেই বাংলার ঐতিহ্যের ছাপ রয়েছে ।
এই মেলার মাধ্যমে জাতীয় বাংলা পরিষদের সদস্যরা সম্মান জানাচ্ছেন বাংলার মনীষীদের । তবে আগামিদিনেও বাংলা তথা বাঙালির অধিকারের জন্য পথে থাকার আশ্বাস দিয়েছেন ড. অরিন্দম বিশ্বাস ৷