দার্জিলিং, 8 ফেব্রুয়ারি: অনিত থাপার শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামা। আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আসন থেকে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোপাল লামা? এখন এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।
গোপাল লামা 2008 সালে শিলিগুড়ির মহকুমাশাসক ছিলেন। তারপর তিনি উত্তরবঙ্গের পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর পদে দীর্ঘদিন ছিলেন। এরপর জিটিএ তৈরি হলে তিনি অফিসার হয়ে স্পেশাল ডিউটি পদ সামলান। সেখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন। বুধ ও বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন পিন্টেল ভিলেজে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপার সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ এরপর তিনি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। অনিত থাপা খোদ তাঁকে খাদা পরিয়ে দলে স্বাগত জানান। পাশাপাশি গোপাল লামাকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার উপদেষ্টা পদ দেওয়া হয়।
গোপাল লামা বলেন, "আমি পাহাড়ের মানুষ। দীর্ঘদিন পাহাড়ে কাজ করেছি। অনিত থাপা পাহাড়ে যেভাবে উন্নয়ন করছেন তা দেখছিলাম। আমাকে দলে যোগদানের প্রস্তাব দেওয়া হলে আমি তা গ্রহণ করি। আমাকে যে পদ দেওয়া হয়েছে আমি যথাসাধ্য পালনের চেষ্টা করব।" অনিত থাপা বলেন, "আমি আগেই বলেছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছি। প্রার্থী পাহাড়ের ভূমিপুত্র হবে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করব। তবে কে প্রার্থী হবে, তা এখনও চূড়ান্ত নয়।"
গত একমাস থেকে গোপাল লামাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দেখা গিয়েছে ৷ অনিত থাপা নিজে গোপাল লামাকে নিয়ে পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন। আর এতেই জল্পনার সৃষ্টি হয়েছে। অনিত থাপা যদি গোপাল লামাকে প্রার্থী হিসেবে তুলে ধরেন তাহলে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করবেন। গোপাল লামা জিটিএ'তে আধিকারিক থাকাকালীন তার পাহাড়ে বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। আর সেই বিষয়টিকেই কাজে লাগাতে চাইছে শাসক ও জোট সঙ্গী।
আরও পড়ুন:
- প্রথম আইটি পার্ক পাচ্ছে পাহাড়বাসী, শিলান্যাস অনিত থাপার হাতে
- হড়পা বানে ক্ষতিগ্রস্ত ত্রিবেণী হাসপাতাল-ক্যাম্প সাইট, পুনঃরুদ্ধারে অনিত থাপা!
- পাহাড়ের পুনর্গঠন নিয়ে আলোচনায় নবান্নে অনিত থাপা, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গেও