চেন্নাই, 25 জানুয়ারি: সামনে 166 রানের লক্ষ্যমাত্রা ৷ চ্যালেঞ্জিং সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া প্রয়োজন ছিল, তেমনটা মোটেও হয়নি ভারতের ৷ তবে 78 রানে পাঁচ উইকেট হারিয়েও চেন্নাইয়ে দ্বিতীয় টি-20 ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত ৷ সৌজন্যে তিলক বর্মা ৷ বিপর্যয় সামলে বাঁ-হাতি ব্যাটারের অপরাজিত 72 রানে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত ৷ দ্বিতীয় টি-20'তে ভারত জিতল দু'উইকেটে ৷
টস জিতে চিপকে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত ৷ জস বাটলারের 45 রান, ব্রাইডন কার্সের ঝোড়ো 31 রানে স্কোরবোর্ডে 165 রান তোলে ইংল্য়ান্ড ৷ যা প্রথম ম্যাচের তুলনায় অনেকটাই ভদ্র এবং চ্যালেঞ্জিং ৷ রান তাড়া করতে নেমে 19 রানে দুই উইকেট হারায় ভারত ৷ 12 রানে ফেরেন গত ম্য়াচের নায়ক অভিষেক শর্মা ৷ আবার ব্য়র্থ সঞ্জু স্যামসন করেন পাঁচ রান ৷ লম্বা হয়নি অধিনায়ক সূর্যকুমারের ইনিংসও (12) ৷ ব্রাইডন কার্স, মার্ক উডদের দাপটে আশি রানের মধ্যে পাঁচ উইকেট হারানো ভারতীয় শিবিরে তখন হারের ভ্রূকুটি ৷
দলের হাল ধরেন তিন নম্বরে ব্য়াট করতে নামা তিলক বর্মা ৷ আন্তর্জাতিক টি-20'তে ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি রয়েছে যাঁর নামে ৷ ষষ্ঠ উইকেটে তাঁকে কিছুটা সঙ্গ দেন একাদেশ আসা ওয়াশিংটন সুন্দর ৷ দু'জনে যোগ করেন 38 রান ৷ এরপর ওয়াশিংটন 26 রানে ফিরলেও থামানো যায়নি তিলককে ৷ হার্দিক পান্ডিয়া (7), অক্ষর প্যাটেল (2), আর্শদীপ সিং (6) ব্যর্থ হলেও রবি বিষ্ণোইকে নিয়ে বৈতরণী পার করে দেন তিলক ৷
2️⃣-0️⃣ 🙌
— BCCI (@BCCI) January 25, 2025
Tilak Varma finishes in style and #TeamIndia register a 2-wicket win in Chennai! 👌
Scorecard ▶️ https://t.co/6RwYIFWg7i #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/d9jg3O02IB
19.2 ওভারে জয়ের রান হাসিল করে টিম ইন্ডিয়া ৷ 55 বলে 72 রানে অপরাজিত থাকেন তিলক ৷ মারেন চারটি চার ও পাঁচটি ছক্কা ৷ উইনিং স্ট্রোকটিও আসে তাঁর ব্য়াটে ৷ 28 জানুয়ারি রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে দুই দল ৷