ETV Bharat / state

সোমবারই আত্মপ্রকাশ হচ্ছে তৃণমূলের নতুন স্বাস্থ্য সংগঠন, দায়িত্বে মন্ত্রী শশী পাঁজা - TMC NEW HEALTH ORGANIZATION

শাসকদল তৃণমূলের সমর্থনে স্বাস্থ্যক্ষেত্রে নতুন সংগঠন ৷ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হবে এই নতুন সংগঠনটি । সোমে সম্ভবত আত্মপ্রকাশ ৷

Shashi Panja
শশী পাঁজা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 10:37 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হচ্ছে নতুন সংগঠন । এই সংগঠনের নাম দেওয়া হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন । এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে এই সংগঠনের রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেতে চলেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক শশী পাঁজা । সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করবে । সোমবার দুপুর আড়াইটায় এই সংগঠন ঘোষণা হতে পারে বলেই জানা গিয়েছে ।

এই সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন চাওয়া হয়েছিল । দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী শশী পাঁজাকে এর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন দলনেত্রী ৷ সেইমত সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে । তবে একা শশী পাঁজা নয়, একাধিক চিকিৎসক সাংসদ ও বিধায়ক এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চলেছেন । চিকিৎসকদের পাশাপাশি নার্স স্বাস্থ্যকর্মীরাও এই সংগঠনের অংশ হতে চলেছেন । মূলত চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করা মানুষজনের স্বার্থে কাজ করবে এই সংগঠন ৷ আরজি কর আবহের মধ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড় হয় রাজ্য থেকে দেশ । সেই সময় শাসক ঘনিষ্ঠ চিকিৎসক সংগঠনগুলি আন্দোলনে খুব একটা বড় ভূমিকা নিতে পারেনি । মনে করা হচ্ছে, সেই সংগঠন গুলির নিষ্ক্রিয়তার কারণেই রাজ্যের শাসক দলকে অনেকটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল । ফলে, গোটা আন্দোলনেই বেশ কিছুটা ব্যাকফুটে দেখা গিয়েছিল শাসক ঘনিষ্ঠ সংগঠনগুলি । এবারে নতুন এই সংগঠন রাজ্যের স্বাস্থ্যসংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই কাজ করবে বলে জানা গিয়েছে । এক্ষেত্রে শাসক দলকে ডিভিডেন্ট দিতেই মনে করা হচ্ছে এই ধরনের সংগঠনের সূত্রপাত ।

এদিন এই সংগঠনের আত্মপ্রকাশ সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, "রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সরকার উন্নতি সাধন করেছে তা বলার অপেক্ষা রাখে না । আরজি কর-কাণ্ডের সময় যা ঘটেছে, তা অন্তর্ঘাত হতে পারে ৷ তবে নতুন এই সংগঠন সম্পূর্ণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে । সরকারের বিরুদ্ধে অপপ্রচার হলে সত্যিটা সামনে আনবে ।"

কলকাতা, 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হচ্ছে নতুন সংগঠন । এই সংগঠনের নাম দেওয়া হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন । এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে এই সংগঠনের রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেতে চলেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক শশী পাঁজা । সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করবে । সোমবার দুপুর আড়াইটায় এই সংগঠন ঘোষণা হতে পারে বলেই জানা গিয়েছে ।

এই সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন চাওয়া হয়েছিল । দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী শশী পাঁজাকে এর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন দলনেত্রী ৷ সেইমত সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে । তবে একা শশী পাঁজা নয়, একাধিক চিকিৎসক সাংসদ ও বিধায়ক এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চলেছেন । চিকিৎসকদের পাশাপাশি নার্স স্বাস্থ্যকর্মীরাও এই সংগঠনের অংশ হতে চলেছেন । মূলত চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করা মানুষজনের স্বার্থে কাজ করবে এই সংগঠন ৷ আরজি কর আবহের মধ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড় হয় রাজ্য থেকে দেশ । সেই সময় শাসক ঘনিষ্ঠ চিকিৎসক সংগঠনগুলি আন্দোলনে খুব একটা বড় ভূমিকা নিতে পারেনি । মনে করা হচ্ছে, সেই সংগঠন গুলির নিষ্ক্রিয়তার কারণেই রাজ্যের শাসক দলকে অনেকটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল । ফলে, গোটা আন্দোলনেই বেশ কিছুটা ব্যাকফুটে দেখা গিয়েছিল শাসক ঘনিষ্ঠ সংগঠনগুলি । এবারে নতুন এই সংগঠন রাজ্যের স্বাস্থ্যসংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই কাজ করবে বলে জানা গিয়েছে । এক্ষেত্রে শাসক দলকে ডিভিডেন্ট দিতেই মনে করা হচ্ছে এই ধরনের সংগঠনের সূত্রপাত ।

এদিন এই সংগঠনের আত্মপ্রকাশ সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, "রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সরকার উন্নতি সাধন করেছে তা বলার অপেক্ষা রাখে না । আরজি কর-কাণ্ডের সময় যা ঘটেছে, তা অন্তর্ঘাত হতে পারে ৷ তবে নতুন এই সংগঠন সম্পূর্ণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে । সরকারের বিরুদ্ধে অপপ্রচার হলে সত্যিটা সামনে আনবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.