কলকাতা, 7 মার্চ: বিচার ব্যবস্থার আঙিনা ছেড়ে রাজনীতিতে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ আর বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সাফ জানিয়েদিলেন, দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাইছেন তিনি ৷ দল যা দায়িত্ব দেবে তা পালন করতেও তিনি বদ্ধপরিকর বলেও স্পষ্ট করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়া ৷ শুধু তাই নয়, এদিনই তিনি কার্যত হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন, বর্তমানে রাজ্যে যে সরকার চলছে তার উৎখাত করার লড়াই শুরু হল আজ থেকেই ৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্য়াগ করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন ৷ সেইমতো এদিন এদিন সল্টলেকে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন ৷ এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান বিজেপি নেতা সজল ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ আর সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিজেপিতে যোগ দিতে যাচ্ছি ৷ আজ আমার খুবই ভালো লাগছে ৷ একটি সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি এটা তো বিরাট ব্য়াপার ৷ দল যা কাজ দেবে, যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠাভাবে পালন করব ৷ শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করব ৷" আর এদিন পালটা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বিজেপি সদর দফতরে পৌঁছতেই পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ এদিন তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মেরুদণ্ড সোজা করে লড়াই করা ব্যক্তিত্ব উনি ৷ বর্তমান রাজ্যের রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজন ছিল ৷ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন অকুতোভয় চিত্তে, তারপরও তাঁকে বার বার আক্রমণ করা হয়েছে ৷ এখনও তাঁকে নিশানা করা হচ্ছে ৷ বাংলা থেকে পরিবারবাদী দুর্নীতিবাজ পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করে আসল পরিবর্তনের ডঙ্কা বাজাব ৷" পালটা নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিবিআই তদন্তের আদেশ দেওয়া থেকে বিজেপিতে যোগদান পর্যন্ত একটি 180-ডিগ্রি পালা বদল সম্পর্কেও কিছু বলুন ৷ বিশেষ করে সিবিআই এফআইআরে নাম লেখা কোনও ব্যক্তির মাধ্যমে এই উজ্জ্বল ফ্লিপটি বিচার বিভাগের একটি অংশের সঙ্গে বিজেপির দুমড়ে-মুচড়ে যাওয়া বিষয়টিকেই প্রকাশ করছে ৷ যা সব কিছুই বাংলার স্বার্থের ক্ষতি করছে।"
অন্যদিকে, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহরা যে পার্টিতে আছেন, সেখানে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞ ৷ পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্থ দল এবং সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই মুহূর্তে আমাদের প্রথম উদ্দেশ্য ৷ বিজেপির বাংলায় আসা খুব দরকার ৷ এই দুর্নীতিগ্রস্থ দল এবং সরকাররের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ৷"