ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তের ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিতে বিএসএফ প্রতিজ্ঞাবদ্ধ, জানালেন জিআইজি - INDIA BANGLADESH BORDER

শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তে বেরুবাড়ি গমিরাপাড়া স্কুলের মাঠে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী হয় ৷ সেখানেই এই কথা বলেন বিএসএফ কর্তা ৷

BSF
বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 9:29 PM IST

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: ‘‘ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । বাংলাদেশের কোনও আঁচ এপাশে আসতে দেব না’’, সীমান্তের গ্রামবাসীদের আস্বস্ত করলেন বিএসএফের ডিআইজি ।

শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসংযোগ বাড়াতে খেলাধূলা ও অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে বিএসএফ । শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের 93 ব্যাটালিয়ানের ভারত-বাংলাদেশ সীমান্তে বেরুবাড়ি গমিরাপাড়া স্কুলের মাঠে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের ডিআইজি পিকে সিং, 93 ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা ।

BSF
খেলার সরঞ্জাম তুলে দিচ্ছে বিএসএফ (নিজস্ব চিত্র)

এদিন গোমিরাপাড়া হাইস্কুলের মাঠে ভলিবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বেরুবাড়ি বিপ্লবী সংঘ । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের স্কুল ও ক্লাবকে খেলার সরঞ্জাম প্রদান করেন ডিআইজি পিকে সিং ৷ সঙ্গে ছিলেন 93 ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় কুমার সিং, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার-সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা ।

এদিন পঞ্চায়েত সদস্য সামুল হক জানান, বিএসএফের 93 ব্যাটালিয়ানের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের খেলাধুলোয় উৎসাহিত করার জন্য ভলিবল, ফুটবল খেলার আয়োজন করা হয় । পাশাপাশি সীমান্ত এলাকায় ছাত্রছাত্রীদের বিএসএফের ব্যবহৃত অস্ত্র প্রদর্শনীও করা হয় ।

এদিন শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের ডিআইজি পিকে সিং বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের পাশে সবসময় আছি । স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধূলা সমস্ত বিষয়ে আমরা সাহায্য করব । গোমিরাপাড়া স্কুলে খেলাধূলায় প্রচুর ছেলে মেয়ে অংশ নিয়েছিল । আমি ভলিবল ম্যাচ আমি দেখলাম । এখানকার ছেলেদের খেলার অনেক ভালো । তারা প্রশিক্ষণ নিলে আরও ভালো খেলবে । আমরা তাদের সহযোগিতা করব ।’’

BSF
খেলার সরঞ্জাম তুলে দিচ্ছে বিএসএফ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘আজ সিভিক অ্যাকশন প্ল্যানে ভারত সরকারের বিএসএফের পক্ষ থেকে স্থানীয় ক্লাব ও স্কুলের বাচ্চাদের খেলাধুলার জন্য খেলার সরঞ্জাম বিতরণ করা হয় । এছাড়াও স্বাস্থ্য শিবিরের পাশাপাশি গবাদি পশুর চিকিৎসাও করা হয় । 93 ব্যাটেলিয়ানের পক্ষ থেকে খেলাধূলার প্রতি উৎসাহিত করা হচ্ছে ।’’

বাংলাদেশ প্রসঙ্গে বিএসএফের এই কর্তা বলেন, ‘‘বাংলাদেশের অবস্থা ভালো না সবাই জানেন । কিন্তু সীমা সুরক্ষা বল সীমা এলাকায় লোকেদের সুরক্ষার জন্য আছে । আমরা সুরক্ষা দিতে প্রতিবদ্ধ । আমরা যতক্ষণ আছি, ততক্ষণ কোনও অশান্তির আঁচ আমরা এদিকে আসতে দেব না । আমরা সবার সহযোগিতা কামনা করি । তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারব ।’’

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: ‘‘ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । বাংলাদেশের কোনও আঁচ এপাশে আসতে দেব না’’, সীমান্তের গ্রামবাসীদের আস্বস্ত করলেন বিএসএফের ডিআইজি ।

শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসংযোগ বাড়াতে খেলাধূলা ও অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে বিএসএফ । শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের 93 ব্যাটালিয়ানের ভারত-বাংলাদেশ সীমান্তে বেরুবাড়ি গমিরাপাড়া স্কুলের মাঠে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের ডিআইজি পিকে সিং, 93 ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা ।

BSF
খেলার সরঞ্জাম তুলে দিচ্ছে বিএসএফ (নিজস্ব চিত্র)

এদিন গোমিরাপাড়া হাইস্কুলের মাঠে ভলিবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বেরুবাড়ি বিপ্লবী সংঘ । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের স্কুল ও ক্লাবকে খেলার সরঞ্জাম প্রদান করেন ডিআইজি পিকে সিং ৷ সঙ্গে ছিলেন 93 ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় কুমার সিং, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার-সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা ।

এদিন পঞ্চায়েত সদস্য সামুল হক জানান, বিএসএফের 93 ব্যাটালিয়ানের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের খেলাধুলোয় উৎসাহিত করার জন্য ভলিবল, ফুটবল খেলার আয়োজন করা হয় । পাশাপাশি সীমান্ত এলাকায় ছাত্রছাত্রীদের বিএসএফের ব্যবহৃত অস্ত্র প্রদর্শনীও করা হয় ।

এদিন শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের ডিআইজি পিকে সিং বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের পাশে সবসময় আছি । স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধূলা সমস্ত বিষয়ে আমরা সাহায্য করব । গোমিরাপাড়া স্কুলে খেলাধূলায় প্রচুর ছেলে মেয়ে অংশ নিয়েছিল । আমি ভলিবল ম্যাচ আমি দেখলাম । এখানকার ছেলেদের খেলার অনেক ভালো । তারা প্রশিক্ষণ নিলে আরও ভালো খেলবে । আমরা তাদের সহযোগিতা করব ।’’

BSF
খেলার সরঞ্জাম তুলে দিচ্ছে বিএসএফ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘আজ সিভিক অ্যাকশন প্ল্যানে ভারত সরকারের বিএসএফের পক্ষ থেকে স্থানীয় ক্লাব ও স্কুলের বাচ্চাদের খেলাধুলার জন্য খেলার সরঞ্জাম বিতরণ করা হয় । এছাড়াও স্বাস্থ্য শিবিরের পাশাপাশি গবাদি পশুর চিকিৎসাও করা হয় । 93 ব্যাটেলিয়ানের পক্ষ থেকে খেলাধূলার প্রতি উৎসাহিত করা হচ্ছে ।’’

বাংলাদেশ প্রসঙ্গে বিএসএফের এই কর্তা বলেন, ‘‘বাংলাদেশের অবস্থা ভালো না সবাই জানেন । কিন্তু সীমা সুরক্ষা বল সীমা এলাকায় লোকেদের সুরক্ষার জন্য আছে । আমরা সুরক্ষা দিতে প্রতিবদ্ধ । আমরা যতক্ষণ আছি, ততক্ষণ কোনও অশান্তির আঁচ আমরা এদিকে আসতে দেব না । আমরা সবার সহযোগিতা কামনা করি । তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.