বোলপুর, 26 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের 32 জন বিজেপি নেতার নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সেই তালিকায় উল্লেখযোগ্য ভাবে আছেন জন বার্লা, আইপিএস দেবাশিস ধর, শঙ্কুদেব পাণ্ডা-সহ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিরা । প্রত্যেকেই তিন থেকে ছয় জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পেতেন ৷ এছাড়াও একাধিক সাংসদ পদপ্রার্থীরা এই তালিকায় রয়েছেন । তবে হঠাৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য এই সিদ্ধান্ত কেন নিল, তা নিয়ে মুখ খুলছেন না কেউই ৷
রাজ্যের যে সব বিজেপি নেতার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল তাঁদের তালিকা -
1) তপশিলি জাতি-উপজাতির জাতীয় কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার
2) কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন
3) দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস
4) বিজেপির রাজ্য নেতা অজয় রায়
5) নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস
6) উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী
7) আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর
8) দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি
9) জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ
10) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ
11) উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার
12) বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে
13) বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস
14) ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা
15) বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর
16) বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ
17) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা দীপক হালদার
18) বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ
19) বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস
20) আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা
21) বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়
22) মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা
23) মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস
24) রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়
25) বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা
26) বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা
27) ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু
28) বিজেপি নেত্রী প্রণতি মাঝি
29) বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল
30) বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা
31) ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস
32) কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল বলেন, "আমাকে যখন নিরাপত্তা দিয়েছিল তখনও কিছু বলে দেয়নি ৷ তুলে নেওয়ার সময়ও কিছু বলেনি ৷ কেন তুলে নেওয়া হল জানি না ৷ তবে আমার একার নয়, শুনলাম আরও অনেকেরও সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে । লোকসভা ভোটের সময় আমার উপর হামলাও হয়েছিল ৷ তাও সিকিউরিটি তুলে নেওয়া হল ।"
বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পদপ্রার্থী পিয়া সাহা বলেন, "লোকসভা ভোটের সময় আমাকে সিকিউরিটি দেওয়া হয়েছিল ৷ কেন তুলে নিল জানি না ৷ আজই জানলাম আমি আর সিকিউরিটি পাব না ।"