ETV Bharat / international

যুদ্ধবিরতি অটুট রাখতে নয়া চুক্তিতে ইজরায়েল ও হামাস - ISRAEL HAMAS WAR

প্যালেস্তাইনের প্রায় 600 জন বন্দির মুক্তি নিয়ে দু'দেশের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে ৷ সেই সমস্যার সমাধানে নয়া চুক্তিতে ইজরায়েল ও হামাস ৷

ISRAEL HAMAS WAR
নয়া চুক্তিতে ইজরায়েল ও হামাস (ফাইল চিত্র, এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 2:32 PM IST

জেরুজালেম, 26 ফেব্রুয়ারি: ইজরায়েলি বন্দিদের দেহ ফিরিয়ে দিলে প্যালেস্তাইনের সেনাদের মুক্তি দেওয়া হবে ৷ যুদ্ধবিরতি যুক্তি বহাল রাখতে নয়া সিদ্ধান্ত নিল ইজরায়েল ও হামাস ৷ প্যালেস্তাইনের প্রায় 600 জন বন্দির মুক্তি নিয়ে দু'দেশের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে ৷

ইজরায়েলের দাবি, মুক্ত বন্দিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাঁদের উপর নিষ্ঠুর আচরণ করেছে হামাস ৷ সেই তথ্য পাওয়ার পরই প্যালেস্তাইনের বন্দিদের মুক্তির প্রসঙ্গে টালবাহানা শুরু করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ ইজরায়েল সরকারের এই পদক্ষেপ মোটেই ভালোভাবে নেয়নি হামাস ৷ তাদের দাবি, যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে ইজরায়েল ৷ এই আবহে দ্বিতীয় পর্যায়ের বৈঠক কোনও মতেই সম্ভব নয় ৷ তাদের কথায়, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় ৷ তারপরই দু'পক্ষের তরফে নয়া সিদ্ধান্তের কথা জানানো হয় ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই বিষয়টি আলোচনার জন্য কায়রো সফরে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া ৷ সেখানে সমস্যার সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে দুই তরফ ৷ সেই চুক্তি অনুযায়ী, বন্দিদের দেহ ফেরত পাঠানো হলেই প্যালেস্তাইনের বন্দিদের ফেরাবে ইজরায়েল ৷ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইজরায়েলের এক আধিকারিক ৷

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলিদের দেহ মিশরের আধিকারিকদের হাতে তুলে দেবে হামাস ৷ খুব সম্ভবত, বুধবার থেকেই এই বিনিময় প্রক্রিয়া শুরু হবে ৷ প্রাথমিকভাবে 4 ইজরায়েলি বন্দির দেহ মিশর প্রশাসনের হাতে তুলে দেবে হামাস ৷ বিনিময়ে ইজরায়েলের জেলে বন্দি প্যালেস্তিনিয়দের মুক্তি দেওয়া হবে ৷

উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রথম 6 সপ্তাহে 33 জন ইজরায়েলি বন্দি এবং 8 বন্দির দেহ ফিরিয়ে দেওয়ার কথা ছিল হামাসের । পরিবর্তে প্রায় 2 হাজার প্যালেস্তাইন বন্দিদের মুক্তির আশ্বাস দিয়েছিল ইজরায়েল ।

পড়ুন: মার্কিন নাগরিকত্ব পেতে দিতে হবে প্রায় 44 কোটি টাকা ! 'গোল্ড কার্ড' আনতে চলেছেন ট্রাম্প

জেরুজালেম, 26 ফেব্রুয়ারি: ইজরায়েলি বন্দিদের দেহ ফিরিয়ে দিলে প্যালেস্তাইনের সেনাদের মুক্তি দেওয়া হবে ৷ যুদ্ধবিরতি যুক্তি বহাল রাখতে নয়া সিদ্ধান্ত নিল ইজরায়েল ও হামাস ৷ প্যালেস্তাইনের প্রায় 600 জন বন্দির মুক্তি নিয়ে দু'দেশের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে ৷

ইজরায়েলের দাবি, মুক্ত বন্দিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাঁদের উপর নিষ্ঠুর আচরণ করেছে হামাস ৷ সেই তথ্য পাওয়ার পরই প্যালেস্তাইনের বন্দিদের মুক্তির প্রসঙ্গে টালবাহানা শুরু করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ ইজরায়েল সরকারের এই পদক্ষেপ মোটেই ভালোভাবে নেয়নি হামাস ৷ তাদের দাবি, যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে ইজরায়েল ৷ এই আবহে দ্বিতীয় পর্যায়ের বৈঠক কোনও মতেই সম্ভব নয় ৷ তাদের কথায়, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় ৷ তারপরই দু'পক্ষের তরফে নয়া সিদ্ধান্তের কথা জানানো হয় ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই বিষয়টি আলোচনার জন্য কায়রো সফরে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া ৷ সেখানে সমস্যার সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে দুই তরফ ৷ সেই চুক্তি অনুযায়ী, বন্দিদের দেহ ফেরত পাঠানো হলেই প্যালেস্তাইনের বন্দিদের ফেরাবে ইজরায়েল ৷ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইজরায়েলের এক আধিকারিক ৷

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলিদের দেহ মিশরের আধিকারিকদের হাতে তুলে দেবে হামাস ৷ খুব সম্ভবত, বুধবার থেকেই এই বিনিময় প্রক্রিয়া শুরু হবে ৷ প্রাথমিকভাবে 4 ইজরায়েলি বন্দির দেহ মিশর প্রশাসনের হাতে তুলে দেবে হামাস ৷ বিনিময়ে ইজরায়েলের জেলে বন্দি প্যালেস্তিনিয়দের মুক্তি দেওয়া হবে ৷

উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রথম 6 সপ্তাহে 33 জন ইজরায়েলি বন্দি এবং 8 বন্দির দেহ ফিরিয়ে দেওয়ার কথা ছিল হামাসের । পরিবর্তে প্রায় 2 হাজার প্যালেস্তাইন বন্দিদের মুক্তির আশ্বাস দিয়েছিল ইজরায়েল ।

পড়ুন: মার্কিন নাগরিকত্ব পেতে দিতে হবে প্রায় 44 কোটি টাকা ! 'গোল্ড কার্ড' আনতে চলেছেন ট্রাম্প
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.