কলকাতা, 24 জানুয়ারি: 2022 সালে আগের যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তা আর বৃদ্ধি করা যাবে না । সেখানে অবিলম্বে নিয়োগ করতে হবে প্রশাসক । ডিসেম্বর মাসে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ । কিন্তু এবার সেই বিজ্ঞপ্তি তুলে নিতে চলেছে পর্ষদ ।
স্কুলশিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে । সেখানে রাজ্যের তরফে পর্ষদকে বলা হয়েছে, সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র স্কুল শিক্ষা দফতরের রয়েছে । এই নির্দেশিকা পাওয়ার পরই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷
গতবছর ডিসেম্বর মাসের 2 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল । সেখানে বলা হয়েছিল 2022 সালের আগে যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে, তাদের আর বৃদ্ধি করা যাবে না । সেই জায়গায় প্রশাসক নিয়োগ করতে হবে । পরবর্তীকালে নতুন পরিচালন সমিতি তৈরি না হওয়া পর্যন্ত ওই প্রশাসকই স্কুল পরিচালনার যাবতীয় কাজ করবেন ।
কিন্তু এই বিষয়টিতেই মত দেয়নি স্কুল শিক্ষা দফতর । এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার বলেন, "মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আমাদের কথা হয়েছে । যেখানে মেয়াদ বাড়ানোর, সেখানে তারা মেয়াদ বাড়াবে। কোনও প্রশাসকের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে না ।"
মূলত, স্কুলগুলিতে প্রধান শিক্ষক, কোনও জনপ্রতিনিধি ও কিছু শিক্ষানুরাগীরা এই পরিচালন সমিতিতে থাকেন । স্কুলের পরিচালন সমিতিগুলির মেয়াদ থাকে তিন বছর । কিন্তু বহু স্কুলে তা 10 বছর ধরেই চলে আসে । শিক্ষা দফতরের তরফে 2021 সালের ভোটের আগেও পুরনো পরিচালন সমিতির মেয়াদ বর্ধিত করা হয়েছিল ।
সূত্রের খবর, উচ্চ প্রাথমিকের বহু চাকরিপ্রার্থী সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বলে অভিযোগ ওঠে । মূলত, পরিচালন সমিতির বিরুদ্ধে টালবাহানার অভিযোগ রয়েছে বলে খবর যায় পর্ষদের কাছে । এই অবস্থায় দফতরের সঙ্গে আলোচনা না করেই ডিসেম্বর মাসে পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় । কিন্তু তাতে দফতরের নির্দেশ লঙ্ঘিত হয়েছে । সেই কারণে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর ।