ETV Bharat / state

ইংরেজি মাধ্যমকে টেক্কা দিতে সরকারি স্কুলে বিদেশি ধাঁচের শিক্ষা, 'রাস্তার মাস্টার'-এর উদ্যোগে ফিরছে স্কুলছুটরা - GOVERNMENT SCHOOL EDUCATION SYSTEM

'রাস্তার মাস্টার' নামে পরিচিত দীপনারায়ণ নায়ক নিজের স্কুলে এই উদ্যোগ নিয়েছেন ৷ জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে খেলার ছলে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷

government school education system
বিদেশি ধাঁচে হাতে কলমে শিক্ষা 'রাস্তার মাস্টার'র স্কুলে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 9:23 PM IST

আসানসোল, 25 জানুয়ারি: ইংরেজি মাধ্যমকে টেক্কা দিতে এবার সরকারি বাংলা মিডিয়াম স্কুলে চলছে বিদেশি ধাঁচের শিক্ষা ৷ আনন্দের সঙ্গে খেলাধুলো, গানবাজনার সঙ্গে পড়াশুনো করছে ছাত্রছাত্রীরা ৷ একদম অন্যরকমের এই ভাবনা জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের । এখানকার প্রধান শিক্ষক 'রাস্তার মাস্টার' নামে পরিচিত দীপ নারায়ণ নায়ক এমন নতুন উদ্যোগ নিয়েছেন স্কুলে । এর ফলে স্কুলছুটরা আবারও ফিরে আসছে স্কুলে বলে দাবি তাঁর ৷

সরকারি মাধ্যম স্কুলে পড়াশুনো নিয়ে "গেল-গেল" রব উঠেছে । রাজ্যে বহু স্কুল বন্ধ হওয়ার তালিকায় । বহু স্কুল ছাত্র-ছাত্রীর অভাবে ধুঁকছে । যাঁরা একটু মধ্যবিত্ত, তাঁরা কষ্টসৃষ্টে হলেও নিজের ছেলেমেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন । একটাই উদ্দেশ্য পঠন-পাঠনে ছেলেমেয়েরা যেন বড় হয়ে ওঠে । ইংরেজি মাধ্যম স্কুলের স্মার্ট ক্লাস থেকে শুরু করে শিক্ষাপদ্ধতি, সময়ানুবর্তিতা সবকিছু নিয়েই ছাত্র-ছাত্রীরা আলাদা উৎসাহ পায় স্কুলে যাওয়ার জন্য । সে তুলনায় গ্রামে গ্রামে যে সমস্ত স্কুল চলছে, তাতে শিক্ষকেরা তাঁদের মতো, ছাত্র-ছাত্রীরা নিজেদের মতো সময় কাটিয়ে বাড়ি চলে যায় বলেই অভিযোগ । পড়াশুনোর বালাই নেই ।

খেলাধুলো, গানবাজনার সঙ্গে পড়াশুনো স্কুলে (ইটিভি ভারত)

এবার সেখান থেকেই একদম অন্যরকমের ভাবনা । সরকারি স্কুলে বিদেশি শিক্ষার আদলে শিক্ষায় এমন পরিবর্তন নিয়ে এলেন প্রধান শিক্ষক ৷ যার জন্য এবার স্কুলছুটরাও ফিরে আসছে স্কুলে । শুধু তাই নয়, প্রতিদিন হাজিরা খাতায় ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ছে জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।

government school education system
পড়ুয়াদের সঙ্গে খেলায় ব্যস্ত প্রধান শিক্ষক (নিজস্ব ছবি)

স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়ক তাঁর অভিনব থ্রি জেনারেশন শিক্ষা পদ্ধতির জন্য তিনি ফিনল্যান্ডের হেলসিংকিতে ডাক পেয়েছিলেন সংবর্ধনা নেওয়ার । শিক্ষার রাজধানী বলে পরিচিত ফিনল্যান্ডে গিয়ে তিনি দেখলেন, সেখানকার শিক্ষা পদ্ধতি একেবারেই অন্যরকম এবং তিনি উৎসাহ প্রকাশ করে সেখানকার স্কুল-কলেজ ইউনিভার্সিটিতে পরিদর্শনে যান । পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন কীভাবে পড়াশোনা করানো হচ্ছে সেখানকার ছাত্রছাত্রীদের । আর তারপর নিজে ফিরে এসে সরকারি স্কুলে সেই শিক্ষা পদ্ধতি প্রয়োগ করছেন দীপনারায়ণ ।

কী সেই শিক্ষা পদ্ধতি?

দীপ নারায়ণ নায়ক ইটিভি ভারতকে বলেন, "আমি ফিনল্যান্ডে গিয়ে দেখতে পাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আলাদা করে নজর দেওয়া হয় । শুধু তাই নয়, সেখানে পড়াশোনা করা হয় আনন্দের সঙ্গে । যাকে বলা হয় হ্যাপি লার্নিং । সেখানে বিভিন্ন মডেল সহযোগে পড়াশোনা করা হয় । যেমন ধরুন আমাদের ছাত্রছাত্রীরা জানে মা কেন জল হাতে বিদ্যুৎ সুইচে হাত দিলে সেখানে কারেন্ট মারে । পানীয় জল নষ্ট হয়ে পড়ে যাচ্ছে টাইমকলে । কিন্তু ছাত্রছাত্রীরা সচেতন নয় । আর তাই বিদেশি শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মডেল সহযোগে হাতে কলমে শিক্ষা শিখছে । আমাদের ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা এখন সুইচ বোর্ডে সুইচ লাগাতে জানে । প্লাম্বিংয়ের কাজ জানে । আরও কত কী শিখছে তারা ।"

government school education system
নৌকা বানিয়েছে পড়ুয়া (নিজস্ব ছবি)

'রাস্তার মাস্টার'-এর দাবি, এর ফলে স্কুল ছুট ছাত্রছাত্রীরা ফিরে আসছে । যারা নিয়মিত ক্লাস করত না তারাও এখন রোজ স্কুলে আসছে । তারা এখন আনন্দের সঙ্গে খেলাধূলা, গানবাজনার পাশাপাশি পড়াশুনো করছে । প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়কের দাবি যে অমূলক নয় তা তার স্কুলে গিয়েই বোঝা গেল । ছাত্রছাত্রীরা বেশ আনন্দে মেতে উঠেছে খেলাধূলা, গান বাজনা ও পড়াশোনায় ।

government school education system
গানবাজনার মাধম্যে পড়ার পাঠ দেওয়া হচ্ছে (নিজস্ব ছবি)

জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ঐন্দ্রি বন্দ্যোপাধ্যায় ও অন্বেষা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমরা নিজে হাতের কাজ তৈরি করি । কাগজের নৌকো বানাই, ফুল বানাই । এখানে আমরা খেলাধূলা করি, গান-বাজনা করি । খুব আনন্দ পাই । রোজ স্কুলে আসি এখন । যে বন্ধুরা স্কুলে আসত না, তারাও ফিরে আসছে ।"

government school education system
হাতে কলমে শিক্ষিত হচ্ছে পড়ুয়ারা (নিজস্ব ছবি)

জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অভিভাবকরা ৷ স্থানীয় বাসিন্দা বামপদ মুখোপাধ্যায় বলেন, "এই স্কুলের নতুন শিক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীরা খুব আনন্দিত । শুধু ছাত্রছাত্রীরা নয়, অভিভাবকরাও খুব আনন্দিত । তারা রোজ তাদের ঘরের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে । শুধু তাই নয়, বাচ্চারা নিজেরাই স্কুলে ফিরে আসছে ।"

government school education system
'রাস্তার মাস্টার' উদ্যোগে ফিরছে স্কুলছুটরা (নিজস্ব ছবি)

অন্য স্কুলকে দিশা দেখাবে দীপ নারায়ণের এই মডেল বলে আশাবাদী প্রাথমিক বিদ্যালয়ের জামুড়িয়া চক্রের স্কুল পরিদর্শক অরিজিৎ মণ্ডল ৷ তিনি বলেন, "জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তা অত্যন্ত বাস্তবসম্মত এবং এর ফলে ছাত্রছাত্রীরা নতুন করে স্কুলে ফিরে আসার উৎসাহ পাচ্ছে । এই শিক্ষা মডেলকে অন্যান্য স্কুলেও যাতে চালু করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করব ।"

government school education system
'রাস্তার মাস্টার' উদ্যোগ নিয়েছেন বিদশি ধাঁচে পড়ানোর (নিজস্ব ছবি)

আসানসোল, 25 জানুয়ারি: ইংরেজি মাধ্যমকে টেক্কা দিতে এবার সরকারি বাংলা মিডিয়াম স্কুলে চলছে বিদেশি ধাঁচের শিক্ষা ৷ আনন্দের সঙ্গে খেলাধুলো, গানবাজনার সঙ্গে পড়াশুনো করছে ছাত্রছাত্রীরা ৷ একদম অন্যরকমের এই ভাবনা জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের । এখানকার প্রধান শিক্ষক 'রাস্তার মাস্টার' নামে পরিচিত দীপ নারায়ণ নায়ক এমন নতুন উদ্যোগ নিয়েছেন স্কুলে । এর ফলে স্কুলছুটরা আবারও ফিরে আসছে স্কুলে বলে দাবি তাঁর ৷

সরকারি মাধ্যম স্কুলে পড়াশুনো নিয়ে "গেল-গেল" রব উঠেছে । রাজ্যে বহু স্কুল বন্ধ হওয়ার তালিকায় । বহু স্কুল ছাত্র-ছাত্রীর অভাবে ধুঁকছে । যাঁরা একটু মধ্যবিত্ত, তাঁরা কষ্টসৃষ্টে হলেও নিজের ছেলেমেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন । একটাই উদ্দেশ্য পঠন-পাঠনে ছেলেমেয়েরা যেন বড় হয়ে ওঠে । ইংরেজি মাধ্যম স্কুলের স্মার্ট ক্লাস থেকে শুরু করে শিক্ষাপদ্ধতি, সময়ানুবর্তিতা সবকিছু নিয়েই ছাত্র-ছাত্রীরা আলাদা উৎসাহ পায় স্কুলে যাওয়ার জন্য । সে তুলনায় গ্রামে গ্রামে যে সমস্ত স্কুল চলছে, তাতে শিক্ষকেরা তাঁদের মতো, ছাত্র-ছাত্রীরা নিজেদের মতো সময় কাটিয়ে বাড়ি চলে যায় বলেই অভিযোগ । পড়াশুনোর বালাই নেই ।

খেলাধুলো, গানবাজনার সঙ্গে পড়াশুনো স্কুলে (ইটিভি ভারত)

এবার সেখান থেকেই একদম অন্যরকমের ভাবনা । সরকারি স্কুলে বিদেশি শিক্ষার আদলে শিক্ষায় এমন পরিবর্তন নিয়ে এলেন প্রধান শিক্ষক ৷ যার জন্য এবার স্কুলছুটরাও ফিরে আসছে স্কুলে । শুধু তাই নয়, প্রতিদিন হাজিরা খাতায় ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ছে জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।

government school education system
পড়ুয়াদের সঙ্গে খেলায় ব্যস্ত প্রধান শিক্ষক (নিজস্ব ছবি)

স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়ক তাঁর অভিনব থ্রি জেনারেশন শিক্ষা পদ্ধতির জন্য তিনি ফিনল্যান্ডের হেলসিংকিতে ডাক পেয়েছিলেন সংবর্ধনা নেওয়ার । শিক্ষার রাজধানী বলে পরিচিত ফিনল্যান্ডে গিয়ে তিনি দেখলেন, সেখানকার শিক্ষা পদ্ধতি একেবারেই অন্যরকম এবং তিনি উৎসাহ প্রকাশ করে সেখানকার স্কুল-কলেজ ইউনিভার্সিটিতে পরিদর্শনে যান । পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন কীভাবে পড়াশোনা করানো হচ্ছে সেখানকার ছাত্রছাত্রীদের । আর তারপর নিজে ফিরে এসে সরকারি স্কুলে সেই শিক্ষা পদ্ধতি প্রয়োগ করছেন দীপনারায়ণ ।

কী সেই শিক্ষা পদ্ধতি?

দীপ নারায়ণ নায়ক ইটিভি ভারতকে বলেন, "আমি ফিনল্যান্ডে গিয়ে দেখতে পাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আলাদা করে নজর দেওয়া হয় । শুধু তাই নয়, সেখানে পড়াশোনা করা হয় আনন্দের সঙ্গে । যাকে বলা হয় হ্যাপি লার্নিং । সেখানে বিভিন্ন মডেল সহযোগে পড়াশোনা করা হয় । যেমন ধরুন আমাদের ছাত্রছাত্রীরা জানে মা কেন জল হাতে বিদ্যুৎ সুইচে হাত দিলে সেখানে কারেন্ট মারে । পানীয় জল নষ্ট হয়ে পড়ে যাচ্ছে টাইমকলে । কিন্তু ছাত্রছাত্রীরা সচেতন নয় । আর তাই বিদেশি শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মডেল সহযোগে হাতে কলমে শিক্ষা শিখছে । আমাদের ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা এখন সুইচ বোর্ডে সুইচ লাগাতে জানে । প্লাম্বিংয়ের কাজ জানে । আরও কত কী শিখছে তারা ।"

government school education system
নৌকা বানিয়েছে পড়ুয়া (নিজস্ব ছবি)

'রাস্তার মাস্টার'-এর দাবি, এর ফলে স্কুল ছুট ছাত্রছাত্রীরা ফিরে আসছে । যারা নিয়মিত ক্লাস করত না তারাও এখন রোজ স্কুলে আসছে । তারা এখন আনন্দের সঙ্গে খেলাধূলা, গানবাজনার পাশাপাশি পড়াশুনো করছে । প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়কের দাবি যে অমূলক নয় তা তার স্কুলে গিয়েই বোঝা গেল । ছাত্রছাত্রীরা বেশ আনন্দে মেতে উঠেছে খেলাধূলা, গান বাজনা ও পড়াশোনায় ।

government school education system
গানবাজনার মাধম্যে পড়ার পাঠ দেওয়া হচ্ছে (নিজস্ব ছবি)

জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ঐন্দ্রি বন্দ্যোপাধ্যায় ও অন্বেষা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমরা নিজে হাতের কাজ তৈরি করি । কাগজের নৌকো বানাই, ফুল বানাই । এখানে আমরা খেলাধূলা করি, গান-বাজনা করি । খুব আনন্দ পাই । রোজ স্কুলে আসি এখন । যে বন্ধুরা স্কুলে আসত না, তারাও ফিরে আসছে ।"

government school education system
হাতে কলমে শিক্ষিত হচ্ছে পড়ুয়ারা (নিজস্ব ছবি)

জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অভিভাবকরা ৷ স্থানীয় বাসিন্দা বামপদ মুখোপাধ্যায় বলেন, "এই স্কুলের নতুন শিক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীরা খুব আনন্দিত । শুধু ছাত্রছাত্রীরা নয়, অভিভাবকরাও খুব আনন্দিত । তারা রোজ তাদের ঘরের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে । শুধু তাই নয়, বাচ্চারা নিজেরাই স্কুলে ফিরে আসছে ।"

government school education system
'রাস্তার মাস্টার' উদ্যোগে ফিরছে স্কুলছুটরা (নিজস্ব ছবি)

অন্য স্কুলকে দিশা দেখাবে দীপ নারায়ণের এই মডেল বলে আশাবাদী প্রাথমিক বিদ্যালয়ের জামুড়িয়া চক্রের স্কুল পরিদর্শক অরিজিৎ মণ্ডল ৷ তিনি বলেন, "জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তা অত্যন্ত বাস্তবসম্মত এবং এর ফলে ছাত্রছাত্রীরা নতুন করে স্কুলে ফিরে আসার উৎসাহ পাচ্ছে । এই শিক্ষা মডেলকে অন্যান্য স্কুলেও যাতে চালু করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করব ।"

government school education system
'রাস্তার মাস্টার' উদ্যোগ নিয়েছেন বিদশি ধাঁচে পড়ানোর (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.