পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দুর্গা-কালীর নাম নিলেন, মালদায় মোদির মুখে নেই 'জয় শ্রীরাম'; কারণ ঘিরে তরজা - Lok Sabha Election 2024

Narendra Modi: মোদির সভায় মানুষের উপস্থিতি দেখে মুখে চওড়া হাসি বিজেপি নেতাদের ৷ তবে এদিন মালদার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একবারও রাম-নাম শোনা গেল না ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 10:32 PM IST

মালদা, 26 এপ্রিল: এ যেন ভেনি, ভিডি, ভিসি ৷ তিনি এলেন, দেখলেন, জয় করলেন ৷ যখন পাশের দুই জেলার মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, তখন শুক্রবারের মালদা শুধুই 'মোদিময়' ৷ লাখ দেড়েকেরও বেশি মানুষ দেখে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন দেশের প্রধানমন্ত্রী ৷ এদিন বক্তব্যের শুরুতে মা কালী আর মা দুর্গাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী ৷ বাংলার মনীষীদের কথাও বলেছেন ৷ কিন্তু যখন উপস্থিত সভ্য-সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখর, তখন মোদির মুখে একবারও রামনাম শোনা গেল না এদিন মালদার মঞ্চ থেকে ৷

এর আগে রায়গঞ্জ-বালুরঘাটের নির্বাচনি জনসভাতেও তাঁর সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন উপস্থিত সকলেই ৷ রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় অনেক অঙ্ক কষেই রামের নাম উচ্চারণ করেননি মোদি ? হয়তো তিনি ভেবেছেন, এই জেলায় নিজেদের যেটুকু সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, রামনাম তাতেও প্রভাব ফেলতে পারে ৷

তবে এসবে বিশেষ কিছু ভাবনা নেই জেলা বিজেপির ৷ মোদির সভায় মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মুখে চওড়া হাসি নেতৃত্বের ৷ দলের জেলা নেতা অজয় গঙ্গোপাধ্য়ায় বলেন,"সকাল থেকে চড়া রোদ আর গায়ে জ্বালা ধরানো হাওয়ায় সভায় মানুষের উপস্থিতি খানিকটা কমেছে ৷ যদি আবহাওয়া কিছুটা ভালো হত, তাহলে মানুষের উপস্থিতির সংখ্যা তিন লাখ ছুঁয়ে ফেলত ৷ মানুষের এই উচ্ছ্বাসে আমরা নিশ্চিত, উত্তর মালদা তো বটেই, এবার দক্ষিণ মালদা কেন্দ্রেও আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতছেন ।"

মোদির সভায় মানুষের ভিড়, ইভিএমে কতটা প্রতিফলিত হবে তা সময় বলবে ৷ কিন্তু এদিন নরেন্দ্র মোদি মালদায় যে ব্যক্তিগত ক্যারিশমা দেখিয়েছেন তাতে ঘাসফুলের থিংক ট্যাঙ্কের চিন্তা বাড়তে বাধ্য ৷ যদিও তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার বলছেন, "বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে নয়, মানুষ দেশের প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিল ৷ প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি প্রথমবার মালদায় এলেন ৷ মালদার মানুষ অতিথিকে এভাবেই অভ্যর্থনা জানায় ৷ তবে আজ হাজার পঞ্চাশের বেশি মানুষ ওই সভায় ছিলেন না ৷"

আরও পড়ুন

সন্দেশখালিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ কুণালের, বিপজ্জনক মোড় নিচ্ছে দাবি সুকান্তের

বিজেপি কর্মীর রহস্য মৃত্যু থেকে সুকান্তর সঙ্গে বচসা, অভিযোগের পাহাড় রাজভবনে

ABOUT THE AUTHOR

...view details