প্রয়াগরাজ, 2 ডিসেম্বর: কুম্ভের আগে প্রয়াগরাজ ভেঙে নতুন জেলা ঘোষণা যোগী সরকারের ৷ আগামী জানুয়ারিতে সঙ্গমনগরে শুরু হতে চলেছে মহাকুম্ভ 2025 । যার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার । মহাকুম্ভের জন্য কুম্ভ এলাকাটিকে একটি অস্থায়ী জেলা হিসাবে ঘোষণা করেছেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার । যার জেরে উত্তরপ্রদেশে জেলার সংখ্যা হল 76টি। নতুন এই জেলার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারেড এলাকা-সহ মোট 67টি গ্রাম মহাকুম্ভ জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার এই জেলায় সংখ্যা দ্বিগুণেরও বেশি। জারি করা বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, কুম্ভ মেলা অফিসার বিজয় কিরণ আনন্দ কুম্ভ মেলার কালেক্টর হিসাবে কাজ করবেন। বিজ্ঞপ্তিতে বিশদে এও উল্লেখ করা হয়েছে, কুম্ভ এলাকার কালেক্টরের সমস্ত বিভাগের ক্ষেত্রে কাজ করার অধিকার থাকবে।
জারি করা বিজ্ঞপ্তিতে প্রয়াগরাজ জেলার চারটি তহসিলের 67টি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে মহাকুম্ভ জেলার সদর তহসিল থেকে 25টি রাজস্ব গ্রাম, সোরাভ থেকে তিনটি, ফুলপুরের 20টি এবং কারচানা থেকে 19টি। এবার মহাকুম্ভে 40 থেকে 45 কোটি ভক্ত-দর্শনার্থী আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রয়াগরাজে আগত ভক্তরা অযোধ্যা, বারাণসী এবং নিকটবর্তী ধর্মীয় স্থানগুলিতেও যাবেন বলে মনে করছে প্রশাসন ৷ এমন পরিস্থিতিতে, কয়েকদিন আগে পর্যটন দফতর বারাণসী থেকে মহাকুম্ভ (প্রয়াগরাজ), অযোধ্যা সার্কিটকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরণের ট্যুর প্যাকেজ তৈরি করা হয়েছে । এছাড়া এসব প্যাকেজ বুকিংয়ের জন্য অনলাইন ব্যবস্থাও চালু করা হয়েছে।
মহাকুম্ভ মেলা জেলায় মোট 4টি তহসিল অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলাশাসক রবীন্দ্র কুমার জানান, প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ, প্রয়াগরাজ আইন 2017 এর ধারা 2 (l)-এর অধীনে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে, মহাকুম্ভ মেলা 2025-এর আয়োজনের জন্য নতুন জেলার বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন জেলার গাড়ির কোড হবে 69। প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলা শুরু হবে 13 জানুয়ারি ৷ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷