থানে, 6 জানুয়ারি: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি ! এমনই অভিযোগে মামলা হল থানে পুলিশ স্টেশনে ৷ শিন্ডেকে হুমকি দেওয়ার অভিযোগে 26 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সোমবার একজন সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন ৷
শ্রী নগর থানার সিনিয়র ইন্সপেক্টর গুলজারিলাল ফাড়তারে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তের নাম হিতেশ ধেন্ডে ৷ তিনি থানে শহরের ভার্লি পাড়ার বাসিন্দা । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ অভিযুক্ত একটি সোশাল মিডিয়া পোস্টে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, হিতেশ সেই সোশাল মিডিয়া পোস্টে শিন্ডেকে হত্যার হুমকিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ তবে পুলিশ তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানাতে চায়নি ৷
শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার এক কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে ৷ রবিবার ভারতীয় ন্যায় সংহিতার 133 নং ধারা (ব্যক্তিকে অসম্মান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক ভাবে বলপ্রয়োগ), ধারা 352 (শান্তিভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ধারা 351(1) (অপরাধমূলকভাবে ভয় দেখানো) এবং ধারা 356 (2) (মানহানি)-র অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে থানে পুলিশ স্টেশনে । পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গত মাসে মহারাষ্ট্রের মসনদে কে বসবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ একনাথ শিন্ডে 2022 সালের জুলাই থেকে মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এবারও তিনিই মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছিলেন ৷ এদিকে, বিজেপি শিবির থেকে দেবেন্দ্র ফড়নবীশের নাম একপ্রকার নিশ্চিত করাই ছিল ৷ অপরদিকে, শিন্ডের শিবসেনাও একনাথকে মুখ্যমন্ত্রী করার দাবিতে অনড় ছিল ৷ তবে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ফল প্রকাশের এক সপ্তাহেরও বেশি সময় পর মহারাষ্ট্রে গঠিত হয় সরকার ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ এবং তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রীর পদে বসেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার ৷