ETV Bharat / entertainment

শুরু হতে চলেছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল, চলছে প্রস্তুতি - STREET ART FESTIVAL 2025

8 জানুয়ারি শহরের বুকে শুরু হচ্ছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল 'রংমশাল'। আকর্ষণে পুরুলিয়ার রায়বেশে নাচ, বীরভূমের বাউল পারফরম্যান্স, থাকছে কালিকাপাতারি আর্ট, প্রাচীন বাংলার বহুরূপী শিল্প।

Street art festival 2025
শুরু হতে চলেছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল (Pr handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 1:53 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: শহরের বুকে শুরু হতে চলেছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল 'রংমশাল'। আয়োজনে 'সিমলা A বং পজিটিভ কালচারাল সোসাইটি থিয়েটার গ্রুপ'। উল্লেখ্য, এটি কলকাতা শহরের একটি থিয়েটার ভিত্তিক সংগঠন।
প্রত্যেক বছর শীতের মরসুমে কলকাতায় অনুষ্ঠিত হয় এই ফেস্টিভ্যাল।

2017 সাল থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। চলতি বছরে 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি উরকুহার্ট স্কোয়ার (হেদুয়া পার্কের পাশে) 'রংমশাল' নামে 5 দিনের এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। ফেস্ট্রিভ্যালের মূল উদ্যোক্তা বাপ্পা জানান, "সরকার থেকে কোনও আর্থিক সহায়তা আমাদের নেই। তাই মূলত আমরা ক্রাউড ফান্ডিং (crowd funding) করেই এই উৎসব করে থাকি। এবং আগামীতেও আমাদের এই উদ্যোগ জারি থাকবে।"

মূলত কী কী থাকে এই ফেস্টিভ্যালে? বাপ্পা বলেন, "গত কয়েক বছর ধরে এই উৎসবে ভেন্ট্রিলোকুইজম, ডান্স ড্রামা, স্ট্রিট থিয়েটার, ছৌ নাচ, আবৃত্তি, লোকসংগীত, পাতার গান, পাপেট শো, পটের গান, মানব পুতুলের মতো শিল্প পরিবেশিত হচ্ছে। রজতাভ দত্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় , দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা-সহ আরও অনেকে তাঁদের সমস্ত ইতিবাচক মনোভাব নিয়ে খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটির প্রচার করেন এবং তাঁরাও নিয়মিত আসেন।"

তিনি আরও বলেন, "সংস্কৃতির দিক থেকে সমাজের উন্নতির জন্য আমরা গত নয় বছর ধরে শহরে থিয়েটার চর্চা করে আসছি। আমরা বিশ্বাস করি যে থিয়েটার মানুষকে শিক্ষিত করতে পারে ও নিজের ইতিবাচক এবং শক্তিশালী শক্তির মাধ্যমে একটি ভালো আগামীকে তৈরি করতে পারে। আর রংমশাল - আমাদের বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল, যা এখন আনন্দের শহরের অন্যতম প্রতীক্ষিত এবং জনপ্রিয় শিল্প উৎসবে পরিণত হয়েছে।"

বাপ্পা জানিয়েছেন, এবার এই উৎসবে 500 জন শিল্পীসহ অর্ধশতাধিক দল অংশ নিতে যাচ্ছে। সম্পূর্ণ উৎসবটি আরও আকর্ষণীয় এবং বড় করার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয় এবছর আমাদের 3-5 জন কর্মজীবী মহিলা থাকবে যারা তাদের নিজস্ব হস্তশিল্প এবং নিজের তৈরি পণ্য প্রদর্শন করবে। এবারের অন্যতম আকর্ষণ পুরুলিয়া থেকে রায়বেশে নাচ, বীরভূম থেকে বাউল পারফরম্যান্স, থাকছে কালিকাপাতারি আর্ট, প্রাচীন বাংলার বহুরূপী শিল্প। এ বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব শিল্পীরা আসবেন। এ বছর পারফর্ম করবেন এমন শিল্পীর সংখ্যা এখনও পর্যন্ত 300। বিশেষ কার্যকলাপ হিসেবে থাকবে বাউল গান , নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ এবং লাইভ পেইন্টিং।

প্রসঙ্গত, গত বছর এই উৎসবে 'ট্যালেন্ট হান্ট 2024' নামে একটি অনুষ্ঠান হয়, যেখানে বিভিন্ন শিল্পের 25 জন প্রতিযোগী উপস্থিত ছিলেন এবং প্রথম তিন জনকে স্মারক, উপহার এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এবারও থাকছে সেই 'ট্যালেন্ট হান্ট 2025'।

হায়দরাবাদ, 6 জানুয়ারি: শহরের বুকে শুরু হতে চলেছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল 'রংমশাল'। আয়োজনে 'সিমলা A বং পজিটিভ কালচারাল সোসাইটি থিয়েটার গ্রুপ'। উল্লেখ্য, এটি কলকাতা শহরের একটি থিয়েটার ভিত্তিক সংগঠন।
প্রত্যেক বছর শীতের মরসুমে কলকাতায় অনুষ্ঠিত হয় এই ফেস্টিভ্যাল।

2017 সাল থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। চলতি বছরে 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি উরকুহার্ট স্কোয়ার (হেদুয়া পার্কের পাশে) 'রংমশাল' নামে 5 দিনের এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। ফেস্ট্রিভ্যালের মূল উদ্যোক্তা বাপ্পা জানান, "সরকার থেকে কোনও আর্থিক সহায়তা আমাদের নেই। তাই মূলত আমরা ক্রাউড ফান্ডিং (crowd funding) করেই এই উৎসব করে থাকি। এবং আগামীতেও আমাদের এই উদ্যোগ জারি থাকবে।"

মূলত কী কী থাকে এই ফেস্টিভ্যালে? বাপ্পা বলেন, "গত কয়েক বছর ধরে এই উৎসবে ভেন্ট্রিলোকুইজম, ডান্স ড্রামা, স্ট্রিট থিয়েটার, ছৌ নাচ, আবৃত্তি, লোকসংগীত, পাতার গান, পাপেট শো, পটের গান, মানব পুতুলের মতো শিল্প পরিবেশিত হচ্ছে। রজতাভ দত্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় , দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা-সহ আরও অনেকে তাঁদের সমস্ত ইতিবাচক মনোভাব নিয়ে খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটির প্রচার করেন এবং তাঁরাও নিয়মিত আসেন।"

তিনি আরও বলেন, "সংস্কৃতির দিক থেকে সমাজের উন্নতির জন্য আমরা গত নয় বছর ধরে শহরে থিয়েটার চর্চা করে আসছি। আমরা বিশ্বাস করি যে থিয়েটার মানুষকে শিক্ষিত করতে পারে ও নিজের ইতিবাচক এবং শক্তিশালী শক্তির মাধ্যমে একটি ভালো আগামীকে তৈরি করতে পারে। আর রংমশাল - আমাদের বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল, যা এখন আনন্দের শহরের অন্যতম প্রতীক্ষিত এবং জনপ্রিয় শিল্প উৎসবে পরিণত হয়েছে।"

বাপ্পা জানিয়েছেন, এবার এই উৎসবে 500 জন শিল্পীসহ অর্ধশতাধিক দল অংশ নিতে যাচ্ছে। সম্পূর্ণ উৎসবটি আরও আকর্ষণীয় এবং বড় করার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয় এবছর আমাদের 3-5 জন কর্মজীবী মহিলা থাকবে যারা তাদের নিজস্ব হস্তশিল্প এবং নিজের তৈরি পণ্য প্রদর্শন করবে। এবারের অন্যতম আকর্ষণ পুরুলিয়া থেকে রায়বেশে নাচ, বীরভূম থেকে বাউল পারফরম্যান্স, থাকছে কালিকাপাতারি আর্ট, প্রাচীন বাংলার বহুরূপী শিল্প। এ বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব শিল্পীরা আসবেন। এ বছর পারফর্ম করবেন এমন শিল্পীর সংখ্যা এখনও পর্যন্ত 300। বিশেষ কার্যকলাপ হিসেবে থাকবে বাউল গান , নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ এবং লাইভ পেইন্টিং।

প্রসঙ্গত, গত বছর এই উৎসবে 'ট্যালেন্ট হান্ট 2024' নামে একটি অনুষ্ঠান হয়, যেখানে বিভিন্ন শিল্পের 25 জন প্রতিযোগী উপস্থিত ছিলেন এবং প্রথম তিন জনকে স্মারক, উপহার এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এবারও থাকছে সেই 'ট্যালেন্ট হান্ট 2025'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.