ETV Bharat / bharat

সরকারি হস্টেলে নাবালিকার সন্তান প্রসব ! সদ্যোজাতের ঠাঁই হল আবর্জনায় - MINOR GIVES BIRTH IN GOVT HOSTEL

মেয়েদের জন্য নির্ধারিত সরকারি হস্টেলে সন্তান প্রসব করল এক নাবালিকা ৷ বিষয়টি ধামাচাপা দিতে সদ্যোজাতকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয় ৷

New born baby thrown to garbage after Minor Girl gives birth
সরকারি হস্টেলে সন্তানের জন্ম দিতেই তাকে আবর্জনার স্তূপে ফেলে আসা হল (ফাইল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 23 hours ago

কোরবা, 7 জানুয়ারি: মেয়েদের জন্য নির্দিষ্ট সরকারি হস্টেলে সন্তানের জন্ম দিল একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী ৷ মঙ্গলবার ভোররাতে শিশু সন্তানের জন্ম দেওয়ার পরপরই ঘটনাটিকে ধামাচাপা দিতে সদ্যোজাতকে হস্টেলের বাইরে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসা হয় ৷ পরে ওই সদ্যোজাতকে উদ্ধার করে কোরবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু তার অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে ৷

17 বছর বয়সি ওই কিশোরী একাদশ শ্রেণীর ছাত্রী ৷ সে মেয়েদের সরকারি হস্টেলে থেকেই পড়াশোনা করে ৷ নাবালিকার সন্তানের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাকে এবং সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন জেলার শিক্ষা আধিকারিক ৷ এসডিএম আশ্বস্ত করেছেন যে, কালেক্টরের নির্দেশ এলে ঘটনার তদন্ত শুরু হবে ৷

জানা গিয়েছে, একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী ভোররাতে 2টো থেকে 2.30 মিনিটের মধ্যে শিশু সন্তানের জন্ম দিয়েছে ৷ এরপরই সদ্যোজাতকে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসা হয় ৷ কিন্তু সকালে বিষয়টি জানাজানি হতেই মা ও সন্তানকে লুকনোর চেষ্টা করা হয় ৷ কোরবা সরকারি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, সদ্যোজাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতালে যখন তাকে আনা হয়, তখনই তার অবস্থার অবনতি হয়েছিল ৷ তার গায়ে ঘাস, শুকনো পাতা লেগেছিল ৷ এখন সে অক্সিজেন সাপোর্টে রয়েছে ৷

এদিকে শিক্ষা দফতরের আধিকারিক টিপি উপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনাটি বিশদে জানতে তিনি হস্টেলের লোকজনের সঙ্গে কথা বলছেন ৷ কোরবার সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাকেশ বর্মা বলেন, "এখন সদ্যোজাতকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ দীর্ঘক্ষণ খোলা হাওয়ায় থাকার ফলে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল ৷"

এসডিএম টিআর ভরদ্বাজ জানিয়েছেন, নাবালিকার সন্তান জন্ম দেওয়ার খবরটি তিনি পেয়েছেন ৷ কালেক্টরও এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ৷ জেলার শিক্ষা দফতরের আধিকারিক মা ও তার সন্তানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন ৷ তদন্তের পর যথাযথ পদক্ষেপ করা হবে ৷

কোরবা, 7 জানুয়ারি: মেয়েদের জন্য নির্দিষ্ট সরকারি হস্টেলে সন্তানের জন্ম দিল একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী ৷ মঙ্গলবার ভোররাতে শিশু সন্তানের জন্ম দেওয়ার পরপরই ঘটনাটিকে ধামাচাপা দিতে সদ্যোজাতকে হস্টেলের বাইরে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসা হয় ৷ পরে ওই সদ্যোজাতকে উদ্ধার করে কোরবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু তার অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে ৷

17 বছর বয়সি ওই কিশোরী একাদশ শ্রেণীর ছাত্রী ৷ সে মেয়েদের সরকারি হস্টেলে থেকেই পড়াশোনা করে ৷ নাবালিকার সন্তানের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাকে এবং সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন জেলার শিক্ষা আধিকারিক ৷ এসডিএম আশ্বস্ত করেছেন যে, কালেক্টরের নির্দেশ এলে ঘটনার তদন্ত শুরু হবে ৷

জানা গিয়েছে, একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী ভোররাতে 2টো থেকে 2.30 মিনিটের মধ্যে শিশু সন্তানের জন্ম দিয়েছে ৷ এরপরই সদ্যোজাতকে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসা হয় ৷ কিন্তু সকালে বিষয়টি জানাজানি হতেই মা ও সন্তানকে লুকনোর চেষ্টা করা হয় ৷ কোরবা সরকারি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, সদ্যোজাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতালে যখন তাকে আনা হয়, তখনই তার অবস্থার অবনতি হয়েছিল ৷ তার গায়ে ঘাস, শুকনো পাতা লেগেছিল ৷ এখন সে অক্সিজেন সাপোর্টে রয়েছে ৷

এদিকে শিক্ষা দফতরের আধিকারিক টিপি উপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনাটি বিশদে জানতে তিনি হস্টেলের লোকজনের সঙ্গে কথা বলছেন ৷ কোরবার সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাকেশ বর্মা বলেন, "এখন সদ্যোজাতকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ দীর্ঘক্ষণ খোলা হাওয়ায় থাকার ফলে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল ৷"

এসডিএম টিআর ভরদ্বাজ জানিয়েছেন, নাবালিকার সন্তান জন্ম দেওয়ার খবরটি তিনি পেয়েছেন ৷ কালেক্টরও এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ৷ জেলার শিক্ষা দফতরের আধিকারিক মা ও তার সন্তানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন ৷ তদন্তের পর যথাযথ পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.