গঙ্গাসাগর, 7 জানুয়ারি: গঙ্গাসাগর সৈকতে ভেসে এল বিরল অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের দেহ। মঙ্গলবার গঙ্গাসাগরের চার নম্বর বিচের পাশে বিরল প্রজাতির এই কচ্ছপের দেহ দেখতে পাওয়া যায়। এদিন দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা এই কচ্ছপের দেহটি দেখতে পান। সোমবারই রূপনারায়ণ নদের তীর থেকে উদ্ধার হয় প্রায় 40 কেজি ওজনের ওই সামুদ্রিক কচ্ছপের দেহ।
তবে গঙ্গাসাগরের সৈকতে এদিন অলিভ রিডলে প্রজাতির যে কচ্ছপটির দেহ পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর ওজন প্রায় 1 কুইন্টাল ৷ লম্বায় প্রায় তিন ফুট। বিপর্যয় মোকাবিলা দফতরের স্বেচ্ছাসেবকরা এই কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেন। কিন্তু হঠাৎ করে কোথা থেকে এই কচ্ছপ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে এল তা নিয়ে রীতিমতো আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে।
দিনদুয়েক আগে সুমতিনগরে নীল তিমির দেহ উদ্ধার হয়েছিল। তা নিয়ে ইতিমধ্যেই সাগর-সহ এই বেলাভূমিতে যথেষ্ট আলোচনা চলছিল। তার মাঝেই মঙ্গলবার বিরল প্রজাতির কচ্ছপের দেহ উদ্ধার হওয়ায় যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অক্সিজেনের অভাবে এই কচ্ছপটি মারা গিয়েছে ৷
সমুদ্র প্রাণী বিশেষজ্ঞ ড: অন্বেষণ পাত্র জানান, মঙ্গলবার গঙ্গাসাগরের সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। এই বিরল প্রজাতির কচ্ছপ আগে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে সৈকতে নিয়মিত আসত ডিম পাড়ার জন্য। কিন্তু এখন আর আসে না। ভয়ংকর দূষণ এবং ফিশিং প্রেসারের কারণে ৷ দিঘা এবং মন্দারমনিতে এই প্রজাতির কচ্ছপ মৃত অবস্থায় একাধিকবার উদ্ধার হয়েছে ৷ তা নিয়ে গবেষণা চালাচ্ছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ এখন বাংলাদেশ এবং ওড়িশার সমুদ্রে ডিম পাড়তে যায়।
তিনি বলেন, "ছবি দেখে একটা জিনিস স্পষ্ট এর গায়ে যে চামড়া ওঠা লাল দাগগুলো রয়েছে, তাতে বোঝা যাচ্ছে আঘাতের ফলেই এই কচ্ছপটির প্রাণ গিয়েছে। জালে আটকে না ট্রলারের ধাক্কায় সেটা ময়নাতদন্ত করলে বোঝা যাবে। সাধারণত এরা তিন থেকে সাড়ে তিন ফুট এবং 50 কেজি ওজনের হয় ৷"
সোমবারই প্রশান্ত ও ভারত মহাসাগর বাসিন্দা অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপের দেহ মিলেছিল হাওড়ার বাগনানে। বাগনান-1 নং ব্লকের অন্তর্গত বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদের তীর থেকে উদ্ধার হয় ৷ যার ওজন ছিল প্রায় 40 কেজি ৷