ভরতপুর, 7 জানুয়ারি: দীর্ঘ 19 বছর পর স্বপ্নপূরণ ৷ লটারি কেটে কোটিপতি হলেন ভ্যান চালক । দীর্ঘ 19 বছর ধরে লটারি কেটে গিয়েছেন । এতদিন পর সঙ্গ দিল ভাগ্য । প্রতীক্ষার অবসান ঘটল সোমবার সন্ধ্যায় । মাত্র 30 টাকার লটারি কেটে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার । আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে ।
নিজেদের এক কাঠা জমি না থাকার আক্ষেপ অনেকদিনের । এবার লটারির টাকা সেই আক্ষেপ ঘোচাবে হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা । সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলি শেখ সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশির হাওয়া । আর পুরস্কারের কথা জানতে পেরেই ভ্যান চালকের বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা । ওয়াদ আলি শেখ পেশায় একজন মোটরভ্যান চালক ।
পরিবার সূত্রে জানানো হয়েছে, প্রায় 19 বছর ধরে লটারি কাটলেও ভাগ্য সঙ্গ দেয়নি । কোনও সময় সামান্য কিছু টাকা পেলেও এত বড় অঙ্কের টাকা পাওয়া এই প্রথম ৷ তবে লটারি কাটার সময় তো সকলেরই স্বপ্ন থাকে একদিন কোটিপতি হওয়ার ৷ সেই ইচ্ছে ওয়াদেরও ছিল ৷ একদিন না একদিন পুরস্কার পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিলেন । তাই লটারি কাটতে কেউ কোনওদিন তাঁকে বাধাও দেননি । সোমবার সেই স্বপ্নপূরণের আনন্দ ও খুশি ভাগ করে নিতে প্রতিবেশীদের মিষ্টিমুখ করানো হয়েছে ।
পুরস্কার পেয়ে ওয়াদ আলি বলেন, "অনেক কষ্টে বাড়ি করেছি ৷ এই বাড়ি ছাড়া আমার আর কিছু নেই ৷ জমি কেনার শখ অনেকদিনের ৷ এই টাকা দিয়ে জমি কিনব ৷ বাড়িঘর রং করব । দুই ছেলে মেয়েকে স্বনির্ভর হতে সাহায্য করব ৷"