কলকাতা, 6 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ফের মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল চাঁদনি চক মেট্রো স্টেশন । সোমবারের ঘটনায় আবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা ৷ দিনের ব্যস্ত সময়ে চরম ভোগান্তি পোহাতে হল যাত্রীদের ৷ প্রায় দু'ঘণ্টা পর 2টো 24 মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷
মেট্রো রেল সূত্রে খবর, সোমবার বেলা 12টা 17 মিনিটে চাঁদনি চক মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দেন একজন । যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁকে দীর্ঘক্ষণ লাইন থেকে উদ্ধার করার চেষ্টা চলে । আর এই ঘটনার জেরে প্রায় দু'ঘণ্টা ব্যাহত হয় মেট্রো চলাচল । বিভিন্ন স্টেশনে মেট্রোর মধ্যে আটকে যান যাত্রীরা ৷ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই ৷
এদিনের ঘটনার পর গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকে । সেইসময় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে । এই বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার বলেন, "চাঁদনি চক স্টেশনে একজন লাইনে ঝাঁপ দিয়েছেন । দক্ষিণশ্বরগামী মেট্রোর সামনে এই ঘটনা ঘটেছে ৷ উদ্ধারের চেষ্টা চলছে । আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল করছে ।"
ঘটনার পর পেরিয়ে যায় প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ৷ তখনও মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় না ৷ গিরিশ পার্ক-সহ বিভিন্ন মেট্রো স্টেশনে আটকে থাকেন বহু যাত্রী ৷ ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ যাত্রীদের কথায়, মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা প্রায়শই লেগে থাকে ৷ তবে পরিষেবা স্বাভাবিক হতে এত সময় লাগে না ৷ সকলেই অফিস বা অন্য কাজে যাবেন বলে বেরিয়েছেন ৷ মেট্রোর পরিষেবা ব্যাহত হওয়ায় তাঁদের নাজেহাল হতে হয় ৷
এদিকে দিন যত গড়ায় মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে । মেট্রো কিছুটা দেরিতে ও থেমে থেমে চলে বলে দাবি করেন যাত্রীরা ৷ দক্ষিণেশ্বরগামী ট্রেন ময়দানে গিয়ে খালি করে দেওয়া হয় । কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্কে গিয়ে খালি হয়ে যায় । অনেক সময় দাঁড়িয়ে থাকার পর মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন বহু লোক । যাত্রীদের অভিযোগ, মেট্রোর তরফে ঘোষণা করে প্রথমে ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি । অনেকক্ষণ পর মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেন ।
অন্যদিকে ঘটনার জেরে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় । সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রোতে যাত্রীদের চাপ থাকে । সেখানে এই ঘটনা ফের মেট্রো ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷
মেট্রো রেল সূত্রে খবর, সিসিটিভি নজরদারি থেকে রেল পুলিশের সুরক্ষা বর্ম কিছুই কাজে আসছে না । মেট্রো স্টেশনে 'গার্ডরেল' বসানোর পরিকল্পনাও আছে । কয়েকটি জায়গায় বসেওছে । যদিও এই গার্ডরেলের পদক্ষেপ আদতে কতটা কাজে আসবে তা নিয়ে বিতর্ক আছে । একাধিক পদক্ষেপ করেও এমন ঘটনায় লাগাম টানা যাচ্ছে না ।