কলকাতা, 22 জানুয়ারি: অনুশীলনে পুরোদমে ঘাম ঝরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন পিছিয়ে গেল মহম্মদ শামির ৷ স্বভাবতই শামি না-থাকায় ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে খানিকটা মোহভঙ্গ হল ইডেনের ৷ তবে ক্রিকেটের নন্দনকাননে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচে নজিরে নাম লিখিয়ে ফেললেন আর্শদীপ সিং ৷ ম্য়াচের শুরুতেই এদিন জোড়া উইকেট তুলে নিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেটশিকারি হয়ে গেলেন বাঁ-হাতি পেসার ৷
টস জিতে ইংল্যান্ডকে এদিন প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ 'থ্রি-লায়ন্সে'র হয়ে এদিন ওপেনে নামেন ফিল সল্ট এবং বেন ডাকেট ৷ গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার দরুণ ইডেনের সঙ্গে সখ্যতা রয়েছে সল্টের ৷ কিন্তু এদিন ম্য়াচের প্রথম ওভারেই আর্শদীপের ডেলিভারিতে ঠকে যান ইংরেজ ওপেনার ৷ ভারতীয় পেসারের গুড লেংথ ডেলিভারি সল্টের ব্য়াটের কিনারায় লেগে অনেক উপরে ওঠে ৷ ক্য়াচ তালুবন্দি করেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ৷
সল্টকে ফিরিয়ে টি-20'তে দেশের হয়ে সর্বাধিক উইকেটশিকারের নিরিখে যুজবেন্দ্র চাহালকে (96) ছুঁয়ে ফেলেন আর্শদীপ ৷ এরপর নিজের দ্বিতীয় ওভারেই নজিরে নাম লিখিয়ে ফেলেন তরুণ বোলার ৷ বেন ডাকেটকে ফিরিয়ে টি-20 ক্রিকেটে 97তম উইকেটটি পকেটে পুরে নেন বাঁ-হাতি পেসার ৷ আর্শদীপের বলে রিঙ্কু সিংয়ের তালুবন্দি হন ইংরেজ ব্য়াটার ৷ সবমিলিয়ে ইডেন গার্ডেন্সে নজিরে নাম লেখান ভারতীয় বোলার ৷
𝙈𝙞𝙡𝙚𝙨𝙩𝙤𝙣𝙚 𝙐𝙣𝙡𝙤𝙘𝙠𝙚𝙙 🔓
— BCCI (@BCCI) January 22, 2025
Say hello 👋 to #TeamIndia's leading wicket-taker in Men's T20Is 🔝
Well done, Arshdeep Singh 🙌 🙌
Follow The Match ▶️ https://t.co/4jwTIC5zzs#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/K6lQF3la01
শামি না-থাকায় আর্শদীপ সিংই এদিন ভারতীয় একাদশে একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার ৷ তাঁর সঙ্গে পেস বিভাগে কেন শামিকে রাখা হল না, তা নিয়ে জল্পনা চলছেই ৷ ফের কি চোটের কবলে শামি? প্রশ্ন ইতিউতি ৷ তবে দ্বিতীয় বিশেষজ্ঞ পেসার হিসেবে হর্ষিত রানারও দলে জায়গা না-হওয়ায় বিষয়টিকে দলের স্ট্র্যাটেজি বলেও মনে করছেন অনেকে ৷ আপাতত শামির না-থাকার বিষয়টিতে স্পষ্ট ধারণা আসার অপেক্ষা ৷