ETV Bharat / state

বাংলাদেশের অস্থিরতায় উত্তরবঙ্গে বাড়ছে অনুপ্রবেশ, বসছে ফেন্সিং; বিশেষ নজর ওপারের 3 জেলায় - INFILTRATION INCREASED IN BORDER

জলপাইগুড়ি জেলার মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের উপর ছাড়ল বিএসএফ ৷ সীমান্তের কাঁটাতার বিহীন 10 শতাংশ এলাকায় বাড়তি নজরদারি ৷

INFILTRATION INCREASED IN BORDER
বাংলাদেশে অস্থিরতার জেরে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 5:57 PM IST

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও তার জেরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রভাব এবার দু’দেশের সীমান্তে দেখা যাচ্ছে ৷ বিএসএফের উত্তরবঙ্গ অর্থাৎ, শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে ৷ তবে, প্রতিনিয়ত সেই অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ ব্যর্থ করছে বলে জানিয়েছেন তিনি ৷

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও, বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানেই আইজি জানান, উত্তরবঙ্গের আট জেলার 1937 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত পাহাড়ার দায়িত্বে রয়েছে বিএসএফ ৷ বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের এই দীর্ঘ সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ৷ ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের 10 শতাংশে ফেন্সিং নেই ৷ খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলিতে ফেন্সিং লাগানো হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷ এ নিয়ে রাজ্য সরকারের তরফে জমি ও এনওসি দেওয়া হয়েছে ৷

বাংলাদেশে অস্থিরতার জেরে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা ৷ (ইটিভি ভারত)

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, "2023 সালে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী 127 জন বাংলাদেশি ও 173 জন ভারতীয়কে গ্রেফতার করেছিল ৷ কিন্তু, চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা বেড়ে 194 জন বাংলাদেশি, 197 জন ভারতীয়, তিনজন রোহিঙ্গা ও তিনজন অন্যান্য অনুপ্রবেশকারী মিলিয়ে মোট 397 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"

সব থেকে আশ্চর্যের বিষয় হল, চলতি বছরের অগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত গত চার মাসে 149 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। যার মধ্যে 35 জন ভারতীয় ও 114 জন বাংলাদেশি রয়েছে ৷ তবে, এই অনুপ্রবেশ রুখতে বিএসএফের তরফে তাদের হাতে থাকা সব মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷

তিনি জানান, বাড়তি নজরদারির পাশাপাশি থার্মাল ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বাড়ানো হয়েছে ৷ বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিনও ৷ তবে, সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে কাঁটাতারের ওপারের তিন জেলা ঠাকুরগঞ্জ, পঞ্চগড় ও দিনাজপুর সীমান্ত দিয়ে ৷ এই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷

তবে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও সীমান্তে অনুপ্রবেশের জেরে জলপাইগুড়ি জেলায় মিলন মেলা হওয়া নিয়ে সংশয়ে রয়েছে বিএসএফ ৷ এ নিয়ে শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, মিলন মেলা করার বিষয়টি পুরোপুরি জেলা প্রশাসনের উপর ছাড়েন তাঁরা ৷ সমস্ত নিরাপত্তা এজেন্সিকে সঙ্গে নিয়ে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হলেই মিলন মেলার আয়োজন হওয়া উচিত বলে জানান তিনি ৷ তবে, নিয়ম ভেঙে মিলন মেলা যাতে না-হয়, সে নিয়েও সতর্ক করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর এই আধিকারিক ৷

এই পরিস্থিতিতে গতবছরের তুলনায় এ-বছর আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানও বেড়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷ 2023 সালে সীমান্ত দিয়ে প্রায় 3 কোটি টাকার 2 হাজার 532টি গবাদিপশু পাচারের আগে উদ্ধার করেছিল বিএসএফ ৷ চলতি বছরে 3 কোটি 91 লক্ষ টাকার 2 হাজার 667টি গবাদি পশু উদ্ধার কর‍েছে সীমান্তরক্ষী বাহিনী ৷

একইভাবে গত বছর 2 কোটি 7 লক্ষ টাকার ফেনসিডিল, 134 কেজি গাঁজা, 1 কোটি 7 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ও 2 কোটি 34 লক্ষের প্রায় 4 কেজি সোনা পাচারের আগে উদ্ধার করেছিল বিএসএফ ৷ একইভাবে চলতি বছরে 1 কোটি 9 লক্ষ টাকার ফেনসিডিল, 110 কেজি গাঁজা, 20 লক্ষ টাকার ইয়াবা ও 5 কোটি 64 লক্ষ টাকার প্রায় 8 কেজি সোনা উদ্ধার করেছে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ৷

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও তার জেরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রভাব এবার দু’দেশের সীমান্তে দেখা যাচ্ছে ৷ বিএসএফের উত্তরবঙ্গ অর্থাৎ, শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে ৷ তবে, প্রতিনিয়ত সেই অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ ব্যর্থ করছে বলে জানিয়েছেন তিনি ৷

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও, বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানেই আইজি জানান, উত্তরবঙ্গের আট জেলার 1937 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত পাহাড়ার দায়িত্বে রয়েছে বিএসএফ ৷ বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের এই দীর্ঘ সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ৷ ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের 10 শতাংশে ফেন্সিং নেই ৷ খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলিতে ফেন্সিং লাগানো হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷ এ নিয়ে রাজ্য সরকারের তরফে জমি ও এনওসি দেওয়া হয়েছে ৷

বাংলাদেশে অস্থিরতার জেরে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা ৷ (ইটিভি ভারত)

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, "2023 সালে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী 127 জন বাংলাদেশি ও 173 জন ভারতীয়কে গ্রেফতার করেছিল ৷ কিন্তু, চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা বেড়ে 194 জন বাংলাদেশি, 197 জন ভারতীয়, তিনজন রোহিঙ্গা ও তিনজন অন্যান্য অনুপ্রবেশকারী মিলিয়ে মোট 397 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"

সব থেকে আশ্চর্যের বিষয় হল, চলতি বছরের অগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত গত চার মাসে 149 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। যার মধ্যে 35 জন ভারতীয় ও 114 জন বাংলাদেশি রয়েছে ৷ তবে, এই অনুপ্রবেশ রুখতে বিএসএফের তরফে তাদের হাতে থাকা সব মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷

তিনি জানান, বাড়তি নজরদারির পাশাপাশি থার্মাল ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বাড়ানো হয়েছে ৷ বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিনও ৷ তবে, সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে কাঁটাতারের ওপারের তিন জেলা ঠাকুরগঞ্জ, পঞ্চগড় ও দিনাজপুর সীমান্ত দিয়ে ৷ এই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷

তবে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও সীমান্তে অনুপ্রবেশের জেরে জলপাইগুড়ি জেলায় মিলন মেলা হওয়া নিয়ে সংশয়ে রয়েছে বিএসএফ ৷ এ নিয়ে শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, মিলন মেলা করার বিষয়টি পুরোপুরি জেলা প্রশাসনের উপর ছাড়েন তাঁরা ৷ সমস্ত নিরাপত্তা এজেন্সিকে সঙ্গে নিয়ে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হলেই মিলন মেলার আয়োজন হওয়া উচিত বলে জানান তিনি ৷ তবে, নিয়ম ভেঙে মিলন মেলা যাতে না-হয়, সে নিয়েও সতর্ক করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর এই আধিকারিক ৷

এই পরিস্থিতিতে গতবছরের তুলনায় এ-বছর আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানও বেড়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷ 2023 সালে সীমান্ত দিয়ে প্রায় 3 কোটি টাকার 2 হাজার 532টি গবাদিপশু পাচারের আগে উদ্ধার করেছিল বিএসএফ ৷ চলতি বছরে 3 কোটি 91 লক্ষ টাকার 2 হাজার 667টি গবাদি পশু উদ্ধার কর‍েছে সীমান্তরক্ষী বাহিনী ৷

একইভাবে গত বছর 2 কোটি 7 লক্ষ টাকার ফেনসিডিল, 134 কেজি গাঁজা, 1 কোটি 7 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ও 2 কোটি 34 লক্ষের প্রায় 4 কেজি সোনা পাচারের আগে উদ্ধার করেছিল বিএসএফ ৷ একইভাবে চলতি বছরে 1 কোটি 9 লক্ষ টাকার ফেনসিডিল, 110 কেজি গাঁজা, 20 লক্ষ টাকার ইয়াবা ও 5 কোটি 64 লক্ষ টাকার প্রায় 8 কেজি সোনা উদ্ধার করেছে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.