ETV Bharat / state

14 পদে হাসপাতালে নার্সের আইবুড়ো ভাত, প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা - AIBURO BHAAT

হাসপাতালের একটি ঘরে ওই নার্সকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর সঙ্গীসাথীরা । 14 পদের রান্নার আয়োজন করা হয় বিয়ের আগে রামপুরহাটে ।

aiburo bhaat
হাসপাতালে নার্সের আইবুড়ো ভাতের আয়োজন রামপুরহাটে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 9:35 PM IST

রামপুরহাট, 25 ফেব্রুয়ারি: সামনে গাঁদা ফুল দিয়ে সাজানো সারি সারি থালা ও বাটি ৷ মাছের বড় মাথা, মাংস থেকে দই-মিষ্টি কী নেই পাতে ৷ ফুলের সাজে সেজেছেন কনেও ৷ এভাবেই হাসপাতালের ভিতরে ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হল কর্মরত এক নার্সকে ৷ আবার সেই ছবি ঘটা করে পোস্ট করা হল সোশাল মিডিয়ায়ও ৷ আর তাতেই বিপাকে পড়েছেন নার্স থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খবর চাউর হতেই ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায় ৷ হাসাপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ স্থানীয় সূত্রে খবর, আইবুড়ো ভাত খাওয়া নার্সের নাম রিম্পা মণ্ডল ৷ তাঁর বাড়ি বাঁকুড়ায় । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত তিনি ৷ সম্প্রতি রিম্পার বিয়ে ঠিক হয় । তাই তাঁকে বিয়ের আগে গত সোমবার রামপুরহাট হাসপাতালের তাঁর সহকর্মীরা উদ্যোগ নেন আইবুড়ো ভাত খাওয়ানোর । তাতে সায় দেয় রিম্পাও । সেভাবে হাসপাতালের একটি কক্ষে তাঁকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর সঙ্গী সাথীরা । রিম্পার জন্য 14 পদের রান্নার আয়োজন করা হয় সেখানে ।

14 পদে হাসপাতালে নার্সের আইবুড়ো ভাত, প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা (ইটিভি ভারত)

রিম্পার মাথায় হলুদ গাঁদার মালা দিয়ে এবং চারিদিকে গাঁদা ফুল ছড়িয়ে টেবিল সাজিয়ে বসিয়ে এলাহি আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ানো হয় । এত দূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরই সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে । আর তার পড়েই তীব্র সমালোচনার শুরু হয় । একটি হাসপাতালে কীভাবে এধরনের অনুষ্ঠানের আয়োজন করা যায় এবং সরকারি কর্মকর্তারা কীভাবে এমন আয়োজনে সায় দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন ওঠে ।

aiburo bhaat
14 পদে আইবুড়ো ভাত দেওয়া হল কর্মরত নার্সকে (নিজস্ব ছবি)

বিষয়টি নিয়ে রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, "বিষয়টি কর্তৃপক্ষের জানা নেই । তবে যদি সত্যি ঘটনাটি ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।"

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র নার্স মুনমুন মুখোপাধ্যায়ের কথায়, "বিষয়টা আমার জানা ছিল না ৷ এই মাত্র শুনলাম । আমি খবর নিয়ে দেখছি কী ঘটেছে । যদি এমন ঘটনা ঘটে থাকে সেটা ঠিক নয় । আমি বিষয়টা নিয়ে আলোচনা করব । আগামিদিনে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে ।" এখনও পর্যন্ত আইবুড়ো ভাত খাওয়ার বিষয়ে কনে রিম্পা মণ্ডলের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

aiburo bhaat
রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা (নিজস্ব ছবি)

তবে ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "যে রাজ্যে বিডিও অফিসে আইবুড়ো ভাত খায় শাসক দলের নেতাদের নিয়ে । সে রাজ্যে এটা ছোট ঘটনা । আমি মনে করি যেই হাসপাতালগুলিতে রোগী পরিষেবা পাচ্ছে না, ওষুধ নেই, সেখানে নজর দেওয়া উচিত ৷ কোথায় কে আইবুড়ো ভাত খেল না দেখে মানুষ পরিষেবা পায় সেই বিষয়ে দেখা উচিত । রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিকে দৃষ্টিপাত না করে ডাক্তারদের দশ হাজার টাকা বাড়িয়ে দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন ৷"

রামপুরহাট, 25 ফেব্রুয়ারি: সামনে গাঁদা ফুল দিয়ে সাজানো সারি সারি থালা ও বাটি ৷ মাছের বড় মাথা, মাংস থেকে দই-মিষ্টি কী নেই পাতে ৷ ফুলের সাজে সেজেছেন কনেও ৷ এভাবেই হাসপাতালের ভিতরে ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হল কর্মরত এক নার্সকে ৷ আবার সেই ছবি ঘটা করে পোস্ট করা হল সোশাল মিডিয়ায়ও ৷ আর তাতেই বিপাকে পড়েছেন নার্স থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খবর চাউর হতেই ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায় ৷ হাসাপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ স্থানীয় সূত্রে খবর, আইবুড়ো ভাত খাওয়া নার্সের নাম রিম্পা মণ্ডল ৷ তাঁর বাড়ি বাঁকুড়ায় । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত তিনি ৷ সম্প্রতি রিম্পার বিয়ে ঠিক হয় । তাই তাঁকে বিয়ের আগে গত সোমবার রামপুরহাট হাসপাতালের তাঁর সহকর্মীরা উদ্যোগ নেন আইবুড়ো ভাত খাওয়ানোর । তাতে সায় দেয় রিম্পাও । সেভাবে হাসপাতালের একটি কক্ষে তাঁকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর সঙ্গী সাথীরা । রিম্পার জন্য 14 পদের রান্নার আয়োজন করা হয় সেখানে ।

14 পদে হাসপাতালে নার্সের আইবুড়ো ভাত, প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা (ইটিভি ভারত)

রিম্পার মাথায় হলুদ গাঁদার মালা দিয়ে এবং চারিদিকে গাঁদা ফুল ছড়িয়ে টেবিল সাজিয়ে বসিয়ে এলাহি আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ানো হয় । এত দূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরই সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে । আর তার পড়েই তীব্র সমালোচনার শুরু হয় । একটি হাসপাতালে কীভাবে এধরনের অনুষ্ঠানের আয়োজন করা যায় এবং সরকারি কর্মকর্তারা কীভাবে এমন আয়োজনে সায় দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন ওঠে ।

aiburo bhaat
14 পদে আইবুড়ো ভাত দেওয়া হল কর্মরত নার্সকে (নিজস্ব ছবি)

বিষয়টি নিয়ে রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, "বিষয়টি কর্তৃপক্ষের জানা নেই । তবে যদি সত্যি ঘটনাটি ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।"

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র নার্স মুনমুন মুখোপাধ্যায়ের কথায়, "বিষয়টা আমার জানা ছিল না ৷ এই মাত্র শুনলাম । আমি খবর নিয়ে দেখছি কী ঘটেছে । যদি এমন ঘটনা ঘটে থাকে সেটা ঠিক নয় । আমি বিষয়টা নিয়ে আলোচনা করব । আগামিদিনে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে ।" এখনও পর্যন্ত আইবুড়ো ভাত খাওয়ার বিষয়ে কনে রিম্পা মণ্ডলের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

aiburo bhaat
রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা (নিজস্ব ছবি)

তবে ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "যে রাজ্যে বিডিও অফিসে আইবুড়ো ভাত খায় শাসক দলের নেতাদের নিয়ে । সে রাজ্যে এটা ছোট ঘটনা । আমি মনে করি যেই হাসপাতালগুলিতে রোগী পরিষেবা পাচ্ছে না, ওষুধ নেই, সেখানে নজর দেওয়া উচিত ৷ কোথায় কে আইবুড়ো ভাত খেল না দেখে মানুষ পরিষেবা পায় সেই বিষয়ে দেখা উচিত । রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিকে দৃষ্টিপাত না করে ডাক্তারদের দশ হাজার টাকা বাড়িয়ে দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.