পশ্চিমবঙ্গ

west bengal

বিনা বাধায় সন্দেশখালিতে রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দল

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 11:57 AM IST

Updated : Feb 17, 2024, 1:33 PM IST

West Bengal Commission for Protection of Child Rights in Sandeshkhali: কোনওরকম সমস্যা বা পুলিশি বাধা দূর, বরং পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে খুব সহজেই 144 ধারা জারি থাকা অশান্ত সন্দেশখালিতে প্রবেশ করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দল ৷ যে দলে রয়েছেন স্বয়ং কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস ৷

ETV BHARAT
ETV BHARAT

বিনা বাধায় সন্দেশখালিতে রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দল

সন্দেশখালি, 17 ফেব্রুয়ারি: শনিবার সকালে সন্দেশখালি পৌঁছাল রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল ৷ গত 10 ফেব্রুয়ারি পুলিশের বিরুদ্ধে একটি শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার তদন্ত ও পরিস্থিতি যাচাই করতে আজ পুলিশি নিরাপত্তায় সন্দেশখালির বিভিন্ন গ্রামে যান কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন 6 সদস্যের প্রতিনিধিরা ৷ উল্লেখ্য, 144 ধারা জারি থাকায় গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালির অশান্ত এলাকায় ঢুকতে দেয়নি পুলিশ ৷

গত 10 ফেব্রুয়ারি সন্দেশখালিতে এক শিশুর উপর অত‍্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছিল ৷ মায়ের কোল থেকে ওই শিশুকে কেড়ে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধেই ৷ যা নিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে ৷ মূলত, সেই অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালিতে কমিশন ৷ গতকালই কেন্দ্রীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে ৷

কমিশনের চেয়ারপার্সন বলেন, "শিশুটির মায়ের কথা বলে আমরা জানতে পেরেছি, ঘটনার সময় ধাক্কিধাক্কিতে একরত্তি শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ তখন তাঁকে ওর বাবা একহাতে ধরে ফেলে ৷ কারা করেছে সেই বিষয়ে মহিলা নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ৷ কারণ, সেই সময় তিনি সেভাবে কাউকে চিনতে পারেননি ৷ যেহেতু ঘটনার পর থেকে ওনার স্বামী বাড়িছাড়া ৷ সেহেতু উনি খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন ৷ ওনাকে আমরা আশ্বস্ত করে বলেছি, কোনও ভয় নেই ৷ আমরা ওনার পাশে রয়েছি ৷ বাকিটা পুলিশ যা করার করবে ৷"

এর পাশাপাশি, সন্দেশখালিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা ৷ পরীক্ষাকেন্দ্রগুলির কী অবস্থা, পরীক্ষার্থীদের জন্য সবরকম পরিষেবা সেখানে রয়েছে কিনা, তা সরজমিনে খতিয়ে দেখবেন রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধিরা ৷

প্রতিনিধি দলে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস,পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ অন‍্যান‍্যরা ৷ উল্লেখ্য, গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশের প্রতিনিধি দল ৷ তাঁদের কাছে মহিলাদের উপর শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা ৷ আজ সন্দেশখালিতে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগের ঘটনার তদন্তে গ্রামে পৌঁছাল শিশু অধিকার সুরক্ষা কমিশন ৷ এদিন কমিশনের সামনে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত শিশুর মা ৷

উল্লেখ্য, গত 7 ও 8 ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি 2 নম্বর ব্লকর বিস্তীর্ণ এলাকা ৷ শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহান ও তাদের বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রামবাসী বিশেষত, মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি ৷ অগ্নিসংযোগ করা হয় শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম ও বাগানবাড়িতে ৷ তারপরেই পুরো সন্দেশখালিতে 144 ধারা জারি করে বসিরহাট পুলিশ ৷ পরে আদালতের নির্দেশে বাছাই করা উনিশটি গ্রামে 144 ধারা জারি করা হয় ৷

এই ঘটনায় উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহ ৷ অশান্ত সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছে সব বিরোধী রাজনৈতিক দল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সন্দেশখালিতে ঢুকতে গেলে 6 কিলোমিটার দূরে রামপুরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল ৷ 1 কিলোমিটার দূরে সরবেড়িয়াতে আটকে দেওয়া হয় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দলকেও ৷

আরও পড়ুন:

  1. 'রাজ্যপাল দুঃখিত', আনন্দ বোসের সঙ্গে দেখা করে দাবি বিজেপি প্রতিনিধিদের
  2. শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার গ্রেফতারির দাবি, পোস্টারে ছয়লাপ সন্দেশখালি
  3. সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং দলকে আটকে দিল পুলিশ
Last Updated : Feb 17, 2024, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details