কলকাতা, 28 মে: দালাল স্ট্রিটের অনুমান অনুযায়ী, 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় আসছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রচারে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুম্বইয়ের দালাল স্ট্রিট অর্থাৎ, দেশের শেয়ার মার্কেটের হিসাবে 'ইন্ডিয়া' জোট 348 আসন পাবে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো ৷ এই ইস্যুতে বিজেপি-র 'ইসবার চারশো পার' স্লোগানকে ভাওতাবাজি বলে কটাক্ষ করলেন মমতা ৷
একদিকে যখন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময় কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়ের হয়ে প্রচারে আসেন মমতা ৷ বেহালা চৌরাস্তার প্রচার সভা থেকে মোদি-বিদায়ের কথা বলতে শোনা গেল তাঁকে ৷ মমতার কথায়, বাণিজ্যনগরী মুম্বইয়ের দালাল স্ট্রিটের হাওয়া, 'ইন্ডিয়া' জোট সাড়ে তিনশোর কাছাকাছি আসন পাবে ৷ তিনি বলেন, "দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতা আর বাণিজ্যনগরী মুম্বই অর্থনৈতিক রাজধানী ৷ সেখানে একটা বাজার আছে ৷ যেখানে টাকা-পয়সার লেনদেন হয় ৷ আমি নাম বলছি না ৷ আজকে শুনলাম, ওখানে কত উঠেছে জানেন ? 'ইন্ডিয়া' জোট 348 ৷"