কলকাতা, 3 এপ্রিল: কোচবিহার লোকসভা আসনে নির্বাচনী প্রচার আগামিকাল, বৃহস্পতিবার একেবারে তুঙ্গে উঠতে চলেছে ৷ কারণ, একই দিনে ওই জেলায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ দুই সভাস্থলের দূরত্ব 30 কিলোমিটার ৷ বেলার দিকে ভাষণ দেবেন মমতা ৷ আর মোদির সভা দুপুর 3টে নাগাদ ৷
কোচবিহারে আগামী 19 এপ্রিল ভোট ৷ ওই দিনই প্রথম দফার নির্বাচন ৷ ভোটের আগে আর দিন পনেরো সময় রয়েছে ৷ ভোট ঘোষণা হওয়ার পর এই প্রথম বাংলায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোট ঘোষণার আগে অবশ্য রাজ্যে চারটি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে গত রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে ভোটের প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
উল্লেখ্য, কোচবিহার লোকসভা আসনটি 2019 সালে তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি ৷ ওই কেন্দ্রের সাংসদ হন নিশীথ প্রামাণিক ৷ এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷ ফলে এবার ওই আসনের লড়াই আরও বেশি হাইভোল্টেজ ৷ ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে উত্তরবঙ্গের ওই জেলায় ৷ নিশীথ ও রাজ্যের মন্ত্রী তথা ওই জেলার তৃণমূল নেতা উদয়ন গুহর অনুগামীদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে ৷ একটি ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রী মুখোমুখি হয়েছিলেন বলেও অভিযোগ ওঠে ৷
ফলে তৃণমূল যেমন তাদের প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়াকে (সিতাইয়ের বিধায়ক ও রাজবংশী নেতা) জেতাতে মরিয়া ৷ বিজেপিও একই ভাবে নিশীথ প্রামাণিককে পুনর্নির্বাচিত করাতে কোমর বেঁধে নেমে পড়েছে ৷ এই নিয়ে বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "কোচবিহারের মানুষ দৃঢ়ভাবে বিজেপির সঙ্গে আছেন ৷ তা 4 জুন ভোটের ফলাফলে প্রতিফলিত হবে । বিজেপি সাংসদ এবং কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকারের উন্নয়নমূলক উদ্যোগ টানা দ্বিতীয়বার এই আসনে দলের জয় নিশ্চিত করবে ৷’’