পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ফের এআইসিসির বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন অধীর - Adhir Ranjan Chowdhury - ADHIR RANJAN CHOWDHURY

Adhir Ranjan Chowdhury: হকার উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ কংগ্রেসের দিল্লির নেতৃত্ব যখন মমতাকে পাশে পেতে আগ্রহী, তখন এআইসিসির বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন অধীর ৷

Adhir Ranjan Chowdhury
অধীররঞ্জন চৌধুরী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 1:16 PM IST

Updated : Jun 29, 2024, 1:27 PM IST

বহরমপুর, 29 জুন: কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই সংসদে বিরোধী বেঞ্চকে ঐক্যবদ্ধ রাখতে চাইছেন । লোকসভার অধ্যক্ষ নির্বাচনের সময় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে ৷ অধ্যক্ষের পদে বিরোধীদের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ সামনে আসতেই আসরে নামতে দেখা গিয়েছিল দিল্লির কংগ্রেস নেতাদের ৷ তৃণমূলকে বুঝিয়ে পাশে টেনে নেওয়া হয়েছিল ৷

ফের এআইসিসির বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন অধীর (ইটিভি ভারত)

কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সেই পথে যে তিনি হাঁটবেন না, তা শুক্রবার আরও একবার বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ গত এক দশকে তিনি যেভাবে বারবার একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করেছেন, এ দিন আরও একবার মমতার বিরুদ্ধে সেই রকম রণংদেহি মেজাজে দেখা গেল বহরমপুরের প্রাক্তন সাংসদকে ৷ হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন তিনি ৷

অধীর চৌধুরী বলেন, ‘‘উচ্ছেদের আগে হকারদের সঙ্গে আলোচনা করতে হতো । ফর্মুলা তৈরি করতে হতো । তাঁদের পুর্নবাসনের জায়গা ঠিক করেই উচ্ছেদে নামতে হতো । কলকাতায় কোথায় এত জায়গা আছে বলুন ? রাজ্যে কত হকার আছেন, কত পরিযায়ী শ্রমিক আছেন, উনি জানেন না । আমরা প্রচুর হকারদের জায়গা দিয়েছি বহরমপুর, কান্দি, লালবাগে । এখন উনি বিপাকে পড়ে হকারদের সঙ্গে দ্বিচারিতা করছেন ।’’

উল্লেখ্য, রাজ্যজুড়ে হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তৎপর হয়ে উঠেছেন । হকার উচ্ছেদ নিয়ে একমাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি । বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে । এ দিন তারই প্রতিবাদ করে সুর চড়ালেন অধীর ।

তাঁর অভিযোগ, ‘‘ভোটে জেতাটাই শেষ কথা নয় । মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হয় । সেখানে উনি (মমতা) ব্যর্থ। নির্বাচনে জিতেছেন ধর্মীয় বিভাজনের রাজনীতি করে । আমাকে হারাতে হিংসা করতে হয়েছে । ওদের দলের বিধায়ক (হুমায়ুন কবীর) সেকথা স্বীকার করেছেন । বাংলার মানুষ সব জানে । এর হিসাব আপনার কাছে একদিন নেবে ।’’

তিনি আরও বলেন, ‘‘হকাররা মর্যাদার সঙ্গে ব্যবসা করতে চান। পুলিশের লাঠি, গালিগালাজ শুনে কেউ ব্যবসা করতে চায় ! তোলাবাজি দিতে হয় । মদের বোতলও দিতে হয় । হকার উচ্ছেদ নিয়ে উনি যা বলছেন, তার কোনও তাৎপর্য নেই । মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে ।’’

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, ‘‘উনি (মমতা) যাদু জানেন না । ফর্মুলা কী ? হকার উচ্ছেদের আগে পরিকল্পনা করা দরকার । হকারদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল । পুর্নবাসনের জায়গা ঠিক করা উচিত ছিল । কিছুই করেননি । যখন দেখলেন বাজার খারাপ, তখন দুর্নীতির দুর্গন্ধ ঢাকার জন্য একমাসের নিদান দিয়েছেন ।’’

এআইসিসির সঙ্গে অধীর চৌধুরীর দূরত্ব তৈরি নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে । বিশেষ করে অধীরের সঙ্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সম্পর্ক কিছুটা হলেও তিক্ত পর্যায়ে নেমে এসেছে বলে খবর । এ দিন মমতার বিরুদ্ধে অধীরের তোপ সেই জল্পনাতেই কার্যত শিলমোহর দিল । সংসদে অধীরের অনুপস্থিতিতে যখন আরও কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল, সেই সময় মমতা বিরোধী এই অবস্থান অধীরের রাজনৈতিক জীবনে কোনও প্রভাব ফেলে কি না, সেটাই দেখার !

Last Updated : Jun 29, 2024, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details