পটনা, 29 জানুয়ারি:বিজেপির সঙ্গে ফের গাঁটছড়া বেঁধে সরকার গড়ার পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর নেতৃত্বে আজ বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা-সহ আরও আটজন মন্ত্রী উপস্থিত রয়েছেন । অ্যাডভোকেট জেনারেলের মনোনয়ন, বিহার বিধানসভা অধিবেশনের সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে ।
উল্লেখ্য, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রবিবার রাজভবনে নীতীশ কুমারকে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান । তাঁর সঙ্গে বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন । জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শ্রবণ কুমার । এছাড়াও, জিতন রাম মাঝির ছেলে এবং হ্যাম নেতা সন্তোষ কুমার সুমন মন্ত্রিসভায় ফিরেছেন ৷ এছাড়াও নির্দল বিধায়ক সুমিত কুমার সিংও মন্ত্রী হয়েছেন ৷ তবে পোর্টফোলিয়োগুলি এখনও বণ্টন করা হয়নি ।