পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রেলমন্ত্রী থাকাকালীন রেলের চাকরি বিক্রি করেছেন মমতা, বিস্ফোরক অর্জুন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ ও বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷ তাঁর দাবি, রেলমন্ত্রী থাকাকালীন রেলের চাকরি বিক্রি করতেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে অর্জুনকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 8:19 PM IST

ব‍্যারাকপুর, 8 এপ্রিল: রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের চাকরি বিক্রি করেছেন । বোর্ড টাঙিয়ে চাকরির রেট বেঁধে দিয়ে সেই চাকরি বিক্রি করা হত পরবর্তী সময়ে । প্রাক্তন রেলমন্ত্রী, বর্তমানে রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ তথা সদ‍্য তৃণমূলত‍্যাগী বিজেপি নেতা অর্জুন সিং ।

সোমবার রাজ্যের মন্ত্রী তথা এবার ব্য়ারাকপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর খাসতালুকে নির্বাচনী পদযাত্রা করেন ব‍্যারাকপুরের পদ্মপ্রার্থী । পদযাত্রা শেষে কাঁচরাপাড়ায় এক পথসভায় প্রকাশ্যে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অর্জুন সিং । ভোটের মুখে তাঁর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে শিল্পাঞ্চলের রাজনীতিতে । পালটা অর্জুনকে 'মিথ‍্যাবাদী' বলে কটাক্ষ করেছেন পার্থ ভৌমিক ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অর্জুন সিংয়ের আক্রমণের কেন্দ্রবিন্দুতে মূলত ছিলেন একসময়ের তাঁর সতীর্থ, রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিক । পার্থর সম্পত্তির বহর নিয়ে লাগাতার যেমন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, তেমনই জমি-কাণ্ডে সরাসরি শাহজাহানের সঙ্গে পার্থর যোগের অভিযোগ করেন তিনি ৷ পালটা অর্জুন সিংয়ের দিকে চ্যালেঞ্জও ছোঁড়েন পার্থ ভৌমিক ।

এই নিয়ে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের ভোট রাজনীতির পারদ ক্রমশ চড়ছিল । এতদিন সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেননি অর্জুন ৷ তবে, এবার সেই মমতার বিরুদ্ধেই রেলের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি । যা নিঃসন্দেহে ভোট রাজনীতিতে অন্যমাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ।

এ দিন শুধু মমতাকে 'দুর্নীতিগ্রস্ত' বলেই ক্ষান্ত থাকেনি অর্জুন সিং । ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে তিনিই যে দাবার বোড়ে, তাও বুঝিয়ে দিয়েছেন হেভিওয়েট এই বিজেপি নেতা । তাঁর কথায়, "সিপিএম আমলে মাক্সবাদীর তাণ্ডবে তৃণমূলের মিটিং করার ক্ষমতা ছিল না ব‍্যারাকপুরের মাটিতে । আমিই 2004 সালে সিপিএমের বিরুদ্ধে সেই লড়াই করেছিলাম । ব‍্যারাকপুরের মাটি প্রতিবাদের মাটি । 1857 সালে মঙ্গল পান্ডে সিপাই বিদ্রোহ করেছিল ব‍্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে । এই মাটিতে আরও একটি আজাদির লড়াই শুরু হয়েছে । সেটা তৃণমূল কংগ্রেসের পিসি-ভাইপোর প্রাইভেট কোম্পানির অত‍্যাচারের বিরুদ্ধে । আগামিদিনে ব‍্যারাকপুরের মাটি থেকেই মমতার পতনের বীজ রোপণ হবে । আপনারা নির্ভয়ে বাইরে বেরিয়ে আসুন ।"

এদিনও তাঁর প্রতিপক্ষ পার্থ ভৌমিকের দিকে হুঙ্কার ছুঁড়ে অর্জুন বলেন, "ও (পার্থ ভৌমিক) আমায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী নাকি এখানে আমাকে ঢুকতে দেবে না । যেদিন আমার দিকে চ্যালেঞ্জ ছু়ঁড়ে একথা বলেছিল পার্থ ভৌমিক । তার পরের দিনই বীজপুরের বিভিন্ন এলাকায় গিয়ে আমি আমার রাজনৈতিক কর্মসূচি করেছি । একবার নয়, একাধিকবার এসেছি । আমি শুধু বলব, ওদের সেই ক্ষমতা নেই অর্জুন সিং-কে ঠেকাবে । আমি ওদের তৈরি করেছি । আমার চ‍্যালার চ‍্যালারও সমান নয় ওরা । একমাত্র যমরাজ নিচে নেমে এলেই অর্জুন সিংকে পরাস্ত করা যাবে । নইলে কারোর কোনও ক্ষমতা নেই আমার সঙ্গে লড়াই করার । পার্থ ভৌমিকের গুন্ডারাজ শেষ করবই আমরা । সেই সঙ্গে পতন হবে তৃণমূল সরকারেরও ।"

এদিকে, অর্জুন সিংয়ের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল প্রার্থী, রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিক । তিনি বলেন, "ওর কাজ শুধু ব‍্যাক্তিগত কুৎসা করা । যে নিজের ভাইপোকে ছাড়ছে না । সে তো মুখ্যমন্ত্রীর সম্পর্কে মিথ্যা অভিযোগ করবেই । ব‍্যারাকপুরের মানুষ ওকে ভালো করে চেনে । যত এই ধরনের ব‍্যাক্তিগত কুৎসা করবে, ততই ব‍্যারাকপুরের মানুষ ওকে দূরে ঠেলে দেবে ।"

আরও পড়ুন:

  1. চুক্তিভিত্তিক পৌরকর্মীদের ভোটে ব্যবহারের ভাবনা তৃণমূলের ! কমিশনে চিঠি অর্জুনের
  2. সিসিটিভি দিয়ে বাড়ি ঘিরেছে পুলিশ, নজরদারির অভিযোগে হাইকোর্টে মামলা অর্জুনের
  3. তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন

ABOUT THE AUTHOR

...view details