কলকাতা, 9 অক্টোবর: ধর্মের সীমা না-মেনে মা দুর্গার আরাধনায় মাতলেন মেহতাব হোসেন ও তাঁর স্ত্রী মৌমিতা । মেহতাব হোসেন ভারতীয় ফুটবলের পরিচিত নাম । তাঁর সহধর্মিনী মৌমিতাও নিজগুণে পরিচিত । মৌমিতা প্রেম করে বিয়ে করেছিলেন মেহতাব হোসেনকে । দুই ধর্মের ভিন্নতায় মেহ-মৌ এর সংসার আরও দৃঢ় হয়েছে ভালোবাসায় ও অঙ্গীকারে ।
মেহতাবের কথায়, মৌমিতা তাঁকে মসজিদমুখী করেছেন । আবার মেহতাবের উৎসাহে মৌমিতার আগ্রহে লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা হয়েছে । সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মধুর অবস্থান তাঁদের সংসারে । এ বার দুর্গাপুজো করছেন মেহতাব-মৌমিতা । নিউটাউনে নিজের বাড়িতে তিনি সপরিবারে পুজোয় মাতছেন । এই প্রথম নিজের বাড়িতে পুজো । এই পুজো হচ্ছে স্ত্রী মৌমিতার উদ্যোগেই । নিউটাউনে মেহতাব হোসেনের বাড়ির নাম নির্মলা ম্যানসন । সপরিবারে তিনি থাকেন এই বাড়িতে । এতদিন তিনি পুজোয় মাতলেও বাড়িতে পুজো আয়োজনের কথা ভাবেননি । স্ত্রী মৌমিতা তাঁকে প্রস্তাব দেন পুজো করার জন্য ।
মেহতাব হোসেন বলছেন, "এটা আবার কী বলব । মৌমিতা আমাকে পুজো অয়োজনের কথা বলল, আমি রাজি হয়ে যাই । পুজো সবার ।" তাহলে স্ত্রীর পুণ্যে পতির পুণ্য? কথাটা শুনে হেসে উঠলেন মেহতাব । তাঁর কথায়, "আসলে আমাদের বাড়িতে এই সব নিয়ে ভাবি না । সবার ওপরে মানুষ । পুজোর আয়োজন করছি । সবাই মিলে আনন্দ করছি । সেটাই আসল ।"