পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

বাড়িতে দুর্গাপুজোর আয়োজনে ফুটবলার মেহতাব-মৌমিতা জুটি - DURGA PUJA 2024

ধর্ম যার যার উৎসব সবার ৷ বাড়িতে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন ও স্ত্রী মৌমিতা ৷

Durga Puja 2024
প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের বাড়ির পুজো (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 6:02 PM IST

কলকাতা, 9 অক্টোবর: ধর্মের সীমা না-মেনে মা দুর্গার আরাধনায় মাতলেন মেহতাব হোসেন ও তাঁর স্ত্রী মৌমিতা । মেহতাব হোসেন ভারতীয় ফুটবলের পরিচিত নাম । তাঁর সহধর্মিনী মৌমিতাও নিজগুণে পরিচিত । মৌমিতা প্রেম করে বিয়ে করেছিলেন মেহতাব হোসেনকে । দুই ধর্মের ভিন্নতায় মেহ-মৌ এর সংসার আরও দৃঢ় হয়েছে ভালোবাসায় ও অঙ্গীকারে ।

মেহতাবের কথায়, মৌমিতা তাঁকে মসজিদমুখী করেছেন । আবার মেহতাবের উৎসাহে মৌমিতার আগ্রহে লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা হয়েছে । সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মধুর অবস্থান তাঁদের সংসারে । এ বার দুর্গাপুজো করছেন মেহতাব-মৌমিতা । নিউটাউনে নিজের বাড়িতে তিনি সপরিবারে পুজোয় মাতছেন । এই প্রথম নিজের বাড়িতে পুজো । এই পুজো হচ্ছে স্ত্রী মৌমিতার উদ্যোগেই । নিউটাউনে মেহতাব হোসেনের বাড়ির নাম নির্মলা ম্যানসন । সপরিবারে তিনি থাকেন এই বাড়িতে । এতদিন তিনি পুজোয় মাতলেও বাড়িতে পুজো আয়োজনের কথা ভাবেননি । স্ত্রী মৌমিতা তাঁকে প্রস্তাব দেন পুজো করার জন্য ।

বাড়িতে দুর্গাপুজোর আয়োজনে ফুটবলার মেহতাব-মৌমিতা জুটি (নিজস্ব ছবি)

মেহতাব হোসেন বলছেন, "এটা আবার কী বলব । মৌমিতা আমাকে পুজো অয়োজনের কথা বলল, আমি রাজি হয়ে যাই । পুজো সবার ।" তাহলে স্ত্রীর পুণ্যে পতির পুণ্য? কথাটা শুনে হেসে উঠলেন মেহতাব । তাঁর কথায়, "আসলে আমাদের বাড়িতে এই সব নিয়ে ভাবি না । সবার ওপরে মানুষ । পুজোর আয়োজন করছি । সবাই মিলে আনন্দ করছি । সেটাই আসল ।"

মেহতাবের বেটার হাফ মৌমিতা বলছেন, "ঈদের সময় আমরা আনন্দে মেতে উঠি । তাই পুজোতেও মাতছি । এটাই তো বাংলার রীতি । এটাই আমার বাংলা।" তবে এই প্রথমবার হিন্দু রীতি মেনে উৎসব, অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না । এর আগে মেহতাবের পুত্র জিদানের অন্নপ্রাশনও হয়েছিল । এ বার দুর্গাপুজোয় মাতছেন তিনি ।

পুজো হচ্ছে ধুমধাম করেই । প্রথমবার পুজো বলে আয়োজনে কোনও খামতি রাখেননি মেহতাব । ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হল পুজো । এই পুজোয় উপস্থিত থাকতে মেহতাব আমন্ত্রণ জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ-বন্ধুদের । অষ্টমীর ভোগে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে ।

ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান কলকাতার তিন ক্লাবেই দাপটের সঙ্গে খেলেছেন মেহতাব । আইএসএল-এ জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন । 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ফুটবল খেলেন । এখন কলকাতা লিগে সাদার্ন সমিতির কোচ হিসেবে কাজ করেছেন তিনি । সব মিলিয়ে দুর্গাপুজোর আনন্দ যজ্ঞে মেহতাব মৌমিতা বাংলার পরিচিত সংষ্কৃতিকে ফের মেলে ধরলেন ।

ABOUT THE AUTHOR

...view details