কিভ (ইউক্রেন), 21 ডিসেম্বর: 24 ফেব্রুয়ারি, 2022 ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করলেন ৷ তারপরেই কৃষ্ণসাগরের গাঁ ঘেঁষে থাকা ছোট্ট ইউক্রেনে আছড়ে পড়ল বোমা ৷ সেই শুরু যুদ্ধের । প্রায় তিন বছর পরেও সেই আঁচ নেভেনি ৷ এবার রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের ৷
9/11-এর ধাঁচে হামলা চালিয়েছে ইউক্রেন ৷ স্থানীয় টেলিগ্রাম নিউজ চ্যানেল অ্যাস্ট্রায় পোস্ট করা একটি ভিডিয়ো’তে দেখা গিয়েছে, একটি ভবনের উপর ড্রোন পড়ছে ৷ পড়ে ওই ভিডিয়োটি সংবাদসংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ও পোস্ট করে ৷ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি । কাজান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে ৷ শনিবার এবং রবিবার, কাজান ও আশেপাশের শহরের সমস্ত গণসমাবেশ বাতিল করা হয়েছে ।
শনিবার সকালে ড্রোন হামলা করা হয়েছে ৷ ওই হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলের কাজান শহরের থেকে 600 মাইল (1,000 কিলোমিটার) দূরে আবাসিক ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে । তাতারস্তানের গভর্নর রুস্তম মিনিখানভের প্রেস সার্ভিস জানিয়েছে, শহরটিতে আটটি ড্রোন আছড়ে পড়েছে য বিবৃতিতে বলা হয়েছে, ছ’টি আবাসিক ভবন এবং একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে ৷