হায়দরাবাদ, 21 ডিসেম্বর: বক্স অফিসে চলছে পুষ্পা 2-এর দাপট ৷ সেই সুনামিতে ভেসে গিয়েছে সক্কলে। কিন্তু দক্ষিণী সুপারস্টারের ছবি নিয়ে এত হইচই কাল হয়ে দাঁড়িয়েছিল সপ্তাহদুয়েক আগে ৷ এবার শুরু ফের তরজা ৷ পুষ্পা 2-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে নিয়ে তির্যক মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ পাল্টা সুপারস্টারও শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷"
পাশাপাশি পুষ্পারাজ এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "সন্ধ্যা থিয়েটারে দুর্ঘটনা নিয়ে একাধিক ভুল তথ্য, ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। 4 ডিসেম্বরের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ মৃত মহিলার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি প্রতি ঘণ্টায় তাঁর চিকিৎসাধীন ছেলের অবস্থা সম্পর্কে আপডেট নিচ্ছি ৷ আগের থেকে সে এনেকটাই ভালো আছে ৷ তবে অনেক ভুল তথ্য আছে, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷"
#WATCH | Hyderabad, Telangana: On December 4th Sandhya Theatre incident, Actor Allu Arjun says, " it is a very unfortunate incident. it is completely an accident. my condolences to the family. i am taking updates every hour about the condition of the child (hospitalised). his… pic.twitter.com/49EFiej9Iw
— ANI (@ANI) December 21, 2024
মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কী বলেছেন ?
গত 4 ডিসেম্বরের দুর্ঘটনার দিন পুলিশের অনুমতি উপেক্ষা করে আল্লু অর্জুন থিয়েটারে গিয়েছিলেন ৷ থিয়েটারে প্রবেশের আগে ও প্রস্থানের আগে অভিনেতা তাঁর গাড়ির কাচ নামিয়ে হাজার হাজার ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে ছিলেন ৷ সুতরাং অভিনেতা ওই ভিড়কে সমর্থন জানিয়েছেন ৷ এরপরই পাল্টা সাংবাদিক বৈঠক করেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷
উল্লেখ্য, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত 4 ডিসেম্বর পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু হয় ৷ সেই ঘটনায় গত 13 ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ ৷ 14 ডিসেম্বর সকালে তিনি জেল থেকে মুক্তি পান ৷
'চুপ থাকা শ্রেয় কারণ...' পদপিষ্টের ঘটনায় গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন আল্লু অর্জুন?