ETV Bharat / bharat

পিথোরাগড়ে ভয়াবহ ভূমিধস, আটকে বহু পর্যটক; রইল রোমহর্ষক ভিডিয়ো - LANDSLIDE IN UTTARAKHAND

শীতের মরশুমে উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে বিপত্তির মুখে বহু পর্যটক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে আঁতকে উঠেছেন সকলেই।

LANDSLIDE IN UTTARAKHAND
পিথোরাগড়ে ভয়াবহ ভূমিধস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

পিথোরাগড়, 21 ডিসেম্বর: বর্ষশেষের ছুটিতে পাহাড়ে সময় কাটাতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিক্ষতার সম্মুখীন হবেন তা কে জানত ! উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পিথোরগড়ে ভয়বাহ ভূমিধসের দৃশ্য দেখে আঁতকে উঠলেন অনেকেই ৷ এমনকী পর্যটকরা সেই রোমহর্ষক ভিডিয়ো লেন্সবন্দি করে সোশালে পোস্ট করতেই নেটিজেনরাও অবাক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে ভয়ে আঁতকে ওঠাই স্বাভাবিক ৷

ভিডিয়োয় দেখা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ উত্তরাখণ্ডের ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বেশকিছু পর্যটকদের গাড়িও ছিল রাস্তায়। সেইসময় হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ে নীচে ৷ ধুলোয় ঢেকে যায় চারদিক ৷ তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তায় থাকা গাড়িগুলি ৷ পর্যটকরা তড়িঘড়ি সেই দৃশ্য ফোনে ক্যাপচার করেছেন ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

ভূমিধসের রোমহর্ষক ভিডিয়ো (ইটিভি ভারত)

ধ্বংসস্তূপের নীচে কারও আটকে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে প্রশাসন। ধস নামার পরই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ এদিকে, যুদ্বকালীন পরিস্থিতি রাস্তা মেরামতির কাজ শুরু করে প্রশাসন ৷ ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কে আপাতত যাতায়াত বন্ধ করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন পর্যটক-সহ এলাকাবাসীকে অন্য রাস্তা দিয়ে দরকারি জায়গায় যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ৷ BRO (বর্ডার রোড অর্গানাইজেশন) জাতীয় সড়কটি পুনরায় চালু করার চেষ্টা করছে।

এসডিএম মনজিৎ নেগি এবং পিথোরাগড়ের এসপি রেখা যাদবও ভূমিধসের ভিডিয়োটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ধরচুলা-তাওয়াঘাট চালু হতে কিছুটা সময় লাগবে ৷ এবিষয়ে, পিথোরাগড় জেলা ম্যাজিস্ট্রেট বিনোদ গিরি গোস্বামী জানান, তাওয়াঘাটে চলছে রাস্তা সংস্করণের কাজ। একারণে সেখানে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে।

ভোররাতে ভূমিকম্প উত্তরাখণ্ডে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.8

পিথোরাগড়, 21 ডিসেম্বর: বর্ষশেষের ছুটিতে পাহাড়ে সময় কাটাতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিক্ষতার সম্মুখীন হবেন তা কে জানত ! উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পিথোরগড়ে ভয়বাহ ভূমিধসের দৃশ্য দেখে আঁতকে উঠলেন অনেকেই ৷ এমনকী পর্যটকরা সেই রোমহর্ষক ভিডিয়ো লেন্সবন্দি করে সোশালে পোস্ট করতেই নেটিজেনরাও অবাক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে ভয়ে আঁতকে ওঠাই স্বাভাবিক ৷

ভিডিয়োয় দেখা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ উত্তরাখণ্ডের ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বেশকিছু পর্যটকদের গাড়িও ছিল রাস্তায়। সেইসময় হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ে নীচে ৷ ধুলোয় ঢেকে যায় চারদিক ৷ তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তায় থাকা গাড়িগুলি ৷ পর্যটকরা তড়িঘড়ি সেই দৃশ্য ফোনে ক্যাপচার করেছেন ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

ভূমিধসের রোমহর্ষক ভিডিয়ো (ইটিভি ভারত)

ধ্বংসস্তূপের নীচে কারও আটকে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে প্রশাসন। ধস নামার পরই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ এদিকে, যুদ্বকালীন পরিস্থিতি রাস্তা মেরামতির কাজ শুরু করে প্রশাসন ৷ ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কে আপাতত যাতায়াত বন্ধ করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন পর্যটক-সহ এলাকাবাসীকে অন্য রাস্তা দিয়ে দরকারি জায়গায় যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ৷ BRO (বর্ডার রোড অর্গানাইজেশন) জাতীয় সড়কটি পুনরায় চালু করার চেষ্টা করছে।

এসডিএম মনজিৎ নেগি এবং পিথোরাগড়ের এসপি রেখা যাদবও ভূমিধসের ভিডিয়োটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ধরচুলা-তাওয়াঘাট চালু হতে কিছুটা সময় লাগবে ৷ এবিষয়ে, পিথোরাগড় জেলা ম্যাজিস্ট্রেট বিনোদ গিরি গোস্বামী জানান, তাওয়াঘাটে চলছে রাস্তা সংস্করণের কাজ। একারণে সেখানে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে।

ভোররাতে ভূমিকম্প উত্তরাখণ্ডে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.8

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.