বোলপুর, 21 ডিসেম্বর: এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মঞ্চে অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা ৷ আগামী 26 ডিসেম্বর অভিনেত্রী অলকানন্দা রায়ের নেতৃত্বে একটি দল আসছে ৷ থাকবেন অভিনেতা নাইজেল আকারাও ৷ যা এবারের পৌষমেলার বিশেষ আকর্ষণ বলে মনে করছেন সকলেই ৷
বিশ্বভারতীর কর্মিমণ্ডলীর যুগ্ম সম্পাদক দেবাশিস রায় বলেন, "প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকরা রয়েছেন ৷ তাঁরা 30 মিনিট একটি অনুষ্ঠান করবেন ৷ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে আমাদের আবদার ছিল ৷ তিনিই সব ব্যবস্থা করেছেন।"
2019 সালের পর ফের পূর্বপল্লীর মাঠে হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। যথারীতি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী এই মেলার আয়োজক ৷ 23 ডিসেম্বর থেকে শুরু হবে মেলা। চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। এদিন, বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে বৈঠক হয় বিশ্বভারতী ও ট্রাস্টের ৷ বৈঠকে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) রানা মুখোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা ৷
বৈঠক শেষে পৌষ উৎসব ও পৌষমেলার অনুষ্ঠান সূচি প্রকাশিত হয় ৷ তাতে দেখা যায় এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মঞ্চে অনুষ্ঠান করবে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা ৷ প্রখ্যাত অভিনেত্রী তথা নাট্যকার অলকানন্দা রায়ের নেতৃত্বে একটি দল আসছে শান্তিনিকেতনে। তাঁদের সঙ্গে আসছেন অভিনেতা নাইজেল আকারা। 26 ডিসেম্বর সন্ধ্যা সাড়ে 6টায় বন্দিরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবেন ৷ এবারের পৌষমেলার অন্যতম আকর্ষণ এই অনুষ্ঠান।
এই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হলেন বোলপুরের বিধায়ক ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ জানান, মন্ত্রীর তত্ত্বাবধানেই সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করা গিয়েছে ৷ প্রসঙ্গত, 22 ডিসেম্বর রাতি 9টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা হবে ৷ 23 ডিসেম্বর সকাল 6টায় প্রাচীন শান্তিনিকেতন গৃহ থেকে সানাইয়ের মাধ্যমে সূচনা হবে পৌষমেলার ৷ মেলার দিলগুলি মূল মঞ্চ-সহ বিশ্বভারতীর বিভিন্ন জায়গায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা থাকছে ৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন শনিবার সাংবাদিক বৈঠক করে সকলকে পৌষমেলায় আহ্বান করেন ৷