পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

ত্বককে সুন্দর করতে চান ? ব্যবহার করতে পারেন কাঁচা দুধ

Skin Care: ত্বকের সৌন্দর্য বাড়াতে কাঁচা দুধের গুণাগুণ বহু ৷ কাঁচা দুধের সঙ্গে আরও কিছু জিনিস ব্য়বহার করে ত্বককে উজ্জ্বল করতে পারেন ৷ জেনে নিন, ত্বকের যত্নের জন্য কীভাবে কাঁচা দুধকে ব্যবহার করবেন ৷

Skin Care News
ত্বককে সুন্দর করতে চান

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:49 AM IST

হায়দরাবাদ: মুখের ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে সহজেই বাজারে বড় ব্র্যান্ডের সৌন্দর্য পণ্যগুলি পাবেন ৷ তবে আপনি উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া জিনিসগুলিও ব্যবহার করতে পারেন । যা সম্পূর্ণ প্রাকৃতিক ।

প্রাকৃতিক জিনিসের কথা বললে প্রথমেই মাথায় আসে কাঁচা দুধের কথা ৷ মুখে কাঁচা দুধ লাগালে ত্বকের অনেক উপকার পাওয়া যায় । জেনে নিন, পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পেতে কীভাবে কাঁচা দুধ ব্যবহার করবেন ?

উজ্জ্বল ত্বক পেতে কী কী জিনিস ব্যবহার করা উচিত (What should be used to get glowing skin)?

কাঁচা দুধ, গোলাপের পাপড়ি, মধু

প্রাকৃতিকভাবে ত্বককে এক্সফোলিয়েট করার জন্য মধু খুবই উপকারী ।

মধু মুখের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে ।

মুখের ত্বক কোমল রাখতে মধু খুবই সহায়ক বলে প্রমাণিত হয় ।

কাঁচা দুধে ভিটামিন এ থাকে, যা ত্বককে কোমল করতে সাহায্য করে ।

এটি ত্বককে আর্দ্র করতেও সাহায্য করে, অর্থাৎ ত্বক ময়েশ্চারাইজড হয়।

গোলাপ ফুল ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে ।

একই সঙ্গে এটি ত্বকের কোষগুলিকে ভিতর থেকে মেরামত করে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে ।

গোলাপের পাপড়ি ত্বককে কোমল রাখতে সাহায্য করে ।

কীভাবে ব্যবহার করবেন (How To use)?

প্রথমে একটি পাত্রে গোলাপের পাপড়ি পেষ্ট করে নিন ৷ এতে 1 চা চামচ মধু ও 2 চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। এই তিনটি ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিশ্রণটি প্রায় 20 মিনিটের জন্য রেখে দিন । এর পর তুলো ও জলের সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি সপ্তাহে প্রায় দুইবার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথম থেকেই এটি ব্যবহার করলে মুখের ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে ।

আরও পড়ুন:

  1. মজবুত চুল পেতে ব্যবহার করুন ঘরোয়া উপায়ে তৈরি এই তেল
  2. চুলকে ঘন করতে চান ? ব্যবহার করুন ডিম থেকে শুরু করে কমলালেবু
  3. দ্রুত ওজন কমাতে তালিকায় রাখতে পারেন বিট-পালং শাকের জুস

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details