ETV Bharat / health

খালি পেটে এই ফলগুলি খেলে সমস্যা হবে না ! পাতে কী কী রাখবেন - FRUIT FOR EMPTY STOMACH

খালি পেটে কিছু ফল খেলে আপনি স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা এড়াতে পারেন । খালি পেটে কোন ফলগুলি সমস্যা হয়না জানালেন জয়শ্রী বণিক ৷

fruits to eat on empty stomach
খালি পেটে এই ফলগুলি খাওয়া ভালো (Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 1, 2025, 6:50 PM IST

শরীরে অনেক পুষ্টি পূরণ করতে ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ । তাই প্রতিদিন একটি করে ফল আপনার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন । ফল খেলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷ অনেকে মনে করেন খালি পেটে ফল খেলে পেট ব্যথা এবং মাথাব্যথার সমস্যা হয় । ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক বলেন, "খালি পেটে কিছু ফল খেতে পারেন এতে কোনও সমস্যা হবে না ৷ তবে আপনার শরীর অনুযায়ী অবশ্যই চিকিৎসকের মতামত নেওয়া প্রয়োজন ৷"

আপেল:

Health
আপেল (Etv Bharat)
সকালে খালি পেটে আপেল খাওয়া খুবই উপকারী । এটি খেলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয় এবং আরও অনেক সমস্যাও দূর হয় । প্রতিদিন একটি আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং খারাপ কোলেস্টেরলও কমে ।
Health
পেঁপে (Etv Bharat)

পেঁপে: খালি পেটে পেঁপে খাওয়াও নানাভাবে উপকারী । এতে পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যাও দূর হয় এবং শরীরে উপস্থিত টক্সিন সহজেই দূর হয় । শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অবশ্যই এটি খাওয়া উচিত ।

Fruits
তরমুজ (Etv Bharat)

তরমুজ: তরমুজে 90% জল থাকে ৷ যা খেলে সারাদিন শরীর হাইড্রেট থাকে । এতে ক্যালোরির পরিমাণ খুবই কম যা স্থূলতা বাড়ায় না । এছাড়া হার্ট ও চোখের স্বাস্থ্যও ভালো থাকে ।

ডালিম: খালি পেটে কোনও চিন্তা ছাড়াই ডালিম খাওয়া যেতে পারে । যা আমাদের অনেক রোগ থেকে দূরে রাখে । এটি খেলে পরিপাকতন্ত্রও সুস্থ থাকে ৷ ফলে কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব ও গ্যাসের সমস্যা হয় না । ডালিম খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায় ।

Health
পেয়ারা (Etv Bharat)

পেয়ারা: অনেকে মনে করেন সকালে খালি পেটে পেয়ারা খেলে সর্দি-কাশির সমস্যা হয় ৷ তবে খালি পেটে পেয়ারা খাওয়া বেশি উপকারী হতে পারে ৷ কারণ এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় । এছাড়াও এতে থাকা বিটা ক্যারোটিন চোখকে সুস্থ রাখতেও সাহায্য করে ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6470521/

https://pubmed.ncbi.nlm.nih.gov/23524622/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

শরীরে অনেক পুষ্টি পূরণ করতে ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ । তাই প্রতিদিন একটি করে ফল আপনার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন । ফল খেলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷ অনেকে মনে করেন খালি পেটে ফল খেলে পেট ব্যথা এবং মাথাব্যথার সমস্যা হয় । ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক বলেন, "খালি পেটে কিছু ফল খেতে পারেন এতে কোনও সমস্যা হবে না ৷ তবে আপনার শরীর অনুযায়ী অবশ্যই চিকিৎসকের মতামত নেওয়া প্রয়োজন ৷"

আপেল:

Health
আপেল (Etv Bharat)
সকালে খালি পেটে আপেল খাওয়া খুবই উপকারী । এটি খেলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয় এবং আরও অনেক সমস্যাও দূর হয় । প্রতিদিন একটি আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং খারাপ কোলেস্টেরলও কমে ।
Health
পেঁপে (Etv Bharat)

পেঁপে: খালি পেটে পেঁপে খাওয়াও নানাভাবে উপকারী । এতে পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যাও দূর হয় এবং শরীরে উপস্থিত টক্সিন সহজেই দূর হয় । শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অবশ্যই এটি খাওয়া উচিত ।

Fruits
তরমুজ (Etv Bharat)

তরমুজ: তরমুজে 90% জল থাকে ৷ যা খেলে সারাদিন শরীর হাইড্রেট থাকে । এতে ক্যালোরির পরিমাণ খুবই কম যা স্থূলতা বাড়ায় না । এছাড়া হার্ট ও চোখের স্বাস্থ্যও ভালো থাকে ।

ডালিম: খালি পেটে কোনও চিন্তা ছাড়াই ডালিম খাওয়া যেতে পারে । যা আমাদের অনেক রোগ থেকে দূরে রাখে । এটি খেলে পরিপাকতন্ত্রও সুস্থ থাকে ৷ ফলে কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব ও গ্যাসের সমস্যা হয় না । ডালিম খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায় ।

Health
পেয়ারা (Etv Bharat)

পেয়ারা: অনেকে মনে করেন সকালে খালি পেটে পেয়ারা খেলে সর্দি-কাশির সমস্যা হয় ৷ তবে খালি পেটে পেয়ারা খাওয়া বেশি উপকারী হতে পারে ৷ কারণ এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় । এছাড়াও এতে থাকা বিটা ক্যারোটিন চোখকে সুস্থ রাখতেও সাহায্য করে ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6470521/

https://pubmed.ncbi.nlm.nih.gov/23524622/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.