ETV Bharat / bharat

কুকুরের উপর বর্জ্য ফেলায় দলিত মহিলা ও মেয়েকে মারধর - DALIT WOMEN BRUTALLY ASSAULTED

পুলিশ জানিয়েছে, দলির মহিলার ছেলে ভয়ে কুকুরের উপর বর্জ্য ফেলে দেয় ৷ তাতে ক্ষুব্ধ হন দুই অভিযুক্ত ৷ তাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে ৷

dalit Women brutally assaulted
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 4, 2025, 11:45 AM IST

মোরেনা(মধ্যপ্রদেশ), 4 জানুয়ারি: কুকুরকে নিয়ে বচসা ৷ তার জেরে দলিত মহিলা ও তাঁর মেয়েকে নির্মমভাবে মারধরের অভিযোগ ৷ এমনকি অভিযোগ, তাঁদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসা হয় ৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের মোরেনায় আম্বা থানা এলাকায় ৷

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ পুলিশ সূত্রে খবর, মারধরের ঘটনায় মহিলা ও তাঁর মেয়ে আহত হয়েছেন ৷ তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জখম মহিলার নাম অনিতা মহর ও তাঁর মেয়ে হলেন ভারতী ৷

এই ঘটনা নিয়ে আম্বা থানার ইনচার্জ সতেন্দ্র সিং কুশওয়াহা বলেন, "অনিতা মহর লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তারপরে তাঁকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল । তাঁর মেয়ে ভারতীও আহত হয়েছে । তাঁদের উপর আক্রমণের জন্য আমরা রাজেশ তোমর এবং কুমহের সিং তোমর নামে দু'জনকে গ্রেফতার করেছি ৷"

পুলিশ জানিয়েছে, অনিতা মহরের ছেলে দীপকের কথা অনুয়ায়ী, তাঁর ছোট ভাই সন্তোষ শুক্রবার সকালে বর্জ্য ফেলতে যাচ্ছিল ৷ তখন হঠাৎ তার সামনে একটি কুকুর চলে আসে ৷ যাকে দেখে সে ঘাবড়ে যায় ৷ ভয়ে সন্তোষ কুকুরের উপরই নোংরা ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ ওই বর্জ্যের মধ্যে গোবরও ছিল ৷ এই ঘটনায় রাজেশ তোমর এবং কুমহের সিং তোমর ক্ষুব্ধ হন ৷ তাঁরা মহিলা ও তাঁর মেয়েকে মারধর করেন বলে অভিযোগ ৷

আরও অভিযোগ, ওই দুই অভিযুক্ত স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে লাঠি ও অস্ত্র নিয়ে অনিতা মহরের বাড়িতে প্রবেশ করে ৷ এরপর মহিলা ও তাঁর বাড়ির লোকের উপর হামলা চালায় । যাতে তাঁরা গুরুতর জখম হন ৷

মোরেনা(মধ্যপ্রদেশ), 4 জানুয়ারি: কুকুরকে নিয়ে বচসা ৷ তার জেরে দলিত মহিলা ও তাঁর মেয়েকে নির্মমভাবে মারধরের অভিযোগ ৷ এমনকি অভিযোগ, তাঁদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসা হয় ৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের মোরেনায় আম্বা থানা এলাকায় ৷

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ পুলিশ সূত্রে খবর, মারধরের ঘটনায় মহিলা ও তাঁর মেয়ে আহত হয়েছেন ৷ তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জখম মহিলার নাম অনিতা মহর ও তাঁর মেয়ে হলেন ভারতী ৷

এই ঘটনা নিয়ে আম্বা থানার ইনচার্জ সতেন্দ্র সিং কুশওয়াহা বলেন, "অনিতা মহর লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তারপরে তাঁকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল । তাঁর মেয়ে ভারতীও আহত হয়েছে । তাঁদের উপর আক্রমণের জন্য আমরা রাজেশ তোমর এবং কুমহের সিং তোমর নামে দু'জনকে গ্রেফতার করেছি ৷"

পুলিশ জানিয়েছে, অনিতা মহরের ছেলে দীপকের কথা অনুয়ায়ী, তাঁর ছোট ভাই সন্তোষ শুক্রবার সকালে বর্জ্য ফেলতে যাচ্ছিল ৷ তখন হঠাৎ তার সামনে একটি কুকুর চলে আসে ৷ যাকে দেখে সে ঘাবড়ে যায় ৷ ভয়ে সন্তোষ কুকুরের উপরই নোংরা ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ ওই বর্জ্যের মধ্যে গোবরও ছিল ৷ এই ঘটনায় রাজেশ তোমর এবং কুমহের সিং তোমর ক্ষুব্ধ হন ৷ তাঁরা মহিলা ও তাঁর মেয়েকে মারধর করেন বলে অভিযোগ ৷

আরও অভিযোগ, ওই দুই অভিযুক্ত স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে লাঠি ও অস্ত্র নিয়ে অনিতা মহরের বাড়িতে প্রবেশ করে ৷ এরপর মহিলা ও তাঁর বাড়ির লোকের উপর হামলা চালায় । যাতে তাঁরা গুরুতর জখম হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.