ETV Bharat / sports

অপরিবর্তিত একাদশ, টস হেরে মহারণে প্রথমে ফিল্ডিং করছে টিম ইন্ডিয়া - ICC CHAMPIONS TROPHY 2025

বাংলাদেশকে হারিয়ে দুবাইয়ে আজ পাকিস্তানের বিরুদ্ধে নামল রোহিত ব্রিগেড ৷ টসে হেরে প্রথমে বোলিং করবে ভারত ৷ দুবাইয়ের মেগাম্যাচ ঘিরে ভক্তদের মধ্যেও উত্তেজনার পারদ।

IND VS PAK
ভারত-পাক মহারণে বল করবেন রোহিতরা (এএফপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 23, 2025, 2:30 PM IST

দুবাই, 23 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাক মহারণ ৷ অবশ্য মহারণে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ বাংলাদেশের বিরুদ্ধে জিতে মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিতরা ৷ ম্য়াচের আগে পাক একাদশে বাবর আজমের না-খেলা নিয়ে যে গুজব ছড়িয়েছিল, তাতে অবশ্য সিলমোহর পড়ল না ৷ বাবরকে রেখেই একাদশ ঘোষণা করল পাকিস্তান ৷ পক্ষান্তরে একাদশে কোনও পরিবর্তন না-এনেই মাঠে নামল ভারত ৷

পাকিস্তান একাদশে পরিবর্তন একটিই ৷ ফকহর জামান ছিটকে যাওয়ায় দলে এসেছেন তাঁর পরিবর্ত ইমাম-উল-হক ৷ তবে, আজ চোখ থাকবে বিরাট কোহলির দিকে, ফর্মে ফিরবেন কি তিনি? নাকি মহারণ জিতবে পাকিস্তান? দুবাইয়ের মেগা ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যেও চড়ছে উত্তেজনার পারদ। তবে, এপ্রসঙ্গে বলে রাখা দরকার এনিয়ে টানা 12 বার ওয়ান-ডে ম্যাচে টস হারল ভারত ৷

টস জিতে দুবাইয়ের অপেক্ষাকৃত স্লো উইকেটে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বড় স্কোর করে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই লক্ষ্য পাক দলের। পাল্টা অল্প সংখ্যক রানে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে বেঁধে রাখতে চাইবে ভারত ৷

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব ৷

পাকিস্তানের প্রথম একাদশ- ইমাম-উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সলমন আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ ৷

দুবাই, 23 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাক মহারণ ৷ অবশ্য মহারণে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ বাংলাদেশের বিরুদ্ধে জিতে মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিতরা ৷ ম্য়াচের আগে পাক একাদশে বাবর আজমের না-খেলা নিয়ে যে গুজব ছড়িয়েছিল, তাতে অবশ্য সিলমোহর পড়ল না ৷ বাবরকে রেখেই একাদশ ঘোষণা করল পাকিস্তান ৷ পক্ষান্তরে একাদশে কোনও পরিবর্তন না-এনেই মাঠে নামল ভারত ৷

পাকিস্তান একাদশে পরিবর্তন একটিই ৷ ফকহর জামান ছিটকে যাওয়ায় দলে এসেছেন তাঁর পরিবর্ত ইমাম-উল-হক ৷ তবে, আজ চোখ থাকবে বিরাট কোহলির দিকে, ফর্মে ফিরবেন কি তিনি? নাকি মহারণ জিতবে পাকিস্তান? দুবাইয়ের মেগা ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যেও চড়ছে উত্তেজনার পারদ। তবে, এপ্রসঙ্গে বলে রাখা দরকার এনিয়ে টানা 12 বার ওয়ান-ডে ম্যাচে টস হারল ভারত ৷

টস জিতে দুবাইয়ের অপেক্ষাকৃত স্লো উইকেটে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বড় স্কোর করে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই লক্ষ্য পাক দলের। পাল্টা অল্প সংখ্যক রানে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে বেঁধে রাখতে চাইবে ভারত ৷

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব ৷

পাকিস্তানের প্রথম একাদশ- ইমাম-উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সলমন আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.