ঢাকা, 2 জানুয়ারি: ইতিহাস থেকে মুছে ফেলা হল মুজিবুর রহমানকে ! মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনা যখন বাংলাদেশ আক্রমণ করে, তখন প্রথম স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান, জাতির পিতা মুজিবুর নন ৷ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দাবি, 1971 সালে 26 মার্চ স্বাধীন বাংলাদেশের কথা শোনা গিয়েছিল জিয়াউরের কণ্ঠে ৷ তিনিই প্রথম, দেশবাসীকে স্বাধীন হওয়ার কথা জানিয়েছিলেন ৷
এবার বাংলাদেশে প্রাইমারি ও সেকেন্ডারি স্তরের পড়ুয়াদের পাঠ্যপুস্তকে লেখা থাকবে জিয়াউর রহমানের নাম ৷ 5 অগস্ট গণ-অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশ ছেড়েছেন ৷ সেদিন থেকেই দেশের সর্বত্র ছড়িয়ে থাকা মুজিবর রহমানের মূর্তি, ছবি ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ আওয়ামী লীগের সময়ে 15 অগস্ট মুজিবুর রহমানের হত্যার দিনটিকে জাতীয় ছুটি হিসাবে গণ্য করা হত ৷ কিন্তু অন্তর্বর্তী সরকার তা বাতিল করেছে ৷
এবার ইতিহাস বদলের পদক্ষেপ করল মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৷ স্থানীয় ডেইলি স্টার সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিক ও সেকেন্ডারি পড়ুয়াদের পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে ৷ এবার জাতির পিতা মুজিবুর রহমানের নাম পড়বে না পড়ুয়ারা ৷
2025 শিক্ষাবর্ষে নতুন পাঠ্যপুস্তকে কী লেখা থাকবে ? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সবুক বোর্ড-এর চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসানের উদ্ধৃতি প্রকাশিত হয়েছে ডেইলি স্টারে, "1971 সালের 26 মার্চ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেন ৷ 27 মার্চ তিনি বঙ্গবন্ধুর হয়ে আরেকবার স্বাধীনতরা কথা ঘোষণা করেন ৷" তিনি জানিয়েছেন, এই ঘটনা বিনামূল্যে দেওয়া পাঠ্যপুস্তকগুলিতে থাকবে, যেখানে ওই ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে ৷
ডেইলি স্টার সংবাদপত্র অনুযায়ী, পাঠ্যপুস্তকে এই পরিবর্তনগুলির কাজে যুক্ত ছিলেন লেখক ও গবেষক রাখাল রাহা ৷ তিনি জানিয়েছেন, পাঠ্যপুস্তকগুলি যেন অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস না থাকে, সেই কথা মাথায় রেখে এই বদল করা হয়েছে ৷ তাঁর কথায়, "যাঁরা পাঠ্যপুস্তকগুলি সংস্কার করেছেন, তাঁরা দেখেছেন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাদের হাতে গ্রেফতার হন ৷ সেই সময়, তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছিলেন ৷ এই তথ্য সঠিক নয় ৷ তাই তাঁরা এই তথ্য মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷"
এর আগে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে, স্বাধীন বাংলাদেশের বার্তা কে দিয়েছিলেন, তা সরকার অনুযায়ী বদল হয়েছে ৷ আওয়ামী লীগ সরকার এবং জিয়াউর প্রতিষ্ঠিত বিএনপি সরকারে থাকার সময়ে বারবার পাঠ্যপুস্তকে নাম বদল হয়েছে ৷ আওয়ামী লীগের সমর্থকরা বিশ্বাস করেন, মুজিবুর রহমানই স্বাধীন বাংলাদেশের ঘোষণা প্রথমে করেছিলেন ৷ সেই সময় জিয়াউর রহমান সেনা কর্তা মাত্র ৷ তিনি মুজিবুরের নির্দেশেই স্বাধীন বাংলাদেশের বার্তা পড়ে শোনান ৷