কলকাতা: সন্তানের জন্মের আগে যেমন হবু মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই জরুরি । তেমনই সন্তানের জন্মের পরও নতুন মায়েদের শরীর স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন । এইসময় শিশু মাতৃদুগ্ধ পান করে ৷ ফলে শিশুর সমস্তরকম পুষ্টিগুণ মায়ের উপর নির্ভর করে ৷ তাই শিশু জন্মের পর যতদিন শিশু মাতৃদুগ্ধ পান করেন ততদিন মাযের পুষ্টির দিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন ৷
ডায়েটিশিয়ানের মতে, সবার আগে একটা স্বাস্থ্যকর জীবন ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন ৷ কী কী খেতে পারেন জেনে নিন ৷
প্রোটিন সমৃদ্ধ খাবার: মাছ, মাংস, সয়াবিন এগুলি প্রোটিন সমৃদ্ধ খাবার ৷ যদি কারও থাইরয়েড থাকে সেক্ষেত্রে সয়াবিন বাদ দেওয়া প্রয়োজন ৷ কারণ থাইরয়েড রোগীদের জন্য সয়াবিন ভালো নয় ৷ এছাড়াও রাজমা, দুধ, প্রোটিন, ছানা এগুলি খেতে পারেন ৷ যাতে মা ও শিশু দু'জনই সুস্থ থাকবে ৷
কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য: চিরে ও সাবু কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য ৷ ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তাই এইসময় রুটির থেকে বেশি পরিমাণে ভাত খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও ফলের মধ্যে কলা খাওয়া ভালো ৷ তিনি পরামর্শ দেন, ফাইবারযুক্ত খাবার বেশি না খাওয়াই ভালো ৷