ETV Bharat / sports

বর্ডার-গাভাস্কর ট্রফির লড়াই ! পারথে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷

India vs Australia 1st Test at Perth
বর্ডার-গাভাস্কর ট্রফির লড়াই (এএফপি)
author img

By ETV Bharat Sports Team

Published : 7 hours ago

পারথ, 22 নভেম্বর: শেষ দু'বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত ৷ এবার টিম ইন্ডিয়ার সামনে হ্যাটট্রিকের সুযোগ ৷ শেষ পাঁচটি টেস্টে দুই দলই 2টি করে টেস্ট জিতে শুক্রবার পারথের অপটাস স্টেডিয়ামে লড়াইয়ে নামল ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ৷

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব বিরাট কোহলির কাঁধে ৷ রোহিত ছাড়াও আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই শুভমন গিল ৷ ফলে যশস্বী জসওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷

ভারতীয় দলের টেস্ট জার্সিতে এদিন অভিষেক হল নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার ৷ 21 বছর বসয়ি নীতীশ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৷ এর আগে দেশের জার্সিতে 3টি টি-20 ম্যাচ খেলেছেন এই ব্যাটর অল-রাউন্ডার ৷ আর 22 বছরের হর্ষিত প্রথমশ্রেণির ক্রিকেটে দিল্লির হয়ে খেললেও আইপিএলে কেকেআর-এর হয়ে পারফর্ম করে লাইমলাইটে আসেন ৷ দেশের হয়ে এদিনই প্রথম মাঠে নামছেন দিল্লির এই ফাস্ট বোলার ৷ গত এক দশকে প্রথমবার ভারতের জোড়া স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা একসঙ্গে বাদ পড়লেন । একমাত্র অফ স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিযেক হল টপ-অর্ডার ব্যাটার নাথান ম্যাকসুইনির ৷

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই দলের লড়াই শুরু ৷ 12 ম্যাচে 8টি জিতে 90 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (জয়ের শতাংশ 62.50) ৷ আর 14 ম্যাচে 8টি জিতে 98 পয়েন্টে দ্বিতীয় স্থানে ভারত (জয়ের শতাংশ 58.33) ৷ টিম ইন্ডিয়ার পয়েন্ট বেশি হলেও জয়ের শতাংশ বেশি হওয়ায় শীর্ষ রয়েছে অস্ট্রেলিয়া ৷

ভারতীয় একাদশ: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক) ও মহম্মদ সিরাজ ৷

অস্ট্রেলিয়া একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড ৷

পারথ, 22 নভেম্বর: শেষ দু'বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত ৷ এবার টিম ইন্ডিয়ার সামনে হ্যাটট্রিকের সুযোগ ৷ শেষ পাঁচটি টেস্টে দুই দলই 2টি করে টেস্ট জিতে শুক্রবার পারথের অপটাস স্টেডিয়ামে লড়াইয়ে নামল ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ৷

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব বিরাট কোহলির কাঁধে ৷ রোহিত ছাড়াও আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই শুভমন গিল ৷ ফলে যশস্বী জসওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷

ভারতীয় দলের টেস্ট জার্সিতে এদিন অভিষেক হল নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার ৷ 21 বছর বসয়ি নীতীশ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৷ এর আগে দেশের জার্সিতে 3টি টি-20 ম্যাচ খেলেছেন এই ব্যাটর অল-রাউন্ডার ৷ আর 22 বছরের হর্ষিত প্রথমশ্রেণির ক্রিকেটে দিল্লির হয়ে খেললেও আইপিএলে কেকেআর-এর হয়ে পারফর্ম করে লাইমলাইটে আসেন ৷ দেশের হয়ে এদিনই প্রথম মাঠে নামছেন দিল্লির এই ফাস্ট বোলার ৷ গত এক দশকে প্রথমবার ভারতের জোড়া স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা একসঙ্গে বাদ পড়লেন । একমাত্র অফ স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিযেক হল টপ-অর্ডার ব্যাটার নাথান ম্যাকসুইনির ৷

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই দলের লড়াই শুরু ৷ 12 ম্যাচে 8টি জিতে 90 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (জয়ের শতাংশ 62.50) ৷ আর 14 ম্যাচে 8টি জিতে 98 পয়েন্টে দ্বিতীয় স্থানে ভারত (জয়ের শতাংশ 58.33) ৷ টিম ইন্ডিয়ার পয়েন্ট বেশি হলেও জয়ের শতাংশ বেশি হওয়ায় শীর্ষ রয়েছে অস্ট্রেলিয়া ৷

ভারতীয় একাদশ: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক) ও মহম্মদ সিরাজ ৷

অস্ট্রেলিয়া একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.