হায়দরাবাদ:যাঁরা দিনরাত রোগীর কথা ভাবেন, সেই চিকিৎসকরা আমাদের সমাজের প্রকৃত নায়ক ৷ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই ৷ তাঁকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য়ে এদিন সারাদেশে পালিত জাতীয় চিকিৎসক দিবস ৷ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকদের অবদানের স্বীকৃতির পাশাপাশি সমাজে স্বাস্থ্য ও ওষুধের গুরুত্বও তুলে ধরে ।
প্রতি বছর একটি নতুন প্রতিপাদ্য নিয়ে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় । এবছর রোগীদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা গ্রহণ, রোগ থেকে মুক্তি ও তাদের সুস্থ করে তুলতে পালিত হবে ৷ এছাড়াও রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসকদের ভূমিকাকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
ইতিহাস
এটি উল্লেখযোগ্য যে 1991 সালে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দ্বারা জাতীয় চিকিৎসক দিবস উদযাপন শুরু হয়েছিল । এই অনুষ্ঠান উদযাপনের মূল উদ্দেশ্য ছিল মহান চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীকে সম্মান জানানো । জানা যায় ডাঃ রায় একজন মহান চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ছিলেন । চিকিৎসা ক্ষেত্রে ডঃ বিধান চন্দ্র রায়ের অবদানের জন্য তাঁকে 1961 সালে ভারতরত্ন প্রদান করা হয় ।