পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

বাড়ছে ডেঙ্গি সংক্রমণ ! কিউই পাতে থাকলে মিলবে বিশেষ উপকার - Kiwi for Dengue

Kiwi for Health: ফলের স্বাস্থ্য উপকারিতা না বললেই নয়। বিশেষ করে কিছু ফল অনেক উপকার দেয়। কিউই এমনই একজন। এর পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে যারা ডেঙ্গির সমস্যায় ভুগছেন তাদের জন্য কিউই ফল খাওয়া ভালো।

Kiwi for Health News
কিউইর উপকারিতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 2:16 PM IST

কলকাতা:অন্যান্য ঋতুর তুলনায় বর্ষাকালে শরীর খারাপ বেশি হয় ৷ এই সময়ের জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ । এছাড়াও, জল দূষণ এবং মশার সংখ্যা বৃদ্ধিও বর্ষাকালে রোগের প্রাদুর্ভাব ঘটায় । বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ দেখা দেয় ৷ সঠিক সময়ে এর চিকিৎসা না-নিলে রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যায় ৷ ফলে জীবনের ঝুঁকির আশঙ্কা থাকে ৷ বিশেষজ্ঞদের মতে, এমন সময়ে উপযুক্ত ওষুধ ব্যবহার করার পাশাপাশি সঠিক পুষ্টি গ্রহণ করাও খুবই জরুরি । এইসময় কিউই বিশেষভাবে উপকারী ৷ জেনে নিন, ডেঙ্গি প্রতিরোধে কিউই কতটা উপকারী ?

বিশেষজ্ঞরা জানান, কিউই ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এতে প্রচুর পুষ্টি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে । এই ফল নিয়মিত খেলে দীর্ঘস্থায়ী রোগ কমাতে সাহায্য় করে । এগুলি ভিটামিন-সি সমৃদ্ধ হওয়ায় সর্দি এবং হাঁপানির মতো শ্বাসকষ্ট প্রতিরোধে খুব সহায়ক বলে বলা হয় । এছাড়াও এটি অনাক্রম্যতা বাড়াতে এবং সংক্রমণ রোগ থেকে রক্ষা করে ।

কিউইতে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফোলেট, ক্যালসিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রক্তে প্লেটলেটের উৎপাদন বাড়াতে খুবই সহায়ক । তাই ডেঙ্গিতে আক্রান্ত ব্যক্তিরা এই ফল খেলে উপকার পেতে পারেন ।

2009 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, ডেঙ্গির কারণে কম প্লেটলেট সংখ্যার রোগীরা যখন দিনে দু'টি কিউই ফল খেয়েছেন তাদের প্লেটলেটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । 'জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন'(American Journal of Tropical Medicine and Hygiene) এ প্রকাশ পেয়েছে ৷ এই গবেষণায় অংশ নিয়েছিলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের পুষ্টিবিদ ৷ তিনি জানান, কিউইতে থাকা পুষ্টি রক্তে প্লেটলেটের সংখ্যা বাড়াতে খুব ভালো কাজ করে ।

বিশেষজ্ঞরা জানান, এছাড়াও কিউই ভালো কোলেস্টেরল পেতে সাহায্য় করে ফলে এটি হার্টের জন্য খুবই ভালো । এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্য রোধ এবং অনেক ধরনের ক্যানসার প্রতিরোধে সাহায্য় করে । কিউই খেলে হজমশক্তি ভালো হয় ৷ ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ।

ABOUT THE AUTHOR

...view details