পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ডাকাতিয়া বাঁশি' থেকে 'দুষ্টু কোকিল', বাংলা সিনেমায় সেরা আইটেম ডান্স - ITEM DANCE IN BENGALI MOVIE

মিমি থেকে কৌশানি কেউ দুষ্টু কোকিলের ডাকে সাড়া দিয়েছেন আবার কেউ ডাকাতিয়া বাঁশির সুরে মন কেড়েছেন ৷ একনজরে বাংলা সিনেমায় সেরা আইটেম ডান্সের তালিকা ৷

Etv Bharat
বাংলা সিনেমায় সেরা আইটেম ডান্স (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

কলকাতা, 18 ডিসেম্বর: গল্প, অভিনয়, অ্যাকশনের পাশাপাশি সিনেমায় অতিরিক্ত মশালা যোগ করে আইটেম নম্বর বা আইটেম ডান্স ৷ রইস ছবিতে 'লেলা ও লেলা...' হোক কিংবা 'পুষ্পা 2' ছবির 'কিসিক', অভিনেত্রীদের আইটেম ডান্স আলাদা নজর কাড়ে ৷ ব্যতিক্রম নয় বাংলা সিনেমাও ৷

হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি সিনেমায় আইটেম নম্বর অনেক দিন থেকেই ক্যারিশ্মা দেখাচ্ছে। চলতি বছর বাংলা সিনেমাতেও আইটেম নম্বরে তাক লাগিয়েছেন অনেকেই। একনজরে রইল বাংলা সিনেমায় সেরা আইটেম ডান্সের তালিকা৷

কৌশানি মুখোপাধ্যায়
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' ছবিতে কৌশানি উষ্ণতা ছড়ান 'ডাকাতিয়া বাঁশি' গানে। অন্য কৌশানিকে এই ছবিতে পেয়েছে দর্শক। এভাবে এর আগে কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। 'বহুরূপী'-র 'ডাকাতিয়া বাঁশি' গানে রয়েছে একাধিক বিশেষত্ব। তার জোরেই এই গানটি একটি নামী মোবাইল সংস্থা কিনে নিয়েছে 50 লাখ টাকায়। ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কথায়, শ্রেষ্ঠা দাস ও ননীচোরা বাউলের কণ্ঠে ও বনি চক্রবর্তীর পরিচালনায় ও কণ্ঠে নতুন এই গানে যেমন রয়েছে লোকগানের ছোঁয়া, তেমনই রয়েছে গ্রাম্য, বহুরূপীদের গানের পরিভাষা।...

কৌশানি মুখোপাধ্যায় বলেন, "ডাকাতিয়া বাঁশি বিগেস্ট ব্লক ব্লাস্টার! অনেক বাচ্চার সাড়া পেয়েছি এই গানে। আট থেকে আশি রিল বানিয়েছে। 2024 -এর বড় হিট গান এটা। সোশ্যাল মিডিয়ায় সব রেকর্ড ব্রেক করেছে গানটা। আর ছড়াটা বাচ্চারা এত বেশি ভালোবেসেছে যে আমাকে ট্যাগ করেও পাঠানো হচ্ছে। আমি দেখে অবাক হয়েছি যে বাচ্চাগুলো পড়ার মতো মুখস্থ করে ফেলেছে ছড়াটা। আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে সবাই ভালোবাসবে গানটা। আর সেটাই হয়েছে। গানটার রিমিক্স-ও হয়েছে। নানা ভার্সন বেরিয়েছে। ডিজে ভার্সন বেরিয়েছে। বিয়ে বাড়িতে দারুণ ক্রেজ গানটার। 'ডাকাতিয়া বাঁশি' নিয়ে আমি কতটা খুশি এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন।

মিমি চক্রবর্তী

রায়হান রাফি পরিচালিত 'তুফান' ছবিতে আইটেম নম্বর 'দুষ্টু কোকিল'-এ মন মাতিয়েছেন মিমি চক্রবর্তী। সঙ্গী হন শাকিব খান। আকাশ সেনের কথায় ও সুরে, দিলশাদ নাহার কনা ও আকাশ সেনের গাওয়া তুফানি আইটেম নম্বর 'দুষ্টু কোকিল' গানের সঙ্গে মিমির চোখ ধাঁধানো পোশাকও নজর কাড়ে সকলের। উল্লেখ্য, গানটি প্রকাশের মাত্র তিন দিনে চরকির ইউটিউব চ্যানেলে 95 লাখের বেশি ভিউজ দিয়েছিল। এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে 45 লাখেরও বেশি ভিউজ দিয়েছে এই গান। ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতার শ্রোতাদের মনেও 'তুফান' এনেছিল গানটি।তৃণা সাহা ও নীল ভট্টাচার্য বাবা যাদব পরিচালিত 'সেন্টিমেন্টাল' ছবিতে তৃণা সাহাও তাক লাগিয়েছেন আইটেম নম্বরে। এই ইমেজে এর আগে কখনও দেখা যায়নি ছোটপর্দার ঘরের মেয়ে গুনগুনকে। আইটেম নম্বর 'বোকা সোডা' গানে তাঁর সঙ্গী হন নীল ভট্টাচার্য অর্থাৎ তৃণার রিয়েল লাইফ হাজব্যান্ড। গানটি গেয়েছেব ঈশান মিত্র এবং শুচিস্মিতা চক্রবর্তী।

গানের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তৃণা ইটিভি ভারতকে বলেন, "মানুষ নেচেছে। নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ নেগেটিভ কেউ বা পজিটিভ রি-অ্যাকশন দিয়েছে। তবে সব মিলিয়ে ভালো হয়েছে শেষটা। প্রস্তুতিও খুব বেশিদিনের ছিল না। দু'দিন মতো। বাবা যাদবের সঙ্গে রিহার্সাল করেও লাভ হয় না। কেন না অন স্পট অনেককিছুই পালটে যায়। খুব ঠাণ্ডায় আমাদের শুটিং হয়েছে পৈলানের একটা স্টুডিয়োতে। অসম্ভব ঠাণ্ডা ছিল সেদিন। চারদিক কুয়াশা। হিম পড়ছিল। চুল ঠিক থাকছিল না। নীলের তো গায়ে জ্যাকেট ছিল। আমার তো পিঠ কোমর খোলা ছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম ঠাণ্ডায়।সেই রাতটা আমাদের সঙ্গে ছিল যশ এবং নুসরত। আমাদের যদি কিছু দরকার লাগে সেই কথা ভেবে সারা রাত আমাদের সঙ্গে ছিল দুজনেই।

পূজা বন্দ্যোপাধ্যায়
অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায়, অনির্বাণ ভট্টাচার্যর সৃজনশীল পরিচালনায় 'অথৈ' ছবিতে 'মন্দ হয়ে যা' শীর্ষক আইটেম গানে সাড়া ফেলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। অমিত চট্টোপাধ্যায়ের সুরে এবং মধুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গানে পূজা নিজের ইমেজেই ধরা দিয়েছেন। একাধিক আইটেম নম্বর তাঁর ঝুলিতে। সুতরাং এই ঘরানায় তাঁর মুন্সিয়ানা নিয়ে প্রশ্ন তোলাও অমূলক।

অঙ্কুশ হাজরা

চলতি বছর বাংলা সিনেমায় আইটেম ডান্সের কথা হলেও তালিকায় অঙ্কুশ হাজরার নাম নিতেই হবে ৷ 'রক্তবীজ' 2023 সালে পুজোর সময় মুক্তি পায় ৷ কিন্তু বছর শুরুতেও নাচের গান হিসাবে চার্টবাস্টারে থাকে গোবিন্দা দাঁত মাজে না ৷ অঙ্কুশ ইটিভি ভারতকে এই প্রসঙ্গে বলেন, "গোবিন্দ খুব স্পেশাল আমার কাছে। মনে আছে, শিবু দা যখন প্রথম অফারটা দেয় আমাকে যে ছবিটাতে একটা ক্যামিও আছে। সঙ্গে গানও আছে। তুই করলে ভালো লাগবে।"

অঙ্কুশ আরও বলেন, "আমি শিবু দা'কে বলেছিলাম যদি গানটা এমন হয় যে আমাকে লোক এভাবে আগে কখনও দেখেনি। মানে আমি শিবু দা'কে বলতে চেয়েছিলাম অঙ্কুশেরর আরেকটা ডান্স নম্বর আসছে এর থেকেও বেশি যদি এমন হয় যে গানটার মধ্যে গোবিন্দর একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে। গানটার শেষে আমি যদি ছবির গল্পটাতে কোনও ইনপুট দিতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে। শিবু দা বলেন আমি সেটাই প্ল্যান করছি। গানটার মধ্যে তুই অঙ্কুশ নয়, গোবিন্দ। শেষে দেখা গেল শিবু দা আমাকে ছবিটার একটা পার্ট করে দিয়েছেন গানটার মাধ্যমে। আমি শিবু দা'র কাছে কৃতজ্ঞ। আমি সামান্য কিছুই চেয়েছিলাম। আর শিবু দা এমন ভাবে শেষ করলেন যে 'রক্তবীজ'-এর পার্ট টু'র প্রমিস থেকে গেল।"

ABOUT THE AUTHOR

...view details