ETV Bharat / entertainment

'পিলিংস' গানে 'ফিলিংস' জাগিয়েছেন বাঁকুড়ার মেয়ে অর্পিতা - ARPITA CHAKRABORTY

'পুষ্পা 2' ছবির 'পিলিংস' গান তো শুনেছেন ৷ ইতিমধ্যেই ভাইরাল সেই গান ৷ কিন্তু জানেন তিমির বিশ্বাসের সঙ্গে গান গাওয়া অর্পিতা কার মেয়ে?

pushpa 2 bengali song peelings
'পিলিংস' গান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 19, 2024, 12:41 PM IST

বাঁকুড়া, 19 ডিসেম্বর: 'পুষ্পা 2'এ বাঁকুড়ার অবদান ! অবাক হচ্ছেন শুনে! বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের কন্যা গেয়েছেন 'পুষ্পা 2' ছবির গান 'পিলিংস' ৷

5 ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ আল্লু অর্জু, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত ছবি ভারতে ও বিশ্বদরবারে সাড়া ফেলেছে ৷ বক্সঅফিসে তৈরি হয়েছে নয়া বেঞ্চমার্ক ৷ হিন্দি, তামিল, তেলুগু-সহ অনান্য ভাষায় ছবির মুক্তি হলেও তা বাংলা ভাষায় মুক্তি পায়নি ৷

কিন্তু ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে ছবির বাংলা ভার্সনের গান ভাইরাল ৷ কিসিক, পুষ্পার মতো দর্শক মনে দাগ কেটেছে পিলিংস গানও ৷ প্রায় 2 কোটির মতো দর্শক মজা নিয়েছেন পিলিংস গানের ৷ এই গানেই তিমির বিশ্বাসের পাশাপাশি মহিলা কণ্ঠে গেয়েছেন অর্পিতা চক্রবর্তী ৷ তিনি বাঁকুড়ার কিংবদন্তি 'লাল পাহাড়ির দ্যাশে যা' গানের স্রষ্টা সুভাষ চক্রবর্তীর কন্যা ৷ গানে সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ ৷ হিন্দি গানের বাংলা লিখেছেন কবি শ্রীজাত ৷

'পিলিংস' গানের গায়িকা কে চেনেন? (ইটিভি ভারত)

অর্পিতা বলেন, "বাবার কাছ থেকে গান শুনে তিনি বড় হয়েছেন ৷ পুষ্পা 2-র মতো ছবিতে গান করতে পারা সৌভাগ্যের ৷" বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে বেড়ে ওঠা অর্পিতার ৷ শিল্পীর সাফল্যে খুশি প্রতিবেশীরাও ৷ প্রত্যেকের মুখে অর্পিতার জয় গান ৷ আসলে অর্পিতা লাল ভূমের মেয়ে ৷ বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল, লোকগীতি এবং ভোর বেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ৷ তাঁর গান দর্শক দরবারে প্রশংসিত হওয়ায় খুশি সকলেই ৷

জানা যায়, ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন । ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি । কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী । এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি ।

প্রসঙ্গত, 23 নভেম্বর 'লাল পাহাড়ির দেশ' ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন কবি অরুণ চক্রবর্তী ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 78 বছর বয়সী কবির ৷ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর 'সোনাঝুড়ি' নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এরপরই স্থানীয় এক চিকিৎসক এসে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন ।

বাঁকুড়া, 19 ডিসেম্বর: 'পুষ্পা 2'এ বাঁকুড়ার অবদান ! অবাক হচ্ছেন শুনে! বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের কন্যা গেয়েছেন 'পুষ্পা 2' ছবির গান 'পিলিংস' ৷

5 ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ আল্লু অর্জু, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত ছবি ভারতে ও বিশ্বদরবারে সাড়া ফেলেছে ৷ বক্সঅফিসে তৈরি হয়েছে নয়া বেঞ্চমার্ক ৷ হিন্দি, তামিল, তেলুগু-সহ অনান্য ভাষায় ছবির মুক্তি হলেও তা বাংলা ভাষায় মুক্তি পায়নি ৷

কিন্তু ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে ছবির বাংলা ভার্সনের গান ভাইরাল ৷ কিসিক, পুষ্পার মতো দর্শক মনে দাগ কেটেছে পিলিংস গানও ৷ প্রায় 2 কোটির মতো দর্শক মজা নিয়েছেন পিলিংস গানের ৷ এই গানেই তিমির বিশ্বাসের পাশাপাশি মহিলা কণ্ঠে গেয়েছেন অর্পিতা চক্রবর্তী ৷ তিনি বাঁকুড়ার কিংবদন্তি 'লাল পাহাড়ির দ্যাশে যা' গানের স্রষ্টা সুভাষ চক্রবর্তীর কন্যা ৷ গানে সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ ৷ হিন্দি গানের বাংলা লিখেছেন কবি শ্রীজাত ৷

'পিলিংস' গানের গায়িকা কে চেনেন? (ইটিভি ভারত)

অর্পিতা বলেন, "বাবার কাছ থেকে গান শুনে তিনি বড় হয়েছেন ৷ পুষ্পা 2-র মতো ছবিতে গান করতে পারা সৌভাগ্যের ৷" বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে বেড়ে ওঠা অর্পিতার ৷ শিল্পীর সাফল্যে খুশি প্রতিবেশীরাও ৷ প্রত্যেকের মুখে অর্পিতার জয় গান ৷ আসলে অর্পিতা লাল ভূমের মেয়ে ৷ বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল, লোকগীতি এবং ভোর বেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ৷ তাঁর গান দর্শক দরবারে প্রশংসিত হওয়ায় খুশি সকলেই ৷

জানা যায়, ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন । ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি । কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী । এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি ।

প্রসঙ্গত, 23 নভেম্বর 'লাল পাহাড়ির দেশ' ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন কবি অরুণ চক্রবর্তী ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 78 বছর বয়সী কবির ৷ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর 'সোনাঝুড়ি' নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এরপরই স্থানীয় এক চিকিৎসক এসে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.