ETV Bharat / entertainment

বলিউড ছবির জন্য 'পুষ্পা 2' বড় ঝুঁকি ? ভবিষ্যতে জারি কঠিন চ্যালেঞ্জ - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

ভারতীয় সিনেমার ইতিহাসে 'পুষ্পা 2' যে বেঞ্চমার্ক তৈরি করে চলেছে তা আগামী দিনে অন্য ছবিদের ফেলবে কঠিন চ্যালেঞ্জের মুখে ৷

Etv Bharat
বলিউড ছবির জন্য 'পুষ্পা 2' বড় ঝুঁকি ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 19, 2024, 2:43 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: 2024 সালটা আল্লু অর্জুনের জীবনে স্মরণীয় হয়ে থাকবে ৷ তবে দুভাবে ৷ ভালো দিক হল পুষ্পা 2 এখনও চালিয়ে খেলছে বক্সঅফিসে ৷ 14তম দিনেও আয়ের ঘোড়া লাগামহীন ৷ অন্যদিকটা খারাপ ৷ কারণ তাঁকে সন্ধ্যা হল কাণ্ডের জন্য এক রাত কাটাতে হয়েছে জেলে ৷ জীবনের প্রতিটা মোড় কোনও না কোনও শিক্ষা দিয়ে যায় ভবিষ্যতের জন্য ৷ আল্লু কী শেখেন সেটা সময় বলবে ৷ আপাতত, তিনি খারাপের মাঝেও রয়েছেন ক্লাউড লাইনে ৷

সুকুমার পরিচালিত ছবি বক্সঅফিসে আলোড়ন ফেলেছে ৷ হাইয়েস্ট-গ্রসিং হিন্দি সিনেমা হিসাবে ছবি আয় করে ফেলেছে 600 কোটি টাকা নেট ৷ মাত্র দু সপ্তাহে ছবির রথযাত্রা সত্যি প্রশংসনীয় ৷ 'স্ত্রী 2' ছবির লাইফটাইম কালেকশন (598 কোটি টাকা) পিছনে ফেলেছে 'পুষ্পা 2' ৷ ফলে হিন্দি সিনেমার দিক থেকে প্রথম স্থান দখল করে রাখল আল্লু অর্জুনের ছবি ৷ তৃতীয় স্থানে রইল শাহরুখ খানের 'জওয়ান' (582 কোটি টাকা) ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস 14 তম দিন

মনে করা হচ্ছে, ভারতীয় প্রেক্ষাগৃহে যেভাবে হিন্দি ভার্সনে দর্শক টানছে 'পুষ্পা 2', তা ছবির আয় নিয়ে যেতে পারে 750 কোটি টাকায় ৷ আবার কেউ আশা করছেন, তা 800 কোটি টাকাও হতে পারে ৷ তবে নেট যে পরিমাণ আয় হোক না কেন, আগামী দিনে হিন্দি ছবির ক্ষেত্রে বা বলিউড ছবির ক্ষেত্রে বেঞ্চমার্ক ছোঁয়ার দিক থেকে পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে ৷ কারণ এখনও পর্যন্ত যতগুলো হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে তার সবকটা রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা 2 ৷ গ্লোবালি দেখলে সেখানেও প্রায় একই অবস্থা ৷ প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' ৷ কিন্তু ভারতে রেকর্ড ভাঙার মতো আর কোনও পড়ে থাকল কি? ভাবনার বিষয় সেটা ৷

অন্যদিকে, সবরকম ভাষা মিলিয়ে ছবির আয় পৌঁছে গিয়েছে হাজার কোটির কাছাকাছি ৷ 14 দিনে ছবির আয়ের পরিমাণ 973.2 কোটি টাকা ৷ স্যাকনিল্ক অনুযায়ী, 14তম দিনে আল্লু অর্জুনের পুষ্পা 2 আয় করেছে 20.8 কোটি টাকা ৷ পাশাপাশি, শুধুমাত্র তেলুগু ভার্সনে ছবির আয় হয়েছে 293.3 কোটি টাকা ৷ সেখানে দাঁড়িয়ে হিন্দি একাই তুলেছে 607.35 কোটি টাকা ৷

ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন

প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্স জানিয়েছে, পুষ্পা 2 ছবির গ্রস আয় 1 হাজার 409 কোটি টাকা ৷ খুব শীঘ্রই তা 1500 কোটিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে ৷ নির্মাতাদের মতে, 'পুষ্পা 2' অস্ট্রেলিয়াতে মুক্তির পর তা হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা হিসাবে মুকুট পড়েছে ৷ এই মুহূর্তে গ্লোবালি 'বাহুবলি 2' আছে দ্বিতীয় স্থানে ৷ 2000 কোটি টাকা আয করে 'দঙ্গল' রয়েছে প্রথম স্থানে ৷

20 তারিখ শুরু হবে আসল খেলা ৷ যখন 'পুষ্পা 2'-কে টক্কর দিতে মাঠে আসবে চারটে বাংলা ছবি, এখটি তামিল ছবি ও একটি হিন্দি ছবি ৷ তখন ছবির বক্সঅফিসের ঝাঁপি কেমন ভরে, নজর থাকবে সেই দিকে ৷

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: 2024 সালটা আল্লু অর্জুনের জীবনে স্মরণীয় হয়ে থাকবে ৷ তবে দুভাবে ৷ ভালো দিক হল পুষ্পা 2 এখনও চালিয়ে খেলছে বক্সঅফিসে ৷ 14তম দিনেও আয়ের ঘোড়া লাগামহীন ৷ অন্যদিকটা খারাপ ৷ কারণ তাঁকে সন্ধ্যা হল কাণ্ডের জন্য এক রাত কাটাতে হয়েছে জেলে ৷ জীবনের প্রতিটা মোড় কোনও না কোনও শিক্ষা দিয়ে যায় ভবিষ্যতের জন্য ৷ আল্লু কী শেখেন সেটা সময় বলবে ৷ আপাতত, তিনি খারাপের মাঝেও রয়েছেন ক্লাউড লাইনে ৷

সুকুমার পরিচালিত ছবি বক্সঅফিসে আলোড়ন ফেলেছে ৷ হাইয়েস্ট-গ্রসিং হিন্দি সিনেমা হিসাবে ছবি আয় করে ফেলেছে 600 কোটি টাকা নেট ৷ মাত্র দু সপ্তাহে ছবির রথযাত্রা সত্যি প্রশংসনীয় ৷ 'স্ত্রী 2' ছবির লাইফটাইম কালেকশন (598 কোটি টাকা) পিছনে ফেলেছে 'পুষ্পা 2' ৷ ফলে হিন্দি সিনেমার দিক থেকে প্রথম স্থান দখল করে রাখল আল্লু অর্জুনের ছবি ৷ তৃতীয় স্থানে রইল শাহরুখ খানের 'জওয়ান' (582 কোটি টাকা) ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস 14 তম দিন

মনে করা হচ্ছে, ভারতীয় প্রেক্ষাগৃহে যেভাবে হিন্দি ভার্সনে দর্শক টানছে 'পুষ্পা 2', তা ছবির আয় নিয়ে যেতে পারে 750 কোটি টাকায় ৷ আবার কেউ আশা করছেন, তা 800 কোটি টাকাও হতে পারে ৷ তবে নেট যে পরিমাণ আয় হোক না কেন, আগামী দিনে হিন্দি ছবির ক্ষেত্রে বা বলিউড ছবির ক্ষেত্রে বেঞ্চমার্ক ছোঁয়ার দিক থেকে পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে ৷ কারণ এখনও পর্যন্ত যতগুলো হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে তার সবকটা রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা 2 ৷ গ্লোবালি দেখলে সেখানেও প্রায় একই অবস্থা ৷ প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' ৷ কিন্তু ভারতে রেকর্ড ভাঙার মতো আর কোনও পড়ে থাকল কি? ভাবনার বিষয় সেটা ৷

অন্যদিকে, সবরকম ভাষা মিলিয়ে ছবির আয় পৌঁছে গিয়েছে হাজার কোটির কাছাকাছি ৷ 14 দিনে ছবির আয়ের পরিমাণ 973.2 কোটি টাকা ৷ স্যাকনিল্ক অনুযায়ী, 14তম দিনে আল্লু অর্জুনের পুষ্পা 2 আয় করেছে 20.8 কোটি টাকা ৷ পাশাপাশি, শুধুমাত্র তেলুগু ভার্সনে ছবির আয় হয়েছে 293.3 কোটি টাকা ৷ সেখানে দাঁড়িয়ে হিন্দি একাই তুলেছে 607.35 কোটি টাকা ৷

ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন

প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্স জানিয়েছে, পুষ্পা 2 ছবির গ্রস আয় 1 হাজার 409 কোটি টাকা ৷ খুব শীঘ্রই তা 1500 কোটিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে ৷ নির্মাতাদের মতে, 'পুষ্পা 2' অস্ট্রেলিয়াতে মুক্তির পর তা হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা হিসাবে মুকুট পড়েছে ৷ এই মুহূর্তে গ্লোবালি 'বাহুবলি 2' আছে দ্বিতীয় স্থানে ৷ 2000 কোটি টাকা আয করে 'দঙ্গল' রয়েছে প্রথম স্থানে ৷

20 তারিখ শুরু হবে আসল খেলা ৷ যখন 'পুষ্পা 2'-কে টক্কর দিতে মাঠে আসবে চারটে বাংলা ছবি, এখটি তামিল ছবি ও একটি হিন্দি ছবি ৷ তখন ছবির বক্সঅফিসের ঝাঁপি কেমন ভরে, নজর থাকবে সেই দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.